Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার বাধা সরছে, আজ রাত থেকেই হাড়কাঁপানো শীত?

West Bengal Weather Forecast Today 15 January 2025: পৌষ সংক্রান্তির দিনেও হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি আসেনি। তবে এবার পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাচ্ছে। ফের গতি পাবে উত্তুরে হাওয়া।

West Bengal Weather Forecast Today 15 January 2025: পৌষ সংক্রান্তির দিনেও হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি আসেনি। তবে এবার পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাচ্ছে। ফের গতি পাবে উত্তুরে হাওয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

West Bengal Weather Forecast: শহর থেকে জেলা, ঠান্ডার মেজাজ সর্বত্র।

West Bengal Weather Update Today 15 January 2025:পশ্চিমী ঝঞ্ঝার বাধা আজই কেটে যাচ্ছে। ঝঞ্ঝার বাধা কাটতে শুরু করার পরেই উত্তুরে হাওয়া ফের গতি পাবে। তারই জেরে ফের একবার পারদ পতনের সম্ভাবনা প্রবল। কোন কোন জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সবমিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? চলতি মরশুমে শীতের মেয়াদ আর কতদিন? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার জেরে আজ থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফের একবার উত্তুরে হাওয়া গতি পাওয়ায় তাপমাত্রা নামবে। কোনও কোনও জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সবকিছু ঠিকঠাক চললে এটাই হতে পারে চলতি মরশুমে শীতের লাস্ট ইনিংস। সেই সঙ্গে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার দাপটও দেখা যেতে পারে।

কলকাতার ওয়েদার আপডেট 

Advertisment

শহর কলকাতাতেও ফের একবার নামবে পারদ। তবে এই পর্বে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা শহরের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না মনে করছেন আবহাওয়াবিদরা। শুক্রবারের পর থেকে কলকাতা শহরের তাপমাত্রাও খানিকটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উইকেন্ডে কলকাতার পারদ নামতে পারে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়েই প্রসূতির মৃত্যু, বিষাক্ত স্যালাইন কাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

ফাটাফাটি ওয়েদার উত্তরবঙ্গের জেলায়-জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলায়-জেলায় তাপমাত্রার পারদ আরও নামতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling)-এর পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় আগামী কয়েক দিন ঘন কুয়াশার দাপট দেখা যাবে।

আরও পড়ুন- Purba Bardhaman News: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি থোড়াই কেয়ার! 'বাংলার বাড়ি' প্রাপকদের থেকে মোটা টাকা আদায় পঞ্চায়েতের

শীতের মেয়াদ কতদিন?

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মোটামুটি শীতের লাস্ট ইনিংস শুরুর পথে। জানুয়ারির শেষ সপ্তাহের আগেই জাঁকিয়ে শীত-পর্বের বিদায়। এবার শীতের শেষ ইনিংস শুরু হতে যাচ্ছে, এটাই মোটামুটি এই মরশুমের শেষ 'শীত-সুখ' বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন- Tiger Panic: ফের পুরুলিয়ার জঙ্গলে বাঘের হানা? পায়ের ছাপ দেখেই শিউরে উঠলেন গ্রামবাসীরা!

Kolkata Weather weather Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Alipore Weather Office