Emiway Bantai Viral Stunt: স্টান্ট ম্যানের মর্মান্তিক মৃত্যুর পর ফের মারাত্মক স্টান্ট! ব়্যাপারের ভিডিও ঘিরে শোরগোল

Emiway Bantai Injured: আসন্ন মিউজিক ভিডিও শুটের সময় ভয়ংকর স্ট্যান্ট করেছেন ব়্যাপার এমিওয়ে বান্তাই। সেই ভিডিও ভাইরাল হতেই কী প্রতিক্রিয়া ভক্তদের?

Emiway Bantai Injured: আসন্ন মিউজিক ভিডিও শুটের সময় ভয়ংকর স্ট্যান্ট করেছেন ব়্যাপার এমিওয়ে বান্তাই। সেই ভিডিও ভাইরাল হতেই কী প্রতিক্রিয়া ভক্তদের?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মারাত্মক স্টান্ট!!

Rapper Emiway Bantai: ভারতের অন্যতম ফেমাস ব়্যাপার এমিওয়ে বান্তাই। এই মুহূর্তে দুবাইয়ের সারজাতে আপকামিং মিউজিক ভিডিওর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এমিওয়ে বান্তাইয়ের নতুন মিউজিক ভিডিও "দুবাই কোম্পানি এখন পেজ ৩ খবরের চর্চিত বিষয়। ২৩শে জুলাই মুক্তি পাচ্ছে ব়্যাপার এমিওয়ে বান্তাইয়ের নতুন মিউজিক ভিডিও। নিজের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওর টিজার শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে গাড়ির উপর থেকে পড়ে যাচ্ছেন। ভিডিও দেখে নেটিজেনদের একাংশের মতে, এটি শুটিংয়ের দৃশ্য। কারও মতে আবার সত্যিই পড়ে গিয়েছেন ব়্যাপার এমিওয়ে বান্তাই।

Advertisment

Advertisment

কঠিন হলেও কাজের সঙ্গে নো কম্প্রোমাইজ। কাজের প্রতি এমিওয়ে বান্তাইয়ের একগ্রতার প্রশংসা করেছেন নেটনাগরিকরা। এমিওয়ে বান্তাইয়ের ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাচ্ছে সেই স্টান্টের দৃশ্য। টয়োটা SUV থেকে যে ভাবে রাস্তায় ছিটকে পড়লেন এমিওয়ে দেখলে শিউরে উঠবেন।

আরও পড়ুন রাজুর মৃত্যুর পর বিরাট পদক্ষেপ, স্ট্যান্ট ম্যানদের জন্য বড় ঘোষণা 'খিলাড়ি' অক্ষয়ের

ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'স্টান্টটা ভুল হয়ে গেল। পুরো এপিসোড খুব শীঘ্রই আসছে।' কয়েক সেকেণ্ডের এই ভিডিও শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল। ভক্তরা তো রীতিমতো আঁতকে উঠেছে। জীবনের ঝুঁকি নিয়ে এ কী মারাত্মক স্টান্ট করছেন ব়্যাপার এমিওয়ে বান্তাই!

আরও পড়ুন 'মিনিস্কার্ট পরা ওই মেয়েটার পিছনে...', প্রেম নিয়ে গোপন কথা ফাঁস করলেন খোদ অনুপম

কমেন্ট বক্সজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এমিওয়ে বান্তাইয়ের স্টান্ট দেখে চিন্তিত তো কেউ আবার পেশাদার শিল্পীর কাজের প্রতি একগ্রতাকে সাধুবাদ জানিয়েছেন। এমিওয়ে বান্তাইয়ের এক ভক্ত লিখেছেন, 'ভিডিওটি করার সময় পড়ে গিয়েছেন। দর্শককে বিনোদন দিতেই এই কঠিন পদক্ষেপ গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছেন। এখন আমাদের ভালবাসা-প্রার্থনার সময়।'

আরও পড়ুন জ্যান্ত সাপ হাতে নিয়ে..., সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সোনু সুদের ভিডিও! অভিনেতার কীর্তিতে তাজ্জব বনে যাবেন

অপর এক অনুরাগীর কথায়, 'আল্লাহকে অনেক ধন্যবাদ, আপনার কিছু হয়নি।' প্রসঙ্গত, সম্প্রতি শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন বিশিষ্ট স্টান্ট ম্যান এসএম রাজু। তাঁর মৃত্যুর পর ইন্ডাস্ট্রির প্রায় ৭০০ জন স্ট্যান্ট ম্যানের জন্য বিমার বন্দোবস্ত করেছেন। 

আরও পড়ুন 'অপমান শুনেও কিছু না বলে...', অমিতাভের সঙ্গে প্রথম সাক্ষাৎয়ের অভিজ্ঞতা ভাগ বর্ষীয়ান অভিনেত্রীর

Entertainment News Viral Video