
আগামী চারদিন রাজ্যজুড়ে তাপমাত্রা আরও বাড়তে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার ভোর থকে কলকাতা-সহ একাধিক জেলায় কুয়াশার দাপট। বেলা বাড়তেই কাটবে কুয়াশা। কলকাতায় দিনভর মেঘলা আকাশ।
একধাক্কায় ফের ৪ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। এদিকে শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদের দেখা নেই। মাঝেমধ্যেই বইছে ঝোড়ো বাতাস।
ঝঞ্ঝার গেরো সরতেই রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। মেঘমুক্ত আকাশে নামছে পারদ।
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.