Advertisment

Rain in West Bengal: আবহাওয়া ধীরে ধীরে বদলাতেই ফের বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহ ঘুরলেই প্রবল দুর্যোগ?

IMD Weather Forecast Update: কালীপুজো, ভাইফোঁটা মিটতেই আবহাওয়া ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। ত্বকে টান ধরতে শুরু করেছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধের পর হালকা ঠান্ডার অনুভূতি মিলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather update, chances of light rain in several district: আবহাওয়ার পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

প্রতীকী ছবি।

Bengal Weather Today: ধীরে ধীরে আবহাওয়ার বদল হচ্ছে। ত্বকে টান ধরা শুরু হয়েছে। সকাল ও সন্ধ্যায় কুয়াশা পড়ছে। যদিও পাকাপাকিভাবে শীত কবে থেকে পড়বে সে ব্যাপারে এখনই স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে এরই মধ্যে আবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট (eather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

কালীপুজো, ভাইফোঁটা মেটার পথ থেকেই দক্ষিণবঙ্গেও আবহাওয়ায় বদল হতে শুরু করেছে। ধীরে ধীরে শুষ্ক হচ্ছে আবহাওয়া। তবে এরই মধ্যে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। তবে মোটের উপর আগামী দিন কয়েক সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে নামার সম্ভাবনা প্রায় নেই। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি একই থাকবে। ভোর ও রাতের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে কয়েকটি জেলায়। 

কলকাতার ওয়েদার আপডেট 

তিলোত্তমা মহানগরীতে শনিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। আবহাওয়া দফতর সূত্র জানা গিয়েছে, আগামী দিন পাঁচেক কলকাতার আবহাওয়াতেও তেমন বড় কোনও বদল আসবে না। মোটের উপর একই রকম থাকবে তাপমাত্রা।

আরও পড়ুন- Train Derailment: ফের রেল দুর্ঘটনা, লাইন থেকে ছিটকে গেল শালিমারগামী এক্সপ্রেস ট্রেনের পরপর কামরা

আরও পড়ুন- Private Hospitals: সাধারণ মানুষের জন্য বিশাল খবর! বেসরকারি হাসপাতালে চিকিৎসায় এবার ফাটাফাটি 'সুবিধা'

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গ জুড়ে এই মুহূর্তে মনোরম আবহাওয়া রয়েছে। ফাটাফাটি পরিবেশে দেদার আনন্দে পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। আগামী সপ্তাহের শুরুর দিকে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়িতে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Tanmoy Bhattacharya: মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে CPM থেকে সাসপেন্ড, শেষমেশ বিরাট সিদ্ধান্ত তন্ময়ের

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment