Kali Puja 2025 weather:কালীপুজোয় ঝলমলে আকাশ, রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া, কোথাও কোথাও বৃষ্টির ইঙ্গিত

West Bengal weather update 20 October, 2025: কালীপুজোর সকাল থেকে কলকাতা-সহ জেলায়-জেলায় রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়লেই আবহাওয়ায় বড় বদল? কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

West Bengal weather update 20 October, 2025: কালীপুজোর সকাল থেকে কলকাতা-সহ জেলায়-জেলায় রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়লেই আবহাওয়ায় বড় বদল? কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

author-image
IE Bangla Web Desk
New Update
Kali Puja 2025 weather,  West Bengal weather update,  Naihati Kali Puja 2025,  Kolkata weather today,  South Bengal rain forecast  ,North Bengal weather,  Alipore Meteorological Department,  West Bengal rainfall prediction  ,Amavasya festival weather,  Kali Puja celebration Bengal,কালীপুজো ২০২৫  ,পশ্চিমবঙ্গের আবহাওয়া  ,কালীপুজোর আবহাওয়ার খবর  ,দক্ষিণবঙ্গের আবহাওয়া  ,উত্তরবঙ্গের আবহাওয়া,  কলকাতার আবহাওয়া আজ  ,বৃষ্টি হবে কি আজ,  কালীপুজোতে বৃষ্টি,  আলিপুর আবহাওয়া দফতর  ,কালীপুজোর দিন বৃষ্টি সম্ভাবনা  ,পশ্চিমবঙ্গ আজকের আবহাওয়া , কালীপুজো আপডেট  ,কালীপুজো সংবাদ  ,ঘূর্ণাবর্ত পূর্বাভাস,  সপ্তাহান্তের বৃষ্টি সম্ভাবনা

Kali Puja 2025 weather: কালীপুজোয় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

Kolkata weather today:আজ কালীপুজো। রাজ্যের নানা প্রান্তে শক্তির দেবীর আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা। সোমবার সকাল থেকেই রাজ্যের আকাশ ঝলমলে, সূর্যের হাসিতে উজ্জ্বল শহর ও গ্রাম। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও সেই বৃষ্টি কালীপুজোর আনন্দে জল ঢালার সম্ভাবনা একেবারেই নেই।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গে জোরালো বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর—সব জায়গাতেই আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে। কিছু জায়গায় সামান্য মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে, তবে পুজোর আনন্দ নির্বিঘ্নেই চলবে।

আরও পড়ুন- Kali Puja 2025:ভক্তিস্রোতে ভেসে নৈহাটি! বড়মা'র কালীপুজোয় নজিরবিহীন সমাগম,জেনে নিন পুজোর নির্ঘণ্ট

Advertisment

উত্তরবঙ্গের আবহাওয়া

দুর্গাপুজোর সময় টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই দুর্যোগ কাটিয়ে এখন ফের ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। প্রশাসনও পরিস্থিতি সামাল দিতে সচেষ্ট। কালীপুজোর দিনে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে আজ বৃষ্টির আশঙ্কা খুবই কম। মনোরম আবহাওয়ায় উত্তরবঙ্গের বাসিন্দারাও উপভোগ করতে পারবেন কালীপুজোর উৎসব।

আরও পড়ুন- পায়ে বেলকাঁটা ফুটিয়ে রক্ত বের করে সাধক কমলাকান্ত দেখিয়েছিলেন মায়ের জীবন্ত রুপ, অজানা এই কালীকথা জেনে চমকে উঠবেন

সপ্তাহের শেষের দিকে বৃষ্টি সম্ভাবনা

তবে সপ্তাহের শেষ দিকে আবহাওয়ায় আসতে পারে সামান্য পরিবর্তন। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার প্রভাবে শনিবার ও রবিবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত, কালীপুজোর দিনে রাজ্যজুড়ে আবহাওয়া অনুকূলে — আনন্দে মেতে উঠেছে সমগ্র বাংলা।

আরও পড়ুন- কলকাতাকেও থিমের বহরে টেক্কা, বারাসাতের এই মন্ডপসজ্জা না দেখেলেই নয়!

Kali Puja weather Kolkata Weather Bengal Weather rain