Advertisment

Malda News: প্রকাশ্য রাস্তায় মহিলাকে ফেলে বাঁশ-পেটা, বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী-কন্যাও

Malda News: আরজি কর কাণ্ডের পর থেকে নারী সুরক্ষার দাবিতে বেনজির আন্দোলন দেখেছে বাংলা। ঠিক এই আবহেই আবারও এক মহিলার সঙ্গে বর্বরোচিত আচরণ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Woman beaten up in Mothabari, Malda, her husband and daughter injured while trying to save her, মহিলাকে মারধর, মালদ, মোথাবাড়ি

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি।

Malda News: প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে বাঁশ দিয়ে পেটাচ্ছে কয়েকজন। সেই দৃশ্য দাঁড়িয়ে দেখছেন আশেপাশের লোকজন। স্ত্রীকে বাঁচাতে স্বামীও হামলাকারীদের মাঝে ঝাঁপিয়ে পড়েছেন। তারই মধ্যে চলছে হাতে বাঁশ নিয়ে বেপরোয়া মারধর। মালদার মোথাবাড়ির এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক শোড়গোল পড়ে গিয়েছে। কলকাতার আরজি কর কাণ্ডের মধ্যেই মঙ্গলবার মালদার মোথাবাড়িতে এক মহিলাকে রাস্তায় ফেলে মারধরের ঘটনার ভিডিও ভাইরাল হতেই রীতিমতো নড়েচড়ে বসেছে জেলা পুলিশ ও প্রশাসন। হামলাকারীদের চিহ্নিত করে খোঁজ শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

Advertisment

বিষয়টিকে রীতিমতো গুরুত্ব দিয়ে দেখছে জেলা তৃণমূল নেতৃত্ব। মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বক্তব্য, "কী কারণে এমন ঘটনা ঘটেছে সেটা জানি না। কিন্তু ঘটনাটি যদি সত্যি হয় সেটা কোনও ভাবেই বরদাস্ত করা যাবে না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করার কথা পুলিশকে জানানো হয়েছে। "

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় ওই মহিলার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মারধরে আহত মহিলার স্বামীও। ওই দম্পতির এক নাবালিকা মেয়েকেও মারধর করেছে হামলাকারীরা। পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিষয়কে ঘিরে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি তাজমুল শেখের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে ওই পরিবারের। তাজমুল শেখ ওই পরিবারের জমি জোর করে দখল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার সেই জমি দখলকে ঘিরেই নতুন করে বিবাদ বাঁধে। এরপরেই চলে মারধর। 

আরও পড়ুন- Student Murder: আরজি কর কাণ্ডের আবহে ফের নৃশংস খুন! বাসে উঠে ছাত্রীর গলা কেটে দিল যুবক

আরও পড়ুন- Sukhendu Shekhar Roy: 'দ্রোহকাল, পুঞ্জীভূত ক্ষোভের আউটবার্স্ট', জাগো বাংলার পদ ছেড়ে বিস্ফোরক সুখেন্দু শেখর

আহত মহিলার স্বামী বলেন, "ওরা আমাদের জমি জোর করে দখল করতে চাইছে। তারই প্রতিবাদ করা হয়েছিল। এরপরই তাজমুল শেখ একটি রাজনৈতিক দলের মদত নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। রাস্তায় ফেলে আমাকে এবং আমার স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়েছে। পুলিশকে পুরো ঘটনার অভিযোগ জানিয়েছি। এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।" অন্যদিকে, মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

আরও পড়ুন- Hilsa: টন টন মাছ উঠেছে গত কয়েকদিনেই! দারুণ সস্তায় সাধের ইলিশ আর দিন কয়েকেই?

police Maldah Beaten
Advertisment