West Bengal Weather: ঝঞ্ঝায়-ঝঞ্ঝায় শীতের দফারফা, পৌষেও টানা বৃষ্টি? শীত নিয়ে বড় আপডেট!

West Bengal Weather Update 26 December 2024: ভরা পৌষেও জমাটি শীত অধরা। ডিসেম্বর মাস কাটতে চললেও হাড়কাঁপানো শীত এখনও অধরা।

West Bengal Weather Update 26 December 2024: ভরা পৌষেও জমাটি শীত অধরা। ডিসেম্বর মাস কাটতে চললেও হাড়কাঁপানো শীত এখনও অধরা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

WB Weather Update: ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।

West Bengal Weather Update 26 December 2024: ভরা পৌষেও দেখা নেই হা কাঁপানো ঠান্ডার। শীতের অনুভূতি থাকলেও তা বড়ই থেকে। এক কথায় বড়দিন পেরিয়ে গেলেও জমাটি ঠান্ডা এখনো অধরা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং বাদ দিলে বাকি জেলাগুলিতেও ডিসেম্বর মাস শেষ হতে চললেও কাপানো ঠান্ডা পড়েনি। এরই মাঝে ফের একবার বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় রয়েছে তুষারপাতের সম্ভাবনা। এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

 দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের একবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৭ জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি, পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায়।

কলকাতার ওয়েদার আপডেট 

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব তিলোত্তমা মহানগরীতেও। উইকেন্ড রে শনি এবং রবিবার কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতায় শহরে হালকা কুয়াশা রয়েছে। বেলা বাড়লে কুয়াশার চাদর সরবে।তবে দিনভর থাকবে আংশিক মেঘলা আকাশ।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:'হাতে চুড়ি পরিয়ে দেব', প্রকাশ্য রাস্তায় আঙুল উঁচিয়ে পুলিশকে শাসানি তৃণমূল নেতার

আরও পড়ুন- India-Bangladesh Relation: পায়ের তলায় ভারতের জাতীয় পতাকা, এবার বাংলাদেশ বয়কটের ডাক দিল দিল্লি

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

ফের একবার তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এ। তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের বাঁকি জেলাগুলিতে ঠান্ডার মেজাজ থাকলেও এ সপ্তাহে নতুন করে ভারত আরো নেমে যাবার সম্ভাবনা কম।

আরও পড়ুন- Bangladesh Crisis: এদিনও যে দেখতে হবে ভাবেননি ইউনূস, নোবেলজয়ীর বিরুদ্ধে বাংলাদেশে গণঅভ্যুত্থানের ডাক

শীতের কাম ব্যাক কবে?

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ ওকাল গোটা রাজ্যেই রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আজকের পর থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে বাড়ার ইঙ্গিত স্পষ্ট। স্বাভাবিকভাবেই উইকন্ডে শীতের অনুভূতি আরো ফিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী সোমবারের পর থেকে নতুন করে তাপমাত্রা কমার্ট পূর্বাভাস। জানুয়ারির ফাস্ট উইক থেকেই দুরন্ত কাম ব্যাক দেখতে পারে বাংলা।

weather rain Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather Extreme Cold Weather