West Bengal Weather: কনকনে শীতেই বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, ঠান্ডা স্থায়ী কতদিন?

West Bengal Weather Update 4 January 2025: নতুন বছরের শুরু থেকে শীতের মেজাজ জোরালো হয়েছে। তবে এরই মধ্যে এবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

West Bengal Weather Update 4 January 2025: নতুন বছরের শুরু থেকে শীতের মেজাজ জোরালো হয়েছে। তবে এরই মধ্যে এবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

West Bengal Weather Forecast: শহর থেকে জেলা, ঠান্ডার মেজাজ সর্বত্র।

West Bengal Weather Update 4 January 2025: ঠান্ডার জমাটি আমেজ রাজ্যের সর্বত্র। শুক্রবারের পর শনিবারেও শীতের জোরালো মেজাজ অনুভূত হচ্ছে শহর থেকে জেলায়। তবে কতদিন এই ঠান্ডার রেশ থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। এরই মাঝে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনাও তৈরি হয়েছে। আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি? কতদিন স্থায়ী হবে কনকনে শীত (Winter)? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল রবিবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ হেরফেরহবে না। তবে তারপর থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে। অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কোনও কোনও জেলায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

কলকাতার ওয়েদার আপডেট 

উইকেন্ডে জমাটি ঠান্ডার মেজাজ কলকাতাতেও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির আশেপাশে। তবে আগামী সপ্তাহের প্রথম দিন থেকে কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Highlights: মিলল হিংস্র জন্তুর পায়ের ছাপ, পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানায় ফের বাঘের আতঙ্ক

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রায় বিরাট হেরফের হবে না। এই মুহূর্তে শীতের দুরন্ত মেজাজ রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জো দার্জিলিং এবং কালিম্পঙে। উত্তরবঙ্গের ইন্য জেলাগুলিতেও ঠান্ডার ভালোমতো মেজাজ রয়েছে। তবে আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা একটু বাড়তে পারে।

আরও পড়ুন- Kalyan Banerjee: শিল্পীদের বয়কট ইস্যুতে এবার কল্যাণকে পাশে পেলেন কুণাল, সাংসদের মন্তব্যে তোলপাড়

বৃষ্টির পূর্বাভাস 

এদিকে ভরা শীতেও বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী ৭ জানুয়ারি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। ওই দিন বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।

আরও পড়ুন- Malda TMC Leader Murder Case: মমতার প্রিয় নেতা খুনে সামনে এল চাঞ্চল্যকর তথ্য, কী এমন আঁচ করেছিলেন গাড়ির চালক?

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather