SSC Verdict News: সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় ২৬ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। তার মধ্যে যোগ্য, অযোগ্য পৃথক করা হয়নি। যোগ্য শিক্ষকরা অবস্থান, বিক্ষোভ, অনশন, মিছিল করে প্রতিবাদ জানাচ্ছে। অযোগ্যদের তালিকা প্রকাশ করে তাঁদের চাকরিতে বহাল রাখার দাবি জানাচ্ছে। এই পরিস্থিতিতে বাঁকুড়ায় এক জনসভায় হুঙ্কার ছাড়লেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। "ডিআই অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করে অশান্তি পাকানোর চেষ্টা করছেন।", একথা বলে তাদের বাংলাছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই সাংসদ CPM ও BJP-র উসকানি দেখতে পাচ্ছেন শিক্ষকদের আন্দোলনে।
বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, "সিপিএমের শিক্ষকরা DI অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করে অশান্তি পাকানোর চেষ্টা করছেন। কান খুলে শুনে রাখুন তৃণমূল কংগ্রেস একদিনে আপনাদের বাংলাছাড়া করে দেবে। বেশি বাড়াবাড়ি করবেন না। এমনিতে বাংলার মানুষ ভোট না দিয়ে সিপিএমকে বাংলা ছাড়া করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস শান্ত। হিংসার রাজনীতি করে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা নার্ভাস হবেন না। আপনাদের চাকরি থেকে বহিস্কার করা হয়নি। আপনারা এখনও চাকরিতে আছেন। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হুসাবে ২৬ হাজার শিক্ষকের দায়িত্ব নিয়েছেন। তাদের ও তাদের পরিবারের পাশে থাকবেন।
এদিন তিনি প্রধান শিক্ষকদের একাংশকেও হুঁশিয়ার করতে ছাড়েননি। তৃণমূল সাংসদ বলেন, আমি শুনেছি কোনও কোনও জায়গায় হেড মাস্টাররা এই শিক্ষকদের জয়েন করতে দিচ্ছেন না। কোন স্কুলের হেড মাস্টার তার নাম নথিভুক্ত করুন। আমাদের কাছে নাম পাঠান। আপনাদের চাকরি করার অধিকার আছে। চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। আপনারা স্কুলে যাবেন। সিপিএম, বিজেপির কথায় আপনারা নাচবেন না। ওরা আপনাদের মাথায় কাঠাল ভেঙে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।
আরও পড়ুন- West Bengal News Live: শিক্ষামন্ত্রীর আশ্বাসেও আন্দোলনে অনড়! এবার কোন পথে চাকরিহারারা?
আরজি কর আন্দোলনের সময় হুঙ্কার ছেড়ে বিতর্ক বাড়িয়েছিলেন অরূপ চক্রবর্তী। তিনি বলেন, শিক্ষিত সমাজের কাজে একজন সাংসদ হিসাবে বাঁকুড়ার ১০০৪ জন শিক্ষকের কাছে আমার করজোড়ে আবেদন, আপনারা কাজে যোগ দিন।আপনাদের বরখাস্ত করা হয়নি। কোনও নোটিশ দেওয়া হয়নি। সিপিএম, বিজপির কথায় আপনারা বিভ্রান্ত হয়ে গন্ডগোলে জড়াতে যাবেন না। কোনও প্রধান শিক্ষক সিপিএম, বিজেপির চামচাগিরি করে এই শিক্ষকদের জয়েন করতে না দেয় তাকে ওই স্কুলে শিক্ষকতা করতে দেব না। আগে নাম পাই তারপর কড়া ব্যবস্থা নেব।
আরও পড়ুন- Waqf Protest: ওয়াকফ আইনের প্রতিবাদে জেলায়-জেলায় বিক্ষোভ, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ ২৪ পরগনায় ক্ষোভের আগুন
অরূপ চক্রবর্তী স্পষ্ট করে দেন, এটা আমার অনুরোধ, আবেদন, হুমকি, হুঁশিয়ারি। শিক্ষকদের ভুল বুঝিয়ে বাংলায় অশান্তি ও দাঙ্গা বাধাতে চাইছে সিপিএম। এটা বরদাস্ত করা যাবে না। সিপিএম ও বিজেপি বারে বারেই অভিযোগ করে আসছে পুরো দুর্নীতি হয়েছে তৃণমূল তথা রাজ্য সরকারের মদতে। কোটি কোটি টাকার খেলা চলেছে। উল্লেখ্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলবন্দি। তাছাড়া রাজ্যের শিক্ষা দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন।