Cyclone Dana News-Kali Puja 2024: কালীপুজোর (Kali Puja 2024) আগে ঘূর্ণিঝড় দানার (Cyclone Dana) প্রভাবে রীতিমতো মাথায় হাত মালদার কুমোরটুলির মৃৎশিল্পীদের। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া কখনও অঝোরে, কখনও হালকা-মাঝারি বৃষ্টি মালদায়। ঘন কালো মেঘে ঢাকা আকাশ। কালী প্রতিমা শুকোতে কালঘাম ছুটছে মৃৎশিল্পীদের। আর দিন কয়েক পরেই কার্তিক মাসের চতুর্দশীতে মহাকালী পুজো এবং অমাবস্যা তিথিতে ধুমধাম করে পালিত হবে কালীপুজো। তবে তার আগে প্রতিমার মাটির প্রলেপ না শুকনোয় এখনও রং ব্যবহারের ক্ষেত্রে দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা। খড় পুড়িয়ে, বার্নার জ্বালিয়ে কালী মূর্তি শুকনোর কাজ চলছে। হঠাৎ ঘূর্ণিঝড়ের জেরে মালদা-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ প্রান্তে আবহাওয়া বদল এসেছে। ঝলমলে রোদ আর নেই। বরং ঝিরঝিরে বৃষ্টি-হালকা-মাঝারি বৃষ্টির জেরে সমস্যা বাড়ছে প্রতিমা তৈরির কাজে।
আগামী ৩১ অক্টোবর বৃহস্পতিবার কালীপুজো। তারও আগে আগামী ৩০ অক্টোবর চতুর্দশীতে মালদার বিস্তীর্ণ জায়গায় মহাকালী পুজো (Maha Kali Puja) অনুষ্ঠিত হবে। মালদার বিভিন্ন ক্লাবগুলি কালীপুজোর দিন কয়েক আগে থেকে সম্পূর্ণ তৈরি হওয়া প্রতিমা নিজেদের পুজোমণ্ডপে নিয়ে চলে যায়। ইংরেজবাজারে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কুমোরটুলির মৃৎশিল্পীদের এখন আবহাওয়াই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে।
ইংরেজবাজার শহরের ফুলবাড়ী এলাকার মৃৎশিল্পী অষ্টম চৌধুরী বলেন, "একটি দশমাথার মহাকালী দেবী মূর্তি-সহ মোট ২০টি বড় কালীমূর্তি তৈরি করছি। কালীপুজোর দুই দিন আগেই প্রতিমা তৈরির কাজ শেষ করে ফেলি। হঠাৎ দানা ঘূর্ণিঝড়ের প্রভাব মালদায় পড়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আকাশ মেঘে ঢাকা। রোদের দেখা নেই। মাটির প্রতিমার কাঠামো শুকোচ্ছে না। কী করব বুঝে উঠতে পারছি না। আগুন জ্বালিয়ে দেবীর কাঠামো শুকোনর চেষ্টা করেছি। অতিরিক্ত কারিগর লাগায় খরচ বাড়ছে।"
ইংরেজবাজার শহরের বাঁশবাড়ী এলাকার আরেক মৃৎশিল্পী বিশ্বজিৎ পাল বলেন, "১৮টি কালী ঠাকুর তৈরির বায়না পেয়েছি। বেশিরভাগ প্রতিমাগুলি ৫ ফুটের। বেশিরভাগ মাটির প্রতিমার প্রলেপের কাজ শেষ হয়েছে। সেই কাঠামো শুকোলেই রঙ দেওয়ার কাজ শুরু হবে। কিন্তু হঠাৎ করে এমন আবহাওয়ায় সমস্যায় পড়ে গিয়েছি। কতদিন এই পরিস্থিতি থাকবে বুঝতে পারছি না। কাঁচা মাটির প্রলেপের মধ্যে রং দেওয়া সম্ভব নয়। তাই বার্নার জ্বালিয়ে কালি প্রতিমা শুকাতে হচ্ছে। এবার বেশ লোকসানের মুখে পড়তে হবে।" আবহাওয়া দফতরের মালদার এক আকাধিকারিক জানিয়েছেন, ঘূর্ণিঝড় দানার প্রভাব উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। মেঘলা আবহাওয়া আগামী রবিবার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে।