West Bengal Weather Update:পূর্বাভাস মতোই পারদ পতন দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ। মোটের উপর শীতের আমেজ রয়েছে রাজ্যজুড়ে। উইকেন্ডে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরই মাঝে তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনাও। কবে থেকে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওযা দফতর? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নামছে। দক্ষিণবঙ্গের সব জেলায় উইকেন্ডে (Weekend) শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। তবে তারপরেই নতুন করে তাপমাত্রা সামান্য বাড়বে। এমনকী আগামী সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় শনিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। সকাল ও সন্ধের দিকে ঠান্ডার আমেজ টের পাওয়া যাচ্ছে কলকাতা শহরে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘন্টা কলকাতা তাপমাত্রার বিশেষ বদল হবে না। বরং আগামী সোমবার থেকে কলকাতার তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার আমেজ। দার্জিলিঙে (Darjeeling) তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের সান্দাকফু, (Sandakphu) টুমলিঙে। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়।
আরও পড়ুন- Bangladesh Crisis: পায়ের নীচে ভারতের জাতীয় পতাকা, বাংলাদেশিদের হোটেলে ঠাঁই দিল না বাংলার এই জেলা