/indian-express-bangla/media/media_files/2025/04/24/qTOJArS2BZ1tFULC9Ffr.jpg)
India-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাহিনীর টহল।
CCTV in villages along Bangladesh border: পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের গণহত্যার বলি হয়েছেন তিন বাঙালি। এই সন্ত্রাসবাদী হামলায় উত্তাল সমগ্র দেশ। কয়েক দিন আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের অশান্তিতে প্রাণ গিয়েছে তিন জনের। দুটি জায়গার অবস্থান সীমান্ত এলাকার কাছাকাছি। একটি পাকিস্তান, অন্যটি বাংলাদেশ। এদিকে এখন বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাট এলাকায় একাধিক গ্রামে CCTV বসানোর কাজ চলছে। এই তৎপরতার মাধ্যমে দুষ্কৃতী দৌরাত্ম কম করা ছাড়াও সীমান্ত এলাকা হওয়ায় সিসিটিভি বসানোয় নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। তাদের মতে অনুপ্রবেশকারী চিহ্নিত করতেও সুবিধা হবে।
জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহনুর মণ্ডল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "আমাদের সীমান্ত লাগোয়া এলাকায় একশোর মতো সিসি টিভি বসানো হচ্ছে। সিসিটিভি মনিটরিং করবে বসিরহাট থানসলা। বসিরহাট ১ নং পঞ্চায়েত সমিতি ও সাতটি গ্রাম পঞ্চায়েত এই উদ্যোগ নিয়েছে। এলাকার কিছু সেনসিটিভ মন্দির, মসজিদ, মার্কেট সংলগ্ন এলাকা মুড়ে দেওয়া হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে। যাতে এলাকায় দুষ্কৃতীরা ভয় পায়। তারা যেন ভাবে সিসি ক্যামেরার আওতায় আছে। অন্যায় করতে গেলে দু'বার ভাববে। কিছু ঘটলে রেকর্ড থেকে যাবে।"
বসিরহাট এলাকার কিছু অংশে একটা সময় বড় ধরনের অশান্তি হয়েছিল। সামশেরগঞ্জে গন্ডগোলের জেরে নিজভূমে কিছু দিনের জন্য উদ্বাস্তু হতে হয়েছিল শয়ে শয়ে মানুষকে। সিসিটিভি মোড়া থাকলে কিছুটা সুরাহা হতে পারে বলে মনে করছে স্থানীয়রা। শাহনুর মণ্ডল বলেন, " ধীরে ধীরে প্রায় একশো'র ওপর গ্রামে সিসিটিভি বসানো হবে। এর জন্য খরচ ধরা হয়েছে ১৫-২০ লক্ষ টাকা। ধাপে ধাপে বসিরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির পুরো এলাকা সিসি ক্যামেরায় মুড়িয়ে ফেলব। এর ৫০ শতাংশ খরচ দেবে পঞ্চায়েত সমিতি, বাকি অর্ধেক গ্রাম পঞ্চায়েতগুলি দেবে। অল্প বাকি পড়লে আমি ব্যক্তিগত ভাবে দেব। চুরি, ছিনতাই, বদমায়েশি করলে একটা রেকর্ড থাকবে।"
বসিরহাট ১ নম্বর ব্লকের সাতটি পঞ্চায়েতের উদ্যোগে এই কাজ শুরু হয়েছে। বসিরহাট ১ নং ব্লকের মধ্যে রয়েছে সংগ্রামপুর, গাছা- আখারপুর, গোটরা, সাকচুড়া-বাগুন্ডি, ইটিন্ডা-পানিতর, পিফা, নিমদেরিয়া-কোদালিয়া পঞ্চায়েত গুলি। এই সমস্ত এলাকায় সিসিটিভি বসবে। পঞ্চায়েতস্তরে এমন উদ্যোগের পাশাপাশি প্রশাসনিক স্তরেও যাতে এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথোপযুক্ত পদক্ষেপ করা হয় সেই ব্যাপারেও আবেদন জানানো হবে।
আরও পড়ুন- West Bengal News Live:পহেলগাঁওয়ের জঙ্গি হামলার আঁচ কলকাতায়, পাকিস্তানের পতাকা পোড়ালেন শুভেন্দুরা