/indian-express-bangla/media/media_files/2025/10/31/hs-2025-10-31-15-05-38.jpg)
WB HS 3rd semester topper list: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল।
West Bengal HS Result 2025: ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। পরীক্ষা শেষের মাত্র ৩৯ দিনের মধ্যেই ফল প্রকাশ করে নজির গড়ল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উল্লেখযোগ্যভাবে, সেমিস্টার পদ্ধতিতে গোটা দেশের মধ্যে প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করল বাংলা।
শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, এ বছর তৃতীয় সেমিস্টারের মোট পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। গত বছর এই হার ছিল ৯০.৭৯ শতাংশ।
এ বছর মেধা তালিকায় প্রথম দশে স্থান পেয়েছেন ৬৯ জন পড়ুয়া। তাঁদের মধ্যে ৬৬ জন ছাত্র এবং ৩ জন ছাত্রী। মেধাতালিকায় যৌথভাবে প্রথম হয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ণ জানা, দু’জনেরই প্রাপ্ত নম্বরের হার ৯৮.৯৭ শতাংশ।
মেয়েদের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছে দীপান্বিতা পাল, যার প্রাপ্ত নম্বরের হার ৯৮.৯২ শতাংশ। সার্বিক মেধাতালিকায় দীপান্বিতা রয়েছেন চতুর্থ স্থানে। এই বছর মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৬৮ জনই বিজ্ঞান বিভাগের, মাত্র একজন বাণিজ্য বিভাগের পড়ুয়া। এবারও সাফল্যের নিরিখে এগিয়ে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ — প্রথম দশে থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জনই রামকৃষ্ণ মিশনের পড়ুয়া, যার মধ্যে ২৪ জন পুরুলিয়া ও ৩১ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।
আরও পড়ুন- SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি
ফল প্রকাশের পর সংসদ সভাপতি বলেন, “বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের ফলাফল উল্লেখযোগ্যভাবে ভালো হয়েছে। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের পড়ুয়ারা তুলনামূলকভাবে বেশি মনোযোগী। তবে কলা বিভাগের কিছু শিক্ষার্থীর মধ্যে এখনও গা ছাড়া মনোভাব দেখা যায়, যা বদলানো প্রয়োজন।”
আরও পড়ুন- Bihar election 2025:‘মেড ইন বিহার’ ও ‘ভোকাল ফর লোকাল’! ভোটের আগে NDA ইস্তেহারে প্রতিশ্রুতির সুনামি!
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া ও এত দ্রুত ফল প্রকাশ করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে রাজ্যের শিক্ষক, পরীক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় তা সফলভাবে সম্পন্ন হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us