/indian-express-bangla/media/media_files/2024/11/07/pzeyVv9m6WKRcHjECupH.jpg)
প্রতীকী ছবি।
রোগী মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যদের হয়রানি ঠেকাতে এবার কড়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন। এবার থেকে আর রোগীর মৃত্যুর পর তাঁর দেহ দীর্ঘ সময় ধরে আটকে রাখতে পারবে না হাসপাতাল। এই ব্যাপারে রীতিমতো সময় বেঁধে দিয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য কমিশন।
অনেক সময় দেখা যায় রোগীর মৃত্যু হওয়ার পরেও ঘন্টার পর ঘন্টা তাঁর দেহ আটকে রাখছে হাসপাতাল। কখনও হাসপাতালে বিলের টাকা মেটানো হয়নি বলে কখনও আবার মেডিক্লেমের ক্লিয়ারেন্স আসেনি বলে মৃতদেহ আটকে রাখার অভিযোগ ওঠে। এক্ষেত্রে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় রোগীর আত্মীয়দের। প্রায়শই বিষয়টি নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে।
সেই সব কথা বিবেচনা করেই এবার ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন বা রাজ্যের স্বাস্থ্য কমিশন একটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে হাসপাতালে কোনও রোগীর মৃত্যুর পর ৫ ঘণ্টার মধ্যে তাঁর দেহ ছেড়ে দিতে হবে।
এই ব্যাপারে কোনওরকম গাফিলতি থাকলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এমনকী প্রয়োজনে সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে বলে জানিয়েছে কমিশন।
আরও পড়ুন-Nepal Unrest: লাগামহীন হিংসা নেপালে, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে খুন
এরই পাশাপাশি যতক্ষণ হাসপাতালে দেহ থাকবে সেই দেহে যাতে পচন না ধরে সেই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করতে হবে সংশ্লিষ্ট হাসপাতালকে। রীতিমতো নির্দেশিকা জারি করে বিষয়টি স্পষ্ট করেছে রাজ্য স্বাস্থ্য কমিশন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us