West Bengal news today updates: উল্টোডাঙ্গা থেকে বাগুইহাটি এবং এয়ারপোর্টগামী রুটে বন্ধ অটো। অবৈধ অটোর সংখ্যা বৃদ্ধির প্রতিবাদে আজ রাস্তায় নেমেছে অটো চালকেরা। তাদের দাবি, বেশ কিছু অবৈধ অটোচালকেরা দীর্ঘদিন ধরে এখানে অটো চালিয়ে যাচ্ছেন। অনেকসময় যাত্রীদের থেকে তারা বেশি ভাড়া নিচ্ছে, আবার অনেকসময় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারও করছে। কিন্তু তার দায় নিতে হচ্ছে বৈধ অটো চালকদের। সেই কারণে অটো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা। এর ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অটো চালকদের দাবি, যতক্ষণ পর্যন্ত প্রশাসন কোনও পদক্ষেপ না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত উল্টোডাঙ্গা-এয়ারপোর্টগামী অটো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় ফের একবার নারী নিগ্রহের সাক্ষী হয়ে রইল কলকাতার আরেক ব্যস্ত জনপথ। এবার মোমিনপুর এলাকায়, প্রকাশ্য দিবালোকে হেনস্থার শিকার এক মহিলা বক্সার। এবারও ঘটনা জনসমক্ষে এলো একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। এক মহিলা বক্সার ওই পোস্ট করে তাতে কলকাতা পুলিশকে ট্যাগ করে জানান সবিস্তারে পড়ুন, মডেলের পর বক্সার, ফের নারী নিগ্রহের সাক্ষী শহরের রাজপথ, গ্রেফতার তিন
অন্যদিকে, সংখ্যালঘু স্কুলে 'ডাইনিং হলের' ব্যবস্থার নির্দেশিকা জারি হতেই বিরোধীদের তোপের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সংবাদ সংস্থাকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "এটি একটি নিয়মমাফিক প্রশাসনিক পদক্ষেপ ছাড়া কিছুই না। প্রকল্পগুলিকে যাতে কার্যকর করা যায় সেই কারণেই এই উদ্যোগ। এখানে কোনো ছাত্র বিভাজনের রাজনীতি নেই।” বিস্তারিত পড়ুন ‘সংখ্যালঘু তোষণ’ নিয়ে দিলীপের তোপের জবাব দিলেন মমতা
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলে কাটমানির টাকা সুদ সমেত ফেরত দিতে হবে, এমন বার্তাই দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের একের পর এক নেতা-কর্মীর বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। কাটমানি ইস্যুতে শনিবার মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ বলেন, ‘‘বহু লোক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, বুঝতে পেরেছেন, সুদ-আসল একসঙ্গে উশুল হবে। তাই বিজেপিতে আসছে। বিস্তারিত পড়ুন, কাটমানি শোধ করে বিজেপিতে আসতে হবে, বার্তা দিলীপ ঘোষের
ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই মিলল। কলকাতার বিভিন্ন এলাকায় শুরু বৃষ্টি। বেহালা, ঠাকুরপুকুরে বৃষ্টি শুরু হয়েছে। মধ্য কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, এ বছর স্বাভাবিক সময়ের পরে এ রাজ্যে বর্ষা ঢুকেছে। কিন্তু বাংলায় পা রাখার পরই দুর্বল হয়ে পড়েছে বর্ষা। যার জেরে এখনও পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হয়নি এ রাজ্যে। বিস্তারিত পড়ুন, গরম থেকে রেহাই, কলকাতায় স্বস্তির বৃষ্টি
হুগলির ব্যান্ডেলে তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শনিবার সকালে ব্যান্ডেল স্টেশনে দিলীপ রাম নামে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার পরই দিলীপকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র মারফৎ জানা গিয়েছে, এদিন সকালে ব্যান্ডেল স্টেশনের ৫নং প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন দিলীপ রাম। সেসময়ই কয়েকজন এসে আচমকা দিলীপ রামকে লক্ষ্য করে গুলি চালায়। বিস্তারিত পড়ুন, তৃণমূল নেতাকে ‘গুলি করে খুন’, প্রতিবাদে কাল ব্যান্ডেল বনধ
কাটমানি ইস্যু কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের। তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটমানি ফেরতের কড়া হুঁশিয়ারির পর অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় রাজ্যে। জেলায় জেলায় তৃণমূলের জনপ্রতিনিধিদের একাংশকে ঘেরাও করে কাটমানি ফেরতের দাবি জানায় সাধারণ মানুষ, হেনস্থার মুখেও পড়তে হয় ঘাসফুল শিবিরের নেতাদের। তাঁদের অনেকেই আবার বাড়ি ছেড়ে অন্য়ত্র আশ্রয় নিয়েছেন। তবে তৃণমূলের অভিযোগ সিপিএমকে সঙ্গে নিয়ে কাটমানি ইস্য়ুতে অশান্তি ছড়াচ্ছে বিজেপি। একাধিক জায়গায় তৃণমূলের জনপ্রতিনিধিদের বাড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ। বিস্তারিত পড়ুন, কাটমানি ইস্যু নিয়ে বিক্ষোভ রাজ্যে, চলছে ঘেরাও পর্ব
প্রয়াত হলেন বিশিষ্ট নকশালপন্থী নেতা, সাহিত্যিক, সমাজকর্মী সন্তোষ রানা। শনিবার ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে সন্তোষবাবুর বয়স হয়েছিল ৭৬ বছর। ১৯৬০ সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়ার সময়ই বামপন্থী রাজনীতি তথা অবিভক্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়ে পড়েন সন্তোষবাবু। ১৯৬৪ সালে পার্টিভাগের পর তিনি সিপিআইএম দলের সঙ্গে যুক্ত ছিলেন। বিস্তারিত পড়ুন, নকশালপন্থী নেতা, সাহিত্যিক সন্তোষ রানা প্রয়াত
ব্যান্ডেল স্টেশনে প্রকাশ্যে গুলি তৃণমূল নেতাকে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা দিলীপ রাম স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী বলে জানা গেছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে বলে অভিযোগ করেছে তৃণমূল। এদিন সকাল ব্যান্ডেল স্টেশনের ৫নং প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন দিলীপ রাম। সেসময়ই কয়েকজন এসে আচমকা দিলীপ রামকে লক্ষ্য করে গুলি চালায়। সবিস্তারে পড়ুন, ব্যান্ডেলে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অভিযুক্ত বিজেপি
অশান্তির আবহ যেন কাটছেই না বাংলায়। ভাটপাড়া, পাত্রসায়রের পর অশান্ত বর্ধমানের মঙ্গলকোট। গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উতপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট। সূত্র মারফৎ জানা গিয়েছে, গ্রাম দখলকে ঘিরে ওই এলাকায় রাতভর বোমাবাজি-গুলি চলে। পুলিশকে লক্ষ্য করেও গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত পড়ুন, অশান্ত মঙ্গলকোট, তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলি-বোমাবাজি