Bonny Sengupta Health Update: উৎসবের মরশুমে বিপদে বনি, শুটিং সেটে পা কেটে রক্তারক্তি! কেমন আছেন অভিনেতা?

Bonny Sengupta Health: বানসারা-র শুটিং সেটে অ্যাকশন দৃশ্যে গুরুতর চোট পান বনি সেনগুপ্ত। প্রাথমিক চিকিৎসার পর এখন কেমন আছেন অভিনেতা? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন বনির মা পিয়া সেনগুপ্ত।

Bonny Sengupta Health: বানসারা-র শুটিং সেটে অ্যাকশন দৃশ্যে গুরুতর চোট পান বনি সেনগুপ্ত। প্রাথমিক চিকিৎসার পর এখন কেমন আছেন অভিনেতা? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন বনির মা পিয়া সেনগুপ্ত।

author-image
Kasturi Kundu
New Update
cats

কেমন আছেন বনি?

Bonny Sengupta Health Condition: বনি সেনগুপ্ত, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। সদ্য মুক্তি পেয়েছে বনির আপকামিং মুভি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর মোশন পোস্টার। প্রথমবার উইন্ডোজ প্রযোজনা সংস্থার ব্যানারে কাজ করেছেন। এছাড়াও পাইপলাইনে রয়েছে আরও একটি নতুন ছবি 'বানসারা'। এই ছবির শুটিংয়ের শেষ দিনে ঘটল বিপত্তি। অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে মারাত্মক চোট পান বনি। গোড়ালির বেশ কিছুটা অংশ কেটে যায়। প্রযোজনা সংস্থার প্রত্যেকে অ্যান্টিসেপটিক ওষুধ নিয়ে আসেন। এখন কেমন আছেন অভিনেতা?

Advertisment

আরও পড়ুন  কৌশানী মাকে সোনার হার দিয়েছে আর আমি প্রার্থনা করব দর্শক যেন আমার ছবি ভালবাসে: বনি

Advertisment

বর্তমানে শারীরিক অবস্থা কেমন তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে বনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোনে সাড়া না পেয়ে যোগাযোগ করা হয় বনির মা পিয়া সেনগুপ্তের সঙ্গে। তিনি জানান, 'এখন সুস্থ আছে। বড়মার দর্শন-শুটিং সব মিলিয়ে খুব ক্লান্ত। তাই এখন একটু বিশ্রাম নিচ্ছে। তবে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট হয়েছে বলে বড় কিছু ঘটেনি।' কালীপুজোর দিন কৌশানীর বাড়ির পুজোর দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে পালন করেছেন। পুজো মিটতেই কর্মজীবনে ফিরেছেন। সেই সঙ্গে কৌশানীকে নিয়ে  বড়মা-র দর্শনও করেছেন বনি। 

আরও পড়ুন 'সামনে দিয়ে একটা ছায়া চলে গেল আর কৌশানী...', ভূত চতুর্দশীতে ভৌতিক অভিজ্ঞতা ভাগ বনির

কলকাতার একটি গোডাউনে ছবির শুটিং চলছিল। বুধবার প্রায় মাঝরাত পর্যন্ত শুটিংয়ের পর বৃহস্পতিবার ছিল শেষ সিডিউল। সেখানেই আহত হয়েছেন বনি। প্রসঙ্গত, পুরুলিয়ার বহু জায়গায় সেট তৈরি করে বানসারার শুটিং করা হয়েছে। ঘন জঙ্গলের মধ্যে তৈরি হয়েছিল চল্লিশ ফুট উঁচু দেবীর মূর্তি।  'বড়োমা'র চরিত্রে দেখা যাবে ছোট পর্দার লক্ষ্মী কাকিমা অপরাজিতা আঢ্যকে। আর বনির চরিত্রের নাম অজিতেশ। বনদেবীর নাম অনুসারেই গ্রামের নামকরণ করা হয়েছে। গ্রামবাসীদের বিশ্বাস বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেন।

আরও পড়ুন '১৪ অক্টোবর কোর্টে ডেট ছিল আর আমরা...', শাশুড়ির মৃত্যু কী ভাবে জুড়ে দিল বাঙালি অভিনেত্রী রিয়ার ভাঙা সংসার?

Bonny Sengupta