Kolkata Weather Today:তাপমাত্রার পতনে ফিরল শীতের মেজাজ, টানা বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

IMD Weather Forecast Update: তাপমাত্রার পতনে শীতের মেজাজ ফিরেছে। এবার মাঝ ফেব্রুয়ারিতে আরও নামবে পারদ? এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায়-জেলায়। আবহাওয়ার এই বদলের টাটকা আপডেট জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

Bengal Weather Forecast: প্রতীকী ছবি।

IMD Weather Update Today February 15: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই তাপমাত্রার পতনে ঠাণ্ডার অনুভূতি ফিরেছে শহর থেকে জেলায়। এরই মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে শহর কলকাতার পাশাপাশি বেশ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কবে থেকে আবহাওয়ায় এই বদল? বৃষ্টি চলবে কতদিন? নতুন করে আর পারদ নামার সম্ভাবনা রয়েছে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

Advertisment

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহের বুধবার নাগাদ কলকাতার পাশাপাশি হাওড়া দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির এই রেশ থাকবে তার পরের দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবারেও। ওই দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার পতনে শীতের অনুভূতিও মিলবে জেলায়-জেলায়। আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। ২০ ফেব্রুয়ারির পর থেকে ফের পারদ চড়বে। উষ্ণ অনুভূতি ফিরতে শুরু করবে।

আরও পড়ুন- Valentines Day 2025: প্রেমদিবসে অভিনব উদ্যোগ মালদায়, বাবা-মাকে দেবতা জ্ঞানে পুজোর আয়োজন বেসরকারি স্কুলের

কলকাতার ওয়েদার আপডেট 

তাপমাত্রার পতনে শহর কলকাতাতেও ঠান্ডার অনুভূতি ভোরের দিকে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Donald Trump on Bangladesh: 'বাংলাদেশের ব্যাপারটা মোদীই দেখে নেবেন', ট্রাম্পের কথায় কাঁপছেন ইউনুস

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

তাপমাত্রার পতনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠাণ্ডার অনুভূতি বেড়েছে। আপাতত দিন কয়েক উত্তরবঙ্গের আবহাওয়ায় বিশেষ বদল চোখে পড়বে না। মোটের উপর মনোরম আবহাওয়া এখন উত্তরবঙ্গের জেলায়-জেলায়।

আরও পড়ুন- Local Train Cancel: শনি ও রবিবার বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, কোন শাখায়?

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather