Advertisment

‘নোবেলজয়ী অভিষেকবাবু’, মমতার মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি

মমতাকে তীব্র ভাষায় কটাক্ষ করে কোনও বিরোধী নেতার সহাস্য মন্তব্য, ‘‘অ শুনলেই মমতা ভাবেন অভিষেক’’। কেউ আবার বলেছেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই উনি চিন্তিত সবসময়’’।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা, মমতার খবর, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জী, Nobel Winner Abhijit Banerjee, Abhijit Banerjee news,নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, abhishek banerjee, অভিষেক বন্দ্যোপাধ্যায়, Abhijit vinayak Banerjee, sabyasachi dutta, bjp, rahul sinha, রাহুল সিনহা, সব্যসাচী দত্ত

মমতা বন্দ্যোপাধ্যায়, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় হয়ে গেলেন ‘অভিষেকবাবু’! নোবেলজয়ী অভিজিতের কথা বলতে গিয়ে মুখ ফস্কে ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! এ নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদের নাম ভুল বললেন, সে নিয়ে সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী নেতারা। এ ঘটনায় মমতাকে তীব্র ভাষায় কটাক্ষ করে কোনও বিরোধী নেতার সহাস্য মন্তব্য, ‘‘অ শুনলেই মমতা ভাবেন অভিষেক’’। কেউ আবার বলেছেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই উনি চিন্তিত সবসময়’’।

Advertisment

আরও পড়ুন: ‘দ্বিতীয় স্ত্রী বিদেশি হলেই নোবেল মিলছে’, অভিজিৎ প্রসঙ্গে বেলাগাম রাহুল সিনহা

এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ  ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলেন, "ওঁর মাথায় অভিষেক রয়েছেন। উনি অর্ধেক সময় আজেবাজে কথা বলেন। উল্টোপাল্টা কথা বলছেন"। একদা মমতার সৈনিক তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে হাসতে হাসতে বলেন, ‘‘উনি আসলে সব কিছুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান, যেটা খুবই দুঃখজনক। বাংলা তথা ভারতবর্ষের গর্ব নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী তাঁর নাম ভুল বলছেন, এটা দুর্ভাগ্যের’’। মমতাকে বিঁধে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘‘উনি আসলে না জেনেই কথা বলতে থাকেন। অ শুনলেই ভাবেন অভিষেক। এটাই ওঁর পতনের মূল কারণ’’।

আরও পড়ুন: নোবেলজয়ী অভিজিতের নাম বিতর্কে মুখ খুললেন ‘মা’

বিজেপির পাশাপাশি বাম ও কংগ্রেস নেতারাও মমতার এহেন ‘কীর্তি’তে সোচ্চার হয়েছেন। সিপিএম নেতা মহম্মদ সেলিম এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলেন, ‘‘মমতা নোবেল কমিটির চেয়ারম্যান হলে, অভিষেকই পেতেন নোবেল। এক হতে পারে, প্রবাসে কে কী কাজ করছেন, তাঁর কোনও খবর রাখেন না উনি। দ্বিতীয়ত, তাঁর মনজুড়ে রয়েছেন অভিষেক। তাঁর ব্যাপারে উনি চিন্তিত। আর তৃতীয়ত হতে পারে, উনি যেটা বলেছেন সেটাই ঠিক। স্বৈরতান্ত্রিক মনোবৃত্তির হলে যা হয়। অনেকসময় পাশে যাঁরা থাকেন, তাঁরা বলে দেন, যে দিদি এটা নয়, ওটা হবে। কিন্তু তাঁরা জানেন, বলে কোনও লাভ হবে না। আর অনেকে বলার সাহস রাখেন না’’। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কটাক্ষের সুরে বলেন, ‘‘বাংলায় নোবেল চালু করে দিলেই হল। কাটমানিতে নোবেল!’’

আরও পড়ুন: বিকেলে ঘরোয়া বৈঠকী আড্ডায় নোবেলজয়ী অভিজিতের বাড়িতে মুখ্যমন্ত্রী

ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘আগেও অমর্ত্য সেন, মাদার টেরেজা পেয়েছেন নোবেল...বাংলা থেকে এবার অভিষেকবাবু (পড়ুন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়) পেলেন। এটা গর্বের। বাংলা গর্বের দিকে এগোচ্ছে...’’। এরপর মমতা আবারও বলেন, ‘‘অভিষেকবাবুর মা (পড়ুন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা) এখানে আছেন, একবার যাব ওঁর সঙ্গে দেখা করতে’’। সাংবাদিক বৈঠকের পর বিকেলে কলকাতায় নোবেলজয়ীর মায়ের সঙ্গে দেখা করেন মমতা।

Mamata Banerjee
Advertisment