RG Kar Case: আরজি করের নারকীয় কাণ্ডের প্রতিবাদ, চিকিৎসক-নার্সদের সিজিও অভিযান ঘিরে ধুন্ধুমার

RG Kar Protest: আবারও চর্চায় আরজি করের নারকীয় ঘটনা। ন্যায়বিচারের দাবিতে ফের পথে চিকিৎসক-নার্সদের সংগঠন। বিক্ষোভ আটকাতে গেলে চূড়ান্ত উত্তেজনা।

RG Kar Protest: আবারও চর্চায় আরজি করের নারকীয় ঘটনা। ন্যায়বিচারের দাবিতে ফের পথে চিকিৎসক-নার্সদের সংগঠন। বিক্ষোভ আটকাতে গেলে চূড়ান্ত উত্তেজনা।

author-image
Joyprakash Das
New Update
Tensions rise over CGO complex by doctors and nurses in protest against RG kar incident,আরজি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসক-নার্সদের সল্টলেক সিজিও কমপ্লেক্স অভিযান

RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সিজিও কমপ্লেক্স অভিযান চিকিৎসক-নার্সদের। ব্যারিকেড দিয়ে মিছিল আটকাল পুলিশ।

Tensions rise over CGO complex by doctors and nurses in protest against RG kar incident: আরজি কর কাণ্ডে (RG Kar Incident) ন্যায়বিচারের দাবিতে আবারও পথে চিকিৎসক ও নার্সদের একাধিক সংগঠন। সোমবার চিকিৎসক-নার্সদের CBI দফতর ঘেরাও কর্মসূচি ঘিরে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যারিকেড করে বিক্ষোভকারীদের বাধা পুলিশের। "চিকিৎসক-নার্সদের বাধা দিতে কেন এত সক্রিয় পুলিশ?" প্রশ্ন তুলে তুমুল বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

Advertisment

আরজি কর কাণ্ডে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের দাবিতে সোমবার সল্টলেক সিজিও কমপ্লেক্স অভিযান করে চিকিৎসক-নার্সদের একাধিক সংগঠন। হাতে প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে এদিন সকালে সিজিও কমপ্লেক্সের সামনে পৌঁছে গিয়েছিলেন বিক্ষোভকারীরা। এদিন চিকিৎসক-নার্সদের বেশ কয়েকটি সংগঠনের ডাকে ছিল এই কর্মসূচি। বিক্ষোভকারী এক নার্স এদিন বলেন, "পুলিশ ও CBI-কে ধিক্কার। ঘটনার ৭ মাস পরেও কেন সাপ্লিমেন্টারি চার্জশিট নেই? সমস্ত ঘটনায় প্রশাসনের ভূমিকা নক্কারজনক। সঞ্জয় ছাড়া বাকি অভিযুক্তরা কেন আড়ালে?"

সোমবার চিকিৎসক-নার্সদের সংগঠন MSC,SDF,NU সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিল। এই অভিযান ঘিরে সকাল থেকে তৎপর ছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। আগেভাগে বিশাল সংখ্যায় পুলিশও মোতায়েন করা হয়েছিল। সিজিও কমপ্লেক্সের সামনে চিকিৎসক ও নার্সদের জমায়েত পৌঁছোতেই বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বসসা বিক্ষোভকারীদের। 

আরও পড়ুন- RG Kar Case: আরজি করে ধর্ষণ নাকি গণধর্ষণ? অপরাধ একজনেরই? CBI-এর অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন হাইকোর্টের

Advertisment

বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করতেই উত্তেজনা আরও বেড়ে যায়। আন্দোলনকারীরা সিজিও-র সামনে পৌঁছোতেই তুমুল উত্তেজনা তৈরি হয়। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আন্দোলনকারীদের প্রশ্ন ,"চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী শুধুই সঞ্জয়?" আন্দোলনকারীদের দাবি, নারকীয় কাণ্ডে আরও অনেকে জড়িত। সেই অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে এদিন হাতে প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। 

আরও পড়ুন- West Bengal News Live:হাইকোর্টে বড়সড় স্বস্তি 'কালীঘাটের কাকু'র, কেন্দ্রীয় বাহিনী নিয়ে একরাশ ক্ষোভ সুজয়কৃষ্ণ ভদ্রের

এদিকে, আরজি কর কাণ্ডের শুনানিতে আজ কলকাতা হাইকোর্টের চাঁচাছোলা প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI-কে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ নাকি গণধর্ষণ? অপরাধ একজনেরই? নাকি একাধিক ব্যক্তি জড়িত? সিবিআইয়ের কাছে আজ জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে মামলার কেস ডায়েরি আনতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। আগামী ২৮ মার্চ কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন- Digha: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর কিছুদিনেই, তার আগে বেনজির তৎপরতা রাজ্যের

news of west bengal Salt Lake RG Kar Case news in west bengal Bengali News Today cbi