New Update
/indian-express-bangla/media/media_files/gSylC8rGwx7kjWasw1sF.jpg)
কলকাতা মেট্রোরেল।
কলকাতা মেট্রোরেল।
Kolkata Metro: চার দশক ধরে শহর কলকাতার তলদেশের বুক চিরে নিরন্তর ছুটে চলেছে মেট্রোরেল। দশকের পর দশক ধরে কলকাতা ও শহরতলিতে যাতায়াতের জন্য মেট্রোরেল যাত্রীদের অন্যতম প্রধান ভরসার যান হয়ে উঠেছে। এবর কলকাতা মেট্রোরেল আগামী ২৪ অক্টোবর ৪০ বছর পূর্ণ করতে চলেছে। মেট্রোরেলের তরফে বিবৃতি পাতালযানের গৌরবজ্বল অধ্যায় সম্পর্কে বিশদে জানানো হয়েছে। সেই সঙ্গে বিশেষ এই পর্বের উদজাপনেও একগুচ্ছ কর্মসূচির কথা জানানো হয়েছে।
কলকাতা মেট্রো রেলওয়ে আগামী ২৪ অক্টোবর ৪০ গৌরবময় বছর পূর্ণ করতে চলেছে। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর মেট্রোরেল পথ চলা শুরু করে। ভারতের প্রথম মেট্রো সিস্টেম দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। লক্ষ লক্ষ যাত্রীকে নিরাপদে তাদের গন্তব্যে নিয়ে গেছে। এসপ্ল্যানেড থেকে ভবানীপুর (বর্তমানে নেতাজি ভবন) পর্যন্ত মাত্র ৩.৪ কিলোমিটার প্রসারিত মেট্রো রেলওয়ের এখন ৫৮.৬ কিলোমিটারের একটি নেটওয়ার্ক রয়েছে যা শহরের বিভিন্ন কোণে সংযোগ করে।
কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং অন্যান্য রাজ্যের হাজার হাজার যাত্রী প্রতিদিন মেট্রোতে গঙ্গা নদীর তলদেশে যাতায়াত করছেন। ভূ-পৃষ্ঠের নিচ থেকে নদীর তলদেশে এই রূপান্তর, উভয়ই দেশে প্রথমবারের মতো আমাদের মেট্রোকে দেশের একটি বিশেষ করে তুলেছে। আগামী দিনে মেট্রো বিমানবন্দর, রাজারহাট, নিউ টাউন এবং আরও অনেক নতুন এলাকাকে সংযুক্ত করতে চলেছে যাতে জীবনযাত্রা সহজ এবং দ্রুত হয় এবং সেই সঙ্গে লক্ষাধিক মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হয়।
আরও পড়ুন- Dooars: উত্তরবঙ্গে যাচ্ছেন? নামমাত্র খরচেই ঘুরে দেখুন ডুয়ার্স, ফাটাফাটি বন্দোবস্তের দারুণ প্রশংসা!
কলকাতা মেট্রোর ৪০ বছর পূর্ণের আবহে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর, ২০২৪ পর্যন্ত এটিকে একটি জমকালোভাবে উদযাপন করার জন্য বিস্তৃত পরিকল্পনা করেছে। এই অনুষ্ঠানের জন্য একটি লোগো ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং বিভিন্ন প্রতিযোগিতা, হেরিটেজ ওয়াক, ওয়াকথন, প্রদর্শনী, সাংস্কৃতিক সন্ধ্যা। বিশেষ ফিল্ম তৈরি করা হয়েছে যেখানে প্রতিদিনের যাত্রী থেকে সেলিব্রিটিরা মেট্রো সম্পর্কে তাদের মতামত শেয়ার করেছেন।