/indian-express-bangla/media/media_files/2025/11/04/sir-pics-2025-11-04-14-24-27.jpg)
SIR 2025: বঙ্গে শুরু SIR, বাড়ি-বাড়ি ঘুরছেন BLO-রা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
West Bengal SIR 2025: আজ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এস আই আর (Special Intensive Revision) প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যজুড়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা (BLO)। সকাল থেকেই কলকাতা থেকে শুরু করে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর— সর্বত্রই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন তারা।
এই বিশেষ অভিযানে বিএলওরা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে এনুমারেশন ফর্ম পূরণের পদ্ধতি বুঝিয়ে দিচ্ছেন। যারা ইতিমধ্যেই ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের ক্ষেত্রে ফর্ম পূরণের ধরন একরকম, তবে ভোটার তালিকায় যাদের নাম এখনও ওঠেনি, তাদের জন্য আলাদা ফর্ম রয়েছে। নতুন ভোটারদের ক্ষেত্রে ফর্ম পূরণের পরেই নাম অন্তর্ভুক্ত হবে ভোটার তালিকায়।
ভোটারদের দুয়ারে বিএলও:
কলকাতা শহরসহ পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও মঙ্গলবার সকাল থেকে সক্রিয় দেখা যায় BLOদের। তারা ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন- কীভাবে ফর্ম পূরণ করতে হবে, কোন অংশ তারা নিজেরা পূরণ করবেন, কোথায় ভোটারের স্বাক্ষর প্রয়োজন। এনুমারেশন ফর্ম পূরণের সময় ভোটারদের এপিক নম্বর, মোবাইল নম্বর, জন্মতারিখ, আধার নম্বর, এবং বাবা-মা বা স্বামীর নাম উল্লেখ করতে হবে।
আরও পড়ুন-SIR 2025 শুরু পশ্চিমবঙ্গে! ভোটার তালিকায় কি আপনার নাম আছে? জানুন এক ক্লিকে
কেমন সেই এনুমারেশন ফর্ম? ধাপে ধাপে দেখুন কীভাবে পূরণ করবেন:
নির্বাচন কমিশনের দেওয়া বিশেষ এই এসআইআর ফর্মটিতে রয়েছে তিনটি ধাপ — প্রতিটি ধাপে আলাদা তথ্য দিতে হবে।
প্রথম ধাপ:
এসআইআর ফর্মের এই অংশটি সাধারণত পূরণ করবেন BLO-রা নিজেরাই। এখানে ভোটারের নাম ও ঠিকানা, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর, QR কোড (প্রতিটি ভোটারের জন্য আলাদা), পুরনো ছবি ও নতুন ছবি দেওয়ার জায়গা।
আরও পড়ুন- SIR: কে আপনার বুথের দায়িত্বে? এক মিনিটেই বের করুন BLO ও ERO-র নাম ও নম্বর !
দ্বিতীয় ধাপ:
ফর্মের এই বিশেষ অংশটি ভোটারকে পূরণ করতে হবে নিজে হাতে। জন্ম তারিখ,আধার নম্বর,মোবাইল নম্বর,বাবার/মায়ের বা স্বামীর নাম,এপিক নম্বর, যদি বাবা-মা জীবিত না থাকেন, তাহলে স্বামীর নাম ও তার এপিক নম্বর দিতে হবে।
তৃতীয় ধাপ:
এটি ফর্মের শেষ অংশ। এখানে দিতে হবে—২০০২ সালের ভোটার তালিকায় থাকা কোনও আত্মীয়ের নাম ও সম্পর্ক। যদি নিজের নাম না থাকে, তাহলে সেই আত্মীয়ের বিস্তারিত তথ্য, জেলা, বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর ইত্যাদি দিতে হবে।
কী করবেন ভোটাররা?
যদি কোনও ভোটারের বাড়িতে BLO না পৌঁছায়, তাহলে তিনি নিজে ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ও বুথ সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন।
BLO ও রাজনৈতিক দলের তৎপরতা:
কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন জেলায় BLO-দের সঙ্গে রয়েছেন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট (BLA)-রা। তারা ফর্ম পূরণের প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছেন। নির্বাচনী সূত্রে খবর, এই পর্যায়টি শেষ হওয়ার পর রাজ্য নির্বাচন কমিশন পরবর্তী ধাপে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ডিসেম্বর মাসে, এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে।
উত্তেজনা হাওড়ায়, পরিচয়পত্র নিয়ে গোলমাল:
আজ থেকে রাজ্যজুড়ে SIR-এর কাজ শুরু হলেও সব জায়গায় কাজ নির্বিঘ্নে হয়নি। হাওড়ার জগাছায় এদিন BLO-রা কাজে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েন। অভিযোগ, কিছু BLO পরিচয়পত্র দেখাতে না পারায় বাসিন্দারা আপত্তি জানান। ঘটনাটি ঘটে হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বুথে। এক পর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয় BLOদের সঙ্গে স্থানীয়দের। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
SIR নিয়ে উদ্বেগ:
মঙ্গলবার রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি কলকাতার দিকে দিকে SIR-এর কাজ শুরু হয়েছে। SIR নিয়ে উদ্বেগেও রয়েছেন অনেকে। কলকাতার রাজাবাজার এলাকার বাসিন্দা বছর তিরিশের জেবা পারভিন। তিনি বলেন, "২০০২ সালে ভোটার লিস্টে নাম ছিল না। আমাদের বাড়ির বড়দের বিষয়টি নিয়ে এত চিন্তা-ভাবনা কিছুই ছিল না। ওদের ছিল না বলেই আমরাও বিষয়টি নিয়ে অতটা ভাবিনি। কিন্তু এখন একটু টেনশনে আছি। বুঝতে পারছি না কী হবে! তবে আমাদের কাছে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড আছে। এখন ঠিক কী কী নথি আমাদের লাগবে সেটা বুঝতে পারছি না।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us