West Bengal news today updates অশান্ত ভাটপাড়ায় পৌঁছলেন বাংলার বুদ্ধিজীবীদের একাংশ। কৌশিক সেন, অপর্না সেন, চন্দন সেনেরা সন্ত্রাস কবলিত ভাটপাড়া এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। নিহত ধরমবীর সাউ এবং রামবাবু সাউয়ের বাড়িতেও যাবেন বিশিষ্টরা। এরপর সেখান থেকে ব্যারাকপুর কমিশনারেটে পুলিশের কাছে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। অপর্না সেন জানিয়েছেন এদিন এলাকা ঘুরে তাঁদের অভিজ্ঞতার কথা স্মারকলিপি আকারে রাজ্যপাল এবং যথোপযুক্ত প্রশাসনিক স্তরে জমা দেওয়া হবে। প্রাথমিকভাবে, এদিন নাট্যব্যাক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তেরও যাওয়ার কথা ছিল ভাটপাড়ায়। বিশেষ ব্যাক্তিগত কারণ বশত তিনি আজ যেতে পারছেন না বলে জানিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে। ভাটপাড়া-কাঁকিনাড়া-জগদ্দলের বিভিন্ন এলাকায় এখনও জারি ১৪৪ ধারা।
উল্লেখ্য, পরপর তিনটি মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকা। রাজ্য স্বরাষ্ট্র দফতরের দাবি, সমাজ বিরোধীরাই এলাকার শান্তি বিঘ্নিত করেছে। অন্যদিকে, বিজেপির অভিযোগ, পুলিশের গুলিতেই প্রাণ হারিয়েছেন ধরমবীর সাউ এবং রামবাবু সাউ-এর মতো সাধারণ মানুষ। তবে, পুলিশ এই অভিযোগ খারিজ করে দিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে। আরও পড়ুন গুলি-বারুদ ভুলে ছন্দে ফিরছে ভাটপাড়া
এদিকে, জনপ্রতিনিধিদের আর্থিক দুর্নীতি দমনে একটি নতুন পদ তৈরি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের প্রাক্তন পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরীকে আর্থিক অপরাধ বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। কাটমানি বিতর্কে অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কথাও ভেবেছে রাজ্য সরকার। সবিস্তারে পড়ুন, কাটমানি-তদন্তে নয়া পদে নিযুক্ত আইপিএস
এবার, রাজ্যে গেরুয়া আগ্রাসনের মুখে সিপিএম-কংগ্রেসকে কাছে টানার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার বিধানসভার বাদল অধিবেশনে বক্তব্য রাখেন মমতা। সকলকে অবাক করে দিয়ে এদিন তিনি বলেন, “সিপিএম-কংগ্রেস দেশটাকে ভাঙবে না। আমার ভয় হচ্ছে, (বিজেপি) সংবিধান না বদলে দেয়। আমাদের যৌথভাবে আসা দরকার”। এদিন আবদুল মান্নান জানান, কংগ্রেসের অনেক পার্টি অফিস তৃণমূল দখল করে নিয়েছে। এর প্রেক্ষিতে মমতা বলেন, “আইন মেনে কাজ করুন…আমাকে তালিকা দিন, আমি উদ্ধার করে দেব”। বিস্তারিত পড়ুন, বিজেপির বিরুদ্ধে সিপিএম-কংগ্রেসে ভরসা মমতার
Live Blog
West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতার সব খবরের আপডেট, follow the update here:
West Bengal news today updates: দক্ষিণ কলকাতার বেসরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি ওয়েব সিরিজের ছাপ দেখছেন তদন্তকারীরা। গোয়েন্দাদের অনুমান, ‘থার্টিন রিজনস হোয়াই’ নামের ওই ওয়েব সিরিজটির অনুসরণেই নিজের জীবন শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল ওই মেধাবী পড়ুয়া। ইতিমধ্যেই আত্মঘাতী কিশোরীর ল্যাপটপ এবং মোবাইল খুঁটিয়ে দেখে তদন্তকারীরা অন্য কয়েকটি ওয়েব সিরিজের পাশাপাশি ‘থার্টিন রিজনস হোয়াই’-এর খোঁজও পেয়েছেন। বিস্তারিত পড়ুন,
ছত্রে ছত্রে মিল! কৃত্তিকার আত্মহত্যায় কাঠগড়ায় এই ওয়েব সিরিজ
লোকসভা নির্বাচন পরবর্তী হিংসায় প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও জেলায় রাজনৈতিক অশান্তির আগুন ছড়িয়েছে। সন্দেশখালি, ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদল, আমডাঙ্গা, পাত্রসায়রের পর এবার নতুন নাম হুগলীর গুড়াপ। গতকাল রাতে "জয় শ্রীরাম'' ধ্বনিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁধে। অশান্তি থামাতে গিয়ে ঘেরাও এর মুখে পড়ে পুলিশ। পরিস্থিতির মাঝেই পুলিশের অসাবধানতায় পিস্তলের একটি গুলিতে আহত হয় এক গ্রামবাসী। ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় গুড়াপ। থানা ঘেরাও করে বিজেপি কর্মী-সমর্থকেরা। পুলিশের দাবি, তাঁদের লক্ষ্য করে ইটবৃষ্টিও করে বিজেপির সমর্থকেরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র্যাফ।
নির্বাচন এবং নির্বাচন পরবর্তী ভাটপাড়ায় অশান্ত পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আজ শান্তি মিছিলে গেলেন অপর্না সেন, কৌশিক সেন, চন্দন সেন সহ আরও অনেকে। ভাটপাড়ায় শান্তি ফেরানোর দাবি নিয়ে তাঁরা আজ সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অপর্না সেন বলেন, এলাকা পরিদর্শন করে এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাঁরা একটি স্মারকলিপি জমা দেবেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছেও। আজ বিকেলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটেও যাওয়ার কথা আছে তাঁদের।
মমতার 'একজোটের' সুরের প্রসঙ্গে কংগ্রেসের অধীর চৌধুরী বলেন, 'মানুষ কিছু বলল তো সেই কথাতেই চলল মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই ওনার স্বভাব। যদি উনি এই বিষয় নিয়ে এগোতে চান তাহলে আমাদের দলের অভিজ্ঞ নেতাদের সঙ্গে কথা বলুন। আজকে বাংলায় বিজেপির দৌড়াত্মের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী'।
আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ সারাদিনই মেঘলা থাকবে আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ম তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৬ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস।