West Bengal Weather Update 25 December 2024: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় কব্জায় উত্তুরে হাওয়া। বড়দিনে (Christmas) উধাও ঠান্ডা। বরং আজ বৃষ্টির (Rain) সম্ভাবনা একাধিক জেলায়। বড়দিনে দিনভর কোথাও থাকবে মেঘলা আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার পরিস্থিতি যা তাতে করে এবছর আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। আগামী দিন পাঁচেক কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বড়দিনের সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, কোথাও বা সম্পূর্ণ মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, আগামী দিন পাঁচেক দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ একটা হেরফের হবে না। বরং কয়েকটি জেলায় আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। মোটের ওপর এ বছরের শেষ দিন পর্যন্ত নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ার কোনওরকম সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও এক ধাক্কায় শীত উধাও। বরং বেড়েছে রাতের তাপমাত্রা। তিলোত্তমা মহানগরীতেও এবছর নতুন করে তাপমাত্রার নেমে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বরং আগামী কয়েকদিন বেলা বাড়লে শীতের মেজাজ একেবারে ফিকে হয়ে যাবে বলে মনে করছেন আবহাওযাবিদরা। কলকাতা শহরে নতুন বছর শুরুর আগে নতুন করে ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
ভরা পৌষে উত্তরবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ বড়দিনে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙে (Darjeeling) হালকা বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেকে নতুন করে তাপমাত্রার বিরাট হেরফের হওয়ার সম্ভাবনা কম। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে।
আরও পড়ুন- Weekend Getaways: বেড়ানোর ৩২ আনা মজা এখানেই! গেঁওখালির নদী পাড়ে এযেন স্বর্গসুখ!