/indian-express-bangla/media/media_files/2025/03/03/5zXEUMwMfpaSgIpjtNkR.jpg)
Higher secondary examination 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্তে নজিরবিহীন বন্দোবস্ত!
Higher secondary examination 2025:আজ থেকে শুরু হয়ে গিয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher secondary examination 2025)। নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনায় একগুচ্ছ পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার নজিরবিহীন পদক্ষেপ করেছে প্রশাসন। প্রশাসনের এই পদক্ষেপে খুশি পরীক্ষার্থী থেকে শুরু করে তাঁদের অভিভাবকরা।
ঝাড়গ্রাম জেলায় এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ৬,৭২৭ জন পরীক্ষার্থী। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মূলত জঙ্গলের রাস্তাগুলি থেকেই যাতায়াত করতে হয় এই জেলার পরীক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে জঙ্গল লাগোয়া প্রতিটি রাস্তায় পুলিশ এবং বনদফতরের কর্মীরা পাহারায় রয়েছেন। জেলার সব জঙ্গলের রাস্তা গাড়িতে পারাপার করে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা শেষের পরেও এই একই ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে জঙ্গলের রাস্তাগুলিতে পুলিশ থেকে শুরু করে বনদফতরের কর্মীরা পাহারার দায়িত্বে থাকবেন। আজ অর্থাৎ সোমবার ৩ মার্চ উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেও এই দৃশ্যই চোখে পড়েছে ঝাড়গ্রামের বিভিন্ন প্রান্তে। জঙ্গলের রাস্তায় যে কোনও পরীক্ষার্থী যে কোনও অসুবিধায় পড়লে তৎক্ষণাৎ তাঁকে প্রয়োজনীয় সহায়তা করছেন পুলিশ ও বন দফতরের কর্মীরা। পরীক্ষা শুরুর আগে ও পরে জঙ্গলের রাস্তায় টহলদারি মোবাইল ভ্যান থাকছে। সেই সঙ্গে যানজট রুখতে যান নিয়ন্ত্রণ ব্যবস্থাও করছেন পুলিশকর্মীরা।
আজ অর্থাৎ ৩ মার্চ থেকে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher secondary Examination)। পরীক্ষা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, এবছর রাজ্যে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। ২০২৪ সালের পরিসংখ্যান ধরলে এ বছর অনেক কম সংখ্যক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষায় নকল রুখতে কড়া পদক্ষেপ করেছে সংসদ। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে ঢোকা নিষেধ। কোনও পরীক্ষার্থীর কাছে বৈদ্যুতিন যন্ত্র ধরা পরলে এবছরের মত তার পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছে সংসদ।
আরও পড়ুন- Sukanta Majumdar: যাদবপুর-কাণ্ডের নেপথ্যে বিরাট ষড়যন্ত্রের আশঙ্কা! সুকান্তর নিশানায় কে?