IMD Weather Update Today February 6:ফেব্রুয়ারি মাস পড়তেই শীতের আমেজ একেবারে ফিকে হয়ে গিয়েছে। সরস্বতী পুজোর পর শীতের বিদায়ঘন্টা বেজে গেছে বলেও মনে করছেন অনেকে। তবে ফের একবার আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত। আবারও পারদ নামার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কোনও কোনও জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। আবারও ফিরতে পারে ঠান্ডার আমেজ।
কবে থেকে নামবে পারদ?
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।তাপমাত্রার বৃদ্ধি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দুই বঙ্গেই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। তবে তারপর থেকে অর্থাৎ ৭ ফেব্রুয়ারির পর থেকে ফের তাপমাত্রা কমে যাওয়ার জোরালো ইঙ্গিত মিলেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। ফিরতে পারে শীতের আমেজ।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৭ তারিখের পর থেকে তাপমাত্রা কমতে পারে। কোনও কোনও জায়গায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার ইঙ্গিত রয়েছে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- kanthi BJP Vs TMC: সরকারি জমি দখল মুক্ত করতে গিয়ে আক্রান্ত খোদ শাসক নেতা, শুভেন্দু গড়ে ধুন্ধুমার
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
অন্যদিকে, আগামী ৭ ফেব্রুয়ারির পর থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ফের কমতে পারে। এক্ষেত্রেও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে।
আরও পড়ুন- BGBS 2025: বাণিজ্য সম্মেলনের 'লাভ' স্পষ্ট করলেন মমতা, বিরোধীদের লাগাতার আক্রমণের জবাব মুখ্যমন্ত্রীর
কলকাতার ওয়েদার আপডেট
এদিকে শীতের আমেজ বেশ ফিকে তিলোত্তমা মহানগরীতেও। ফেব্রুয়ারি মাস পড়তেই কলকাতা শহর থেকেও যেন পাততাড়ি গুটিয়েছে শীত। তবে কলকাতাতেও ফের শীতের অনুভূতি ফিরতে পারে। সপ্তাহান্তে ফের একবার পারদ নামার সম্ভাবনা রয়েছে কলকাতায়। বৃহস্পতিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন- Shatrughan Sinha: 'গরুর মাংসের সঙ্গেই দেশে সব আমিষ পদ নিষিদ্ধ হোক', দাবি তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার