WB Weather Today: কালীপুজোর (Kali Puja 2024) মাত্র কয়েকদিন আগে ঘূর্ণিঝড় দানার (Cyclone Dana) ব্যাপক প্রভাব পড়েছে এ রাজ্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলেছে গত বৃহস্পতিবার রাত থেকে। তবে শনিবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি চোখে পড়েছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৩১ অক্টোবর কালীপুজো। ওই দিন কেমন থাকবে আবহাওয়া? মোটের উপর আগামী দিন কয়েকের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন ঝটপট।
কালীপুজো ভাসাবে বৃষ্টি?
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ৩১ অক্টোবর অর্থাৎ কালীপুজোর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হবে। আগামী বৃহস্পতিবার পর্যন্তই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম-বেশি এই বৃষ্টি চলতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
অন্যদিকে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। তবে উত্তরের জেলাগুলিতেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কম। সুতরাং, বৃষ্টি হলেও সেটা কখনই তা বড়সড় অস্বস্তির কারণ হবে না। বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কালীপুজোয় আবহাওয়া নিয়ে বড়সড় উদ্বেগের কারণ এখনই দেখছেন না আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- RG Kar Doctor protest Updates: 'ডাক্তার-ডাক্তারে' বেনজির লড়াই! অনিকেত-কিঞ্জলদের বিরুদ্ধেই এবার ভয়ঙ্কর অভিযোগ
আরও পড়ুন- Rampurhat Medical College: একদিনের বৃষ্টিতেই জল থৈ থৈ! মেডিকেল কলেজে দুরাবস্থা, চরম ভোগান্তিতে রোগী-পরিজনরা
আরও পড়ুন- Kolkata Metro: যুগান্তকারী উদ্যোগ কলকাতা মেট্রোর! জীবন বাঁচাতে নজিরবিহীন তৎপরতা
গত কয়েকদিনের বৃষ্টির জেরে মাথায় হাত পড়ে গিয়েছিল কালী প্রতিমা তৈরির শিল্পীদের। মেঘলা আবহাওয়ায় প্রতিমা শুকনো নিয়ে ভীষণ উদ্বেগে তাঁরা। তবে শনিবার থেকেই রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতি হচ্ছে। ফলে তাঁদের মুখে হাসি ফুটেছে।