Advertisment

West Bengal Weather Update: ঠান্ডার আমেজ বাড়ছে, বঙ্গোপসাগরে আশঙ্কা বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত! ভরা শীতেও টানা ঝড়-বৃষ্টি?

Bengal Weather Forecast, 22 November 2024: ধীরে ধীরে ঠান্ডার আমেজ বাড়ছে রাজ্যে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপ তৈরির আশঙ্কাও রয়েছে। তার কতটা প্রভাব বাংলায় পড়তে পারে? জেনে নিন টাটকা আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather, Kolkata Weather Today, Weather Update Today,আবহাওযার পূর্বাভাস

IMD Bengal Weather Forecast: প্রতীকী ছবি।

West Bengal Weather News: রাজ্যজুড়ে রয়েছে শীতের আমেজ। বাংলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, দিন যত এগোচ্ছে ঠাণ্ডার কামড়ও ততই বাড়ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, একটু একটু করি জাঁকিয়ে ঠাণ্ডার দিকে এগোচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি একটি ঘূর্ণাবর্ত আশঙ্কা বাড়াচ্ছে। ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হলে তা থেকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার কতটা প্রভাব বাংলায় পড়বে? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (eather Update)।

Advertisment

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবারের মধ্যে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে। সেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও রয়েছে। যদি আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় তৈরি হলে তা আছড়ে পড়লেও বাংলায় তার সরাসরি প্রভাব পড়বে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের আমেজ। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠাণ্ডার অনুভূতি বাড়ছে। পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার আশেপাশে ঘোরাফেরা করছে। পুরুলিয়ার তাপমাত্রা নেমে গিয়েছিল ১৩ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী দিন কয়েক তাপমাত্রার বিরাট একটা বদল হবে না।

আরও পড়ুন- West Bengal News Live: নিচুতলার পুলিশকর্মীদের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, CID ঢেলে সাজানোর ভাবনা

কলকাতার ওয়েদার আপডেট 

শুক্রবার সকালে শহর কলকাতার বেশ কয়েকটি জায়গায় হালকা কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বেলা বাড়লেই কুয়াশার চাদর সরে গিয়ে পরিষ্কার হবে আকাশ। তিলোত্তমা মহানগরীতে সকাল ও রাতের দিকে ঠাণ্ডার আমেজ টের পাওয়া যাচ্ছে। মহানগরীর তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে পৌঁছেছে।

আরও পড়ুন- Sandakphu: সান্দাকফু গিয়ে কলকাতার পর্যটকের মর্মান্তিক মৃত্যু, উদ্বিগ্ন প্রশাসন কঠিন নিয়ম আরোপের পথে...

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া। দারুন পরিবেশে দেদার আনন্দে পাহাড় বেড়াচ্ছে কাতারে কাতারে পর্যটকের দল। দার্জিলিংয়ের পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিনের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দক্ষ করা যাবে।

আরও পড়ুন- Human trafficking: নাটকীয় অভিযানে RPF! পাচারের পথে নাবালিকাদের উদ্ধারের এগল্প দারুণ চর্চায়

জাঁকিয়ে শীত কবে? 

জাঁকিয়ে শীত কবে থেকে পড়তে পারে? তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা বাড়ছে। নভেম্বর মাস শেষ হতে চলল, তবু এখনও ঠান্ডার জোরালো কামড় দেখেনি বাংলা। হাড়কাঁপানো ঠান্ডা কবে থেকে পড়তে পারে সেব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতরও। 

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather Winter Session
Advertisment