Asha Bhosle: রেকর্ডিংয়ের সময় চলে যান গীতিকার, অল ইন্ডিয়া রেডিও-তে নিষিদ্ধ গান! অতীত নিয়ে বিস্ফোরক কিংবদন্তি আশা ভোঁসলে

Asha Bhosle-Piya tu ab to aaja: সম্প্রতি এক সাক্ষাৎকারে আশা ভোঁসলে জানিয়েছেন, তাঁর বেশ কিছু গান অল ইন্ডিয়া রেডিওতে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল। পিয়া তু আব তো আজা-র রেকর্ডিং চলাকালীন গীতিকার মজরুহ সুলতানপুরি স্টুডিও ছেড়ে চলে যান।

Asha Bhosle-Piya tu ab to aaja: সম্প্রতি এক সাক্ষাৎকারে আশা ভোঁসলে জানিয়েছেন, তাঁর বেশ কিছু গান অল ইন্ডিয়া রেডিওতে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল। পিয়া তু আব তো আজা-র রেকর্ডিং চলাকালীন গীতিকার মজরুহ সুলতানপুরি স্টুডিও ছেড়ে চলে যান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

আশাহত আশা!

Asha Bhosle-Majrooh Sultanpuri: কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসল তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। 'পিয়া তু আব তো আজা', 'দম মারো দম', 'ইয়ে হ্যায় রেশমি জুলফোঁ কা অন্ধেরা'–এর মতো গান যুগে যুগে সমাদৃত। তবে কালজয়ী এই সকল গানের সাহসী ও আবেদনময় দৃশ্যপট সেই সময় বিতর্কের সৃষ্টি করেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে আশা ভোঁসলে জানিয়েছেন, তাঁর বেশ কিছু গান অল ইন্ডিয়া রেডিওতে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল।

Advertisment

আরও পড়ুন আজ 'আশা' নেই! কিংবদন্তী সংগীতশিল্পীর মৃত্যুর খবরে তোলপাড়, মুখ খুললেন ছেলে

রিপাবলিক ভারতকে দেওয়া সাক্ষাৎকারে আশা ভোঁসলে বলেন, তিনি একবার তাঁর স্বামী ও কিংবদন্তি সুরকার আরডি বর্মনকে প্রশ্ন করেছিলেন কেন সব সাহসী গান তাঁর জন্য রাখা হয় আর সমস্ত ভাল গান চলে যায় দিদি লতা মঙ্গেশকরের ঝুলিতে। তখন পঞ্চম দা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ১৯৭১ সালের কারভাঁ ছবির 'পিয়া তু আব তো আজা' গানটি দর্শক থেকে শ্রোতা, প্রত্যেকের মন জয় করবে।

Advertisment

আরও পড়ুন সাদা ক্রপ টপের উপর নীল অন্তর্বাস! ছবি প্রকাশ্যে আসতেই গায়িকার দিকে ধেয়ে এল তুমুল কটাক্ষ, দেখুন ছবি

আশা ভোঁসলে স্মৃতিচারণ করে বলেন, পিয়া তু আব তো আজা-র রেকর্ডিং চলাকালীন গীতিকার মজরুহ সুলতানপুরি স্টুডিও ছেড়ে চলে যান। লজ্জিত হয়ে তিনি বলেছিলেন, 'বেটি, আমি বাজে গান লিখেছি। আমার মেয়েরা বড় হয়ে যদি এই গান গায়...।' তবুও আশা ভোঁসলে গানটি গেয়েছিলেন। কারণ তাঁকে কথা দিয়েছিলেন আর গানের সুর ভাল লেগেছিল। কিন্তু গানটি এত জনপ্রিয় হবে সেটা ভাবিনি কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে।

আরও পড়ুন শেফালির নামে নিজেই রাখি বাঁধলেন ভাই! মনে মনে রাখিবন্ধন পালন সুশান্তের দিদি শ্বেতার

'পিয়া তু আব তো আজা'-র মতোই আশার কণ্ঠে আরও একটি হিট গান 'দম মারো দম'। এই গানটি নিয়েও তুমুল বিতর্ক হয়েছিল। সেই সময় অনেকেই মনে করেছিলেন এই গানের আড়ালে ধূমপান ও হিপ্পি সংস্কৃতিকে তোল্লাই দেওয়া হচ্ছে। সেই জন্য অল ইন্ডিয়া রেডিও গানটি নিষিদ্ধ করে এবং দূরদর্শন টেলিভিশনে ছবিটি প্রচারের সময় গানটি বাদ দেওয়া হয়।

আরও পড়ুন 'ওঁর বিয়ে ভেঙে...', ঠোঁটের ফিলার সরাতেই প্রকাশ্যে প্রেম কাহিনি, কার সঙ্গে প্রেম করছেন উরফি?

Asha Bhosle