/indian-express-bangla/media/member_avatars/2024/12/18/2024-12-18t155945930z-whatsapp-image-2024-12-15-at-102343-am.jpeg )
/indian-express-bangla/media/media_files/2025/09/02/cats-2025-09-02-13-13-43.jpg)
খুব ভাল ছেলে আর ভীষণ ভাল একজন অভিনেতা: স্বস্তিকা
Dibyojyoti Dutta: দিব্যজ্যোতি দত্ত, বাংলা মেগার দর্শকের একেবারে ঘরের ছেলে। এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যাচ্ছে দিব্যজ্যোতিকে। যদিও সেটা আর খুব বেশিদিন নয়। কারণ এই ধারাবাহিকে শুরু হচ্ছে নতুন যুগের গল্প। যেখানে স্বস্তিকা থাকলেও দিব্যজ্যোতি আর থাকছেন না। সেটে আর দেখা যাবে না সূর্য-দীপার যুগলবন্দি। তাহলে ২ সেপ্টেম্বর দিব্যজ্যোতির জন্মদিনে অনুরাগের ছোঁয়ার সেটে হবে স্পেশাল সেলিব্রেশন? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল স্বস্তিকার সঙ্গে।
আরও পড়ুন 'এবার তো আমি...', জামাইষষ্ঠীতে কেন মন খারাপ অনুরাগের ছোঁয়া খ্যাত দিব্যজ্যোতির?
তিনি জানান, আজ অর্থাৎ মঙ্গলবার ছুটি রয়েছে। একটানা কাজের জন্য ছুটি সেভাবে ছুটি পান না। আগামীকাল থেকে নতুন ট্র্যাকের শুটিং শুরু হবে। এতদিন কাজের মারাত্মক চাপও ছিল। তাই আজ সমস্ত পেন্ডিং কাজগুলোও সেরে ফেলতে হবে স্বস্তিকাকে। তাই সেটে জন্মদিন পালন হচ্ছে কিনা সেই বিষয়ে বিশেষ কোনও তথ্য তাঁর কাছে নেই। সহ অভিনেতার জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করে ট্রিট নেবেন কিনা সেই বিষয়ে স্বস্তিকার সংযোজন, 'বন্ধুবান্ধবরা একসঙ্গে দেখা করার একটা প্ল্যান হচ্ছে। তখনই উপহার দেওয়া, খাওয়াদাওয়া সবটা হবে। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।'
এতদিন একসঙ্গে কাজ করার পর দিব্যজ্যোতির অনুপস্থিতিতে মন খারাপ স্বস্তিকার? তাঁর বক্তব্য, দীর্ঘদিন একসঙ্গে কাজ করলে সকলে পরিবারের মতো হয়ে যায়। তাই কারও চরিত্র শেষ হয়ে গেলে খারাপ লাগাটা তো স্বাভাবিকই। জন্মদিনে দিব্যজ্যোতির জন্য কী উপহার কিনলেন স্বস্তিকা?
আরও পড়ুন দর্শকের ভালবাসায় ১০০০ পর্ব ছুঁই ছুঁই, 'অনুরাগের ছোঁয়া'-র সাফল্যে উচ্ছ্বসিত দিব্যজ্যোতি
আরও পড়ুন 'আমি ভগবানে বিশ্বাসী-প্রায়ই মায়াপুর যাই', চৈতন্যদেব হয়ে উঠতে কেমন চলছে দিব্যজ্যোতির প্রস্তুতি?
সেটা অবশ্য খোলসা করতে চাননি অভিনেত্রী। মজা করে তিনি বলেন, 'এটা আবার বলা যায় নাকি!' দিব্যজ্যোতির সঙ্গে দীর্ঘদিন কাজের পর জন্মদিনে সহ অভিনেতার প্রশংসা করতে কিন্তু মোটেই ভুললেন না স্বস্তিকা। দিব্যজ্যোতিকে একলাইনে কী ভাবে ব্যখা করলেন? এক মুহূর্তও না থেমে বললেন, 'খুব ভাল ছেলে আর ভীষণ ভাল একজন অভিনেতা।'