Plywood made from Malda mango tree is being exported to China: মালদা থেকে আম কাঠের তৈরি প্লাইউড রপ্তানি শুরু হয়েছে চিনে। এই বাণিজ্যের জেরে মালদা জেলা এবার বিদেশি মুদ্রা সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারে বলেও মনে করছেন ব্যবসায়ী মহল। মালদার আম গাছের কাঠ থেকে নাকি নানা ধরনের প্লাইউডের নকশা তৈরি করা যায়। যা অন্য কোনও কাঠের তৈরি প্লাইউডে সম্ভব হয় না বলে দাবি এখানকার ব্যবসায়ীদের। এবার মালদার আম কাঠে নজর পড়েছে চিনের ব্যবসায়ীদের। চিনে মালদার আমকাঠ থেকে তৈরি প্লাইউড রপ্তানি শুরু হতেই একগাল হাসি ফুটেছে কাঠ ব্যবসায়ীদের মধ্যে। তবে জেলার পরিবেশবিদেরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিবেশবিদদের কথায়, মোটা টাকা লাভের জন্য আমবাগান কেটে সাফ করে দেওয়া হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জিটিআরআই-এর তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বর্ষে চিন ও ভারতের মধ্যে ১১৮.৮ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। সূই তুলনায় সামান্য পিছিয়ে রয়েছে আমেরিকা। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য হয়েছে ১০৮.৩ বিলিয়ন ডলার। আর এর মধ্যেই কিছুটা হলে আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্র চিনের সঙ্গে জায়গা করে নিয়েছে মালদা।
ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মালদা শাখা সংগঠনের সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, "আসলে মালদার আমকাঠের মধ্যে এমন একটা গুণ রয়েছে, যা অন্যান্য গাছের কাঠ থেকে পাওয়া যায় না। এই কাঠের প্লাইউড এখন বিভিন্ন মিল গুলিতে তৈরি হচ্ছে। আর সেই প্লাইউডে যে কোনও ধরনের নকশা তৈরি করা সম্ভব। যা চিনের নজরে এসেছে। ইতিমধ্যে কয়েক কোটি টাকার ওপরে আমকাঠ থেকে তৈরি প্লাইউড চিনে রপ্তানি করেছেন রপ্তানি কারকেরা।"
আরও পড়ুন- Partha Chatterjee: জামিন আবেদনের শুনানি শেষ, নতুন বছরের আগেই বিরাট 'সুখবর' পেতে পারেন পার্থ
মালদা জেলার কাঠ ব্যবসায়ী সমিতির এক সদস্য শোভন বসু বলেন, "আম গাছের কাঠ থেকে প্লাইউড অত্যন্ত টেকসই। যদিও শাল, সেগুন গাছের প্লাইউড তৈরি হলেও সেই কাঠের মনমর্জির মতো নকশা সম্ভব নয়। যেটা আমকাঠের তৈরি প্লাইউডে সম্ভব। ফলে চিনা বাজারে মালদার আম গাছের গুরুত্ব ইতিমধ্যে বেড়ে গিয়েছে। তবে গাছ কাটার বিপক্ষে সব সময় আমাদের সংগঠন রয়েছে। একটি পূর্ণবয়স্ক আম গাছ কাটা হলে তার পরিবর্তে পাঁচটি আম গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।"
এদিকে, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, "২০২৩-২৪ অর্থ বর্ষে এখনও পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকার মালদার আম কাঠের তৈরি প্লাইউড চিনে রপ্তানি হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে এটা খুব ভালো খবর। নতুন কর্মসংস্থানের লক্ষ্যে মালদায় এখন একাধিক প্লাইউডের কারখানা গড়ে উঠেছে। তবে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও নতুন আমবাগান তৈরি করার বার্তাও ব্যবসায়ী মহল থেকে প্রচার করা হচ্ছে।"