New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/21/hdfc-bank-2025-07-21-12-43-13.jpg)
HDFC Bank: HDFC ব্যাংকের শেয়ার আপডেট।
HDFC Bank: এইচডিএফসি ব্যাংক প্রথম ত্রৈমাসিকে ১২% নিট মুনাফা বাড়িয়ে লাভ করেছে ১৮,১৫৫ কোটি টাকা। শেয়ারের দাম পৌঁছেছে ১,৯৯৩ টাকায়। পরবর্তী লক্ষ্যমাত্রা কত?
HDFC Bank: HDFC ব্যাংকের শেয়ার আপডেট।
HDFC Bank: মুনাফা বেড়েছে এইচডিএফসি (HDFC) ব্যাংকের। ১২% মুনাফা বাড়ায় দাম বেড়েছে এইচডিএফসির শেয়ারেরও। এই পরিস্থিতিতে এইচডিএফসি ব্যাংক জানিয়েছে, তারা আর্থিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বছর (২০২৬-এ) আরও উন্নতি করবে। এইচডিএফসি (HDFC) ব্যাংক সূত্রে জানা গিয়েছে, তারা প্রথম ত্রৈমাসিকে ১৮,১৫৫ কোটি টাকা লাভ করেছে। গত বছর প্রথম ত্রৈমাসিকে এই ব্যাংকের মুনাফা ছিল ১৬,১৭৫ কোটি টাকা। সেই হিসেবে শেষ পর্যন্ত ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে এইচডিএফসি ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ১২%।
আরও পড়ুন- লিভারের স্বাস্থ্যের জন্য এড়িয়ে চলুন এই ৩ খাবার, নাম শুনলে অবাক হয়ে যাবেন!
লাভের পাশাপাশি, এই ত্রৈমাসিকে এইচডিএফসি ব্যাংকের সুদের আয় হয়েছে ৭৭,৪৭০ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৬% বেশি। এই ত্রৈমাসিকে ব্যাংকটির নিট সুদের আয় দাঁড়িয়েছে ৩১,৪৩৮ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৫.৪ শতাংশ বেশি। আমানতের খরচ, সম্পদের লাভের তুলনায় দ্রুত বৃদ্ধি পাওয়ায় ব্যাংকের মূল নিট সুদের মার্জিন (NIM) এই ত্রৈমাসিকে ৩.৪৬ শতাংশ থেকে কমে হয়েছে ৩.৩৫ শতাংশ।
আরও পড়ুন- দিনে কতগুলি ডিম খাওয়া নিরাপদ? জেনে নিন, ঠিক কী বলছেন বিশেষজ্ঞ
এবং
আরও পড়ুন- রাসায়নিক ছাড়াই মাত্র ৫ মিনিটে পাকা করুন কালো, পান ঝলমলে চুল!
মোট পরিচালন ব্যয় ৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭,৪৩৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। যার মধ্যে ৬,১৫৮ কোটি টাকা হল কর্মচারী ব্যয় এবং ১১,২৭৬ কোটি টাকা খরচ হয়েছে অন্যান্য ক্ষেত্রে। সকাল ৯টা ১৬ মিনিটে ব্যাংকের শেয়ারের মূল্য ছিল ১,৯৯৩.২ টাকা। যা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ছিল অন্যান্য সূচকের তুলনায় বেশি। এই ব্যাংক তাদের শেয়ারের মূল্যের লক্ষ্যমাত্রা করেছে ২,৩০০ টাকা।
আরও পড়ুন- গ্রীষ্ম বা বর্ষাকালে দই খাওয়ার সেরা সময় কোনটা? কীভাবে মিলবে উপকার?
এবং
আরও পড়ুন- এই প্রাণীর সারা শরীরে শত শত চোখ! চেনেন এই প্রাণীকে?
তবে কর পরিবর্তনের কারণে এইচডিএফসি ব্যাংকের আয় কিছুটা হলেও কমেছে। তবে তাদের ত্রৈমাসিক লেনদেন আপাতত স্থিতিশীল হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্বিতীয় ত্রৈমাসিকে এই লেনদেনের হার আরও মন্থর হবে। এমনিতে শেয়ার বাজারের অবস্থা এখন বিশেষ একটা ভালো না। তবে, তার মধ্যেই সম্প্রতি কিছুটা হলেও শেয়ারের মূল্যের অগ্রগতি ঘটেছে। এটুকুই আশা বাজার বিশেষজ্ঞদের।