West Bengal Weather Update: তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে, বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, জাঁকিয়ে শীত দিন কয়েকেই?

WB Weather Forecast, 9 December 2024: ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত জাঁকিয়ে শীতের অনুভূতি মেলেনি। হাড়কাঁপানো ঠান্ডা পড়বে কবে থেকে?

WB Weather Forecast, 9 December 2024: ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত জাঁকিয়ে শীতের অনুভূতি মেলেনি। হাড়কাঁপানো ঠান্ডা পড়বে কবে থেকে?

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather News: আবহাওযার পূর্বাভাস, পশ্চিমবঙ্গ

WB Weather Forecast: রাজ্যজুড়ে রয়েছে শীতের আমেজ।

West Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার দোসর নিম্নচাপ। তারই জেরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। সপ্তাহের প্রথম দিনে আজ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির (Rainfall) সম্ভাবনাও রয়েছে। ফের একবার তুষারপাতের পূর্বাভাস খাওয়া অফিসের। বৃষ্টির সম্ভাবনা উত্তরের কয়েকটি জেলাতেও।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে নিম্নচাপ যুক্ত হয়ে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় খানিকটা বদল আসতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা আগামী কয়েকদিন সামান্য বাড়তে পারে। সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে।

Advertisment

কলকাতার ওয়েদার আপডেট 

শহর কলকাতায় সোমবার সকাল থেকে ঠান্ডার আমেজ রয়েছে। আজ দিনভর কলকাতা শহরে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আজ ও কাল তাপমাত্রা সামান্য বাড়বে। তাপমাত্রা নতুন করে নামার সম্ভাবনা আগামী বৃহস্পতিবার থেকে। সপ্তাহের শে, দিক থেকে শহর কলকাতায় ঠান্ডার আমেজ বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস।

আরও পড়ুন- North Sikkim: পর্যটকরা এখবরে আহ্লাদে আটখানা হবেন! নর্থ সিকিমের এই বিশেষ রুট খুলে গেল

আরও পড়ুন- West Bengal News Live: 'নৈরাজ্যের অবসানে নতুন সূর্য উঠবে', প্রত্যয়ী হাসিনা! ঢাকায় আজ মুখোমুখি ভারত-বাংলাদেশ

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার আমেজ রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দু-তিনদিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও কমবে তাপমাত্রা। দার্জিলিঙে আগামী কয়েকদিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- Bangladesh Crisis: পায়ের নীচে ভারতের জাতীয় পতাকা, বাংলাদেশিদের হোটেলে ঠাঁই দিল না বাংলার এই জেলা

weather winter Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Kolkata Weather Winter Session