Advertisment

Awas Yojana: আবাস তালিকায় থাকা নাম বাদ দেওয়ার আবেদন যুবকের, কারণ ঘিরে জোরদার চর্চা!

Bangla Awas Yojana 2024: আবাস যোজনায় পাকা বাড়ি তৈরির সমীক্ষা চলছে রাজ্যজুড়ে। এই যুবকের নাম আবাস যোজনা তালিকাভুক্ত করা হয়েছিল। তবে এবার নিজে থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য ব্লক প্রশাসনকে চিঠি লিখে আবেদন করেছেন যুবক।

author-image
Mina Mondal
New Update
requesting to remove his name from Bangla Awas Yojana 2024 list: আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন

Bangla Awas Yojana 2024: আবাস যোজনার তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন করেছেন এই যুবক।

Bangla Awas Yojana 2024: আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে প্রায়শই। ঠিক এই আবহে এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের মড়িগাছিতে দেখা গেল এক অন্য ছবি। আবাস যোজনার তালিকায় এসেছে, তবে পাকাবাড়ি থাকায় নিজের নাম বাতিলের লিখিত আবেদন জানালেন এক যুবক। পেশায় গৃহশিক্ষক আনিসুর রহমানের এই তৎপরতা এখন এলাকায় দারুণ চর্চার বিষয় হয়ে উঠেছে।

Advertisment

ব্লক প্রশাসনের কাছে আবাস যোজনায় সরকারি বাড়ি পাওয়ার তালিকা থেকে নিজের নাম বাতিলের আবেদন জানিয়েছেন আনিসুর। তিনি বলেন, "২০১৮ সালে কাঁচাবাড়ি থাকায় বাড়ির জন্য আবেদন করেছিলাম। এর মাঝে কেটে গেছে ৬ টা বছর। তার মধ্যেই পরিবারের সদস্যরা পাকাবাড়ি তৈরি করেছেন। তাই এখন আর আবাস যোজনার বাড়ির প্রয়োজন নেই। তাই ব্লক প্রশাসনকে আবাস যোজনার তালিকা থেকে আমার নাম বাতিলের জন্য লিখিত আবেদন করেছি। যোগ্য প্রাপকদের আবাস যোজনার বাড়ি দেওয়া হোক। সেই আবেদনও জানিয়েছি।" 

ডায়মন্ড হারবার ২ নং ব্লকের বিডিও সুদিপ্ত অধিকারী বলেন, "আবাস যোজনার সমীক্ষা দ্রুততার সঙ্গে গোটা ব্লকে হচ্ছে। যোগ্য প্রাপকেরা আবাস যোজনার বাড়ি পাবেন। পাকা বাড়ি আছে এমন যাঁদের নাম তালিকায় এসেছে সেগুলি খতিয়ে দেখে বাদ দেওয়া হবে। এরই মাঝে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে আবাস যোজনার তালিকা থেকে নিজেদের নাম বাতিলের জন্য। তাঁদের পাকা বাড়ি আছে।" 

আরও পড়ুন- Mithun Chakraborty: BJP-র মঞ্চ থেকেই মিঠুনের 'পকেটমারি', মানিব্যাগ খুইয়ে বেজায় ফ্যাসাদে মহাগুরু!

আরও পড়ুন- Eastern Rail: পূর্বরেলে নয়া ইতিহাস! যাত্রী-স্বার্থে অভূতপূর্ব এই তৎপরতায় ব্যাপক সাড়া

আরও পড়ুন- West Bengal By-Election: আরজি করে 'ধাক্কা' কতটা? 'বুঝে নেওয়ার' ভোটে তৃণমূল, প্রত্যয়ী BJP! হাত-ছেড়ে ময়দানে বাম

South 24 Pgs Diamond Harbour Bangla Awas Yojana
Advertisment