Advertisment

Arijit Singh: মহিলা ভক্তের গলা চেপে ধরতেই ক্ষুব্ধ অরিজিৎ সিং, রাগে তুলকালাম কাণ্ড গায়কের, দেখুন ভিডিও

Arijit Singh UK Concert: গানের মঞ্চের কাছে এক মহিলা অনুরাগীর গলা চেপে ধরতেই নিরাপত্তারক্ষীদের উপর ক্ষুব্ধ হলেন অরিজিৎ সিং। পরে অনুরাগীর কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। গায়কের এই কীর্তিই মন জয় করেছে ইন্টারনেটের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Arijit Singh UK Concert

Arijit Singh UK Concert: সিকিউরিটির উপর খেপলেন অরিজিৎ সিং

Arijit Singh UK Concert: অরিজিৎ সিংয়ের সাম্প্রতিক ব্রিটেন কনসার্টে ফের এক কাণ্ড। কিছুদিন আগে এমনই এক কনসার্টে এক মহিলা অনুরাগী অরিজিতের কাছে 'আর কবে' (আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান) গানটি গাওয়ার অনুরোধ করেছিলেন। তাতে কিছুটা রুষ্ট স্বরেই গায়ক অনুরাগীকে বলেন, এটা সঠিক মঞ্চ নয় এই প্রতিবাদের গান গাওয়ার। এই গানের জন্য অনুরাগীকে কলকাতায় যাওয়ার পরামর্শ দেন তিনি। ইন্টারনেটে অনেকেই গায়কের প্রশংসা করেন এই আচরণের জন্য। 

Advertisment

এবার নয়া এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে নিরাপত্তারক্ষীরা এক ভক্তের গলা চেপে ধরেন এবং অরিজিৎ তাতে ক্ষুব্ধ হন। সেই ভিডিও ভাইরাল হতেই অরিজিতের আচরণ সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মন জয় করেছে। কেউ কেউ তাঁকে "ভদ্র মানুষ" বলে প্রশংসা করেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, অরিজিৎ পারফর্ম করার সময় এক মহিলা মঞ্চের কাছে আসছেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে থামানোর চেষ্টা করলে, তিনি তাঁদের বলেন যে গায়ক তাঁকে ডাকছে। নিরাপত্তারক্ষীরা তখনও তাঁকে এগিয়ে যেতে বাধা দেন এবং তাঁর গলা ধরে আটকানোর চেষ্টা করেন বলে অভিযোগ। মঞ্চের কাছে হট্টগোল অরিজিতের দৃষ্টি আকর্ষণ করে।

'কলকাতায় যান, এটা সঠিক জায়গা নয়...', অরিজিৎকে 'আর কবে' গাওয়ার অনুরোধ করতেই ধমক দিলেন শিল্পী!

গায়ক মঞ্চ থেকে বলেন, "এমন ভাবে কারও ঘাড় ধরা ঠিক নয়" (ঘাড়ের দিকে ইশারা করে)। তারপর তিনি সবাইকে অনুরোধ করেন, "বন্ধুরা, দয়া করে বসুন।" অরিজিৎ সেই মহিলার কাছেও ক্ষমা চেয়েছেন যাঁকে নিরাপত্তারক্ষীদের দ্বারা হেনস্থা করা হয়েছিল। তিনি বলেন, "আমি সত্যিই দুঃখিত, ম্যাম। আমি আপনাকে বাঁচানোর জন্য সেখানে যদি থাকতে পারতাম, কিন্তু আমি পারিনি। দয়া করে বসুন।"

কনসার্টে পারফর্ম করার সঙ্গে সঙ্গে অরিজিতের এমন আচরণের জন্য দর্শকদের তরফ থেকে তাঁর প্রশংসায় গর্জন শোনা যায়। ভিডিওটি অনলাইনে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে, গায়ক তাঁর ভক্তের পক্ষে দাঁড়ানোর জন্য প্রশংসিত হয়েছেন। ভিডিওটিতে এক নেটিজেন কমেন্টে লিখেছেন, "এমন একজন ভদ্র মানুষ, প্রথম এবং সর্বাগ্রে অরিজিৎ সিং (sic)।" অন্য একজন ভক্ত তাঁকে "মন্ত্রমুগ্ধ, নম্র, শ্রদ্ধাশীল" বলে বর্ণনা করেছেন।

'ছেলেটা শত্তুরের মুখে ছাই দিয়ে...', অরিজিতের রাত জাগা সংগ্রামের গল্প শোনালেন অন্তরা...

এর আগে, অরিজিতের ব্রিটেন সফরের আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে একজন ভক্ত মঞ্চে খাবার রাখছেন যখন তিনি অ্যা দিল হ্যায় মুশকিলের টাইটেল ট্র্যাকটি গাইছিলেন। অরিজিৎ খাবারটি লক্ষ্য করার সঙ্গে সঙ্গে সেটি তুলে নিয়ে তাঁর সিকিউরিটি টিমের হাতে দিয়ে দেন।

প্রতিবাদে থেমে থাকলেন না, দীর্ঘ অসুস্থতার পর বিশ্ববিখ্যাত শিল্পীকে নিয়ে স্টেজে অরিজিৎ

গায়ক ভক্তের কাছে ক্ষমা চেয়েছিলেন, ব্যাখ্যা করেছিলেন যে তিনি তাঁর মঞ্চে খাবারের অনুমতি দিতে পারেন না কারণ, তার কাছে মঞ্চটি একটি পবিত্র স্থান। "আমি দুঃখিত, এটি আমার মন্দির। আপনি এখানে খাবার রাখতে পারবেন না," তিনি বলেছিলেন।

'আর কবে...?', অরিজিতের গানেই আরজি কর কাণ্ডের প্রতিবাদে মুখর কলকাতা

এর আগে, অরিজিৎ সিং তাঁর লন্ডন কনসার্ট চলাকালীন ব্রিটিশ গায়ক এড শিরানের সঙ্গে যোগ দিয়েছিলেন। অরিজিৎ সোশ্যাল মিডিয়ায় এডের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন এবং উপস্থিত থাকার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।

Entertainment News Viral Video Arijit Singh Arijit Singh Live Concert Trending News
Advertisment