Kolkata Metro: পাতাল পথে কবে জুড়বে এসপ্ল্যানেড-শিয়ালদহ? কাজ দেখে সন্তুষ্ট মেট্রোকর্তারা

Metro Railway,Kolkata: ফের একবার এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর কাজ পরিদর্শনে সংস্থার শীর্ষকর্তারা। মঙ্গলবার এই রুটে পশ্চিমমুখী টানেল তৈরির কাজ খতিয়ে দেখলেন তাঁরা।

Metro Railway,Kolkata: ফের একবার এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর কাজ পরিদর্শনে সংস্থার শীর্ষকর্তারা। মঙ্গলবার এই রুটে পশ্চিমমুখী টানেল তৈরির কাজ খতিয়ে দেখলেন তাঁরা।

author-image
Joyprakash Das
New Update
kolkata metro,west bengal news today,latest bengali news,কলকাতা মেট্রো

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Kolkata Metro: কলকাতা মেট্রোর (Kolkata Metro) এসপ্ল্যানেড-শিয়ালদহ (Esplanade-Sealdah Metro) রুটে পশ্চিমমুখী টানেল তৈরির কাজ শেষ করার জন্য কঠিন সময়সীমা বেঁধে দিয়েছে KMRCL। এবার এই টানেল তৈরির কাজ খতিয়ে দেখতে ট্রলি ইন্সপেকশনে মেট্রোjsলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, কেএমআরসিএলের মুখ্য ইঞ্জিনিয়ার অনুজ মিত্তাল সহ মেট্রো রেলের শীর্ষকর্তারা। যে গতিতে কাজ এগোচ্ছে তা দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রত্যেকেই। 

Advertisment

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ অগাস্ট মেট্রোর টানেলে জল ঢুকে ধস নামে। এর জেরে বউবাজারে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোরুটের কাজ ব্যাপকভাবে বাধা পেয়েছিল। পরবর্তী সময়ে ২০২২ সালের ১১ মে এবং ১৪ অক্টোবর আরও দুটি অনুরূপ ঘটনা ঘটেছিল। এরপর উন্নত রেট্রোফিটিং পদ্ধতি, জিওফিজিক্যাল ইনভেস্টিগেশন এবং আধুনিক ট্র্যাক ফিটিং সহ জিও স্টেবিলাইজেশন কৌশল ব্যবহার করে অবশেষে পাঁচ বছরেরও বেশি সময় পর সফলতা আসে এই কাজে।

মঙ্গলবার মেট্রোর কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন সংস্থার জেনারেল ম্যানেজার-সহ অন্য কর্তারা। গ্রিন লাইনের পুরো অংশটি তাড়াতাড়ি চালু করার জন্য নির্দেশ দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- Kolkata Metro: বড়দিনে বাম্পার সার্ভিস কলকাতা মেট্রোর, গভীর রাতেও পরিষেবা, জানুন বিশদে

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: রেশন দুর্নীতি মামলায় ED-র জালে জ্যোতিপ্রিয়র CA সহ ৩

এক কথায় কলকাতা মেট্রোর (Kolkata Metro) এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত করিডোরের কাজ দ্রুততার সঙ্গে এগোচ্ছে। মেট্রোরেলের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মেট্রোরেলের এই পথে সিগন্যালিং এবং বৈদ্যুতিকরণের কাজের পরিকল্পনা শুরু করা হয়েছে। এরই মধ্যে ফের একবার শিয়ালদহ রুটের মধ্যে পশ্চিমগামী টানেল ট্র্যাকের কাজ খতিয়ে দেখে গেলেন মেট্রোরেলের শীর্ষকর্তারা। গত কয়েক মাসে যেভাবে এই কাজ এগিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন প্রত্যেকেই। 

আরও পড়ুন- Bandel News: বড়দিনের আগে ব্যান্ডেল চার্চে রচনা, কেক তৈরি নিয়ে বিরাট 'রহস্য' ফাঁস সাংসদের!

kolkata metro east-west metro Bangla News Bengali News Today Metro news in west bengal news of west bengal