Riya Ganguly: '১৪ অক্টোবর কোর্টে ডেট ছিল আর আমরা...', শাশুড়ির মৃত্যু কী ভাবে জুড়ে দিল বাঙালি অভিনেত্রী রিয়ার ভাঙা সংসার?

Riya Ganguly-Arindam chakraborty: স্বামী-স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তির আগমনে সংসারে ভাঙন। জল গড়িয়েছিল আদালত পর্যন্ত, কিন্তু শাশুড়ি মায়ের মৃত্যুতে কী ভাবে জুড়ল সম্পর্কের ভাঙা কাচ? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়।

Riya Ganguly-Arindam chakraborty: স্বামী-স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তির আগমনে সংসারে ভাঙন। জল গড়িয়েছিল আদালত পর্যন্ত, কিন্তু শাশুড়ি মায়ের মৃত্যুতে কী ভাবে জুড়ল সম্পর্কের ভাঙা কাচ? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়।

author-image
Kasturi Kundu
New Update
cats

ফিরে এলাম দূরে গিয়ে....

Riya Ganguly-Arindam chakraborty Reunited: গত বছরের শেষলগ্ন থেকেই বাঙালি অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের দাম্পত্যের অন্তর্কলহ হয়ে ওঠে বিনোদনের চর্চিত টপিক। ফেসবুক লাইভে আরও বিস্ফোরক রিয়া। অরিন্দমের সঙ্গে বৈবাহিক সুখ-শান্তি তছনছ করার নেপথ্যে জুনিয়র আর্টিস্ট রুমেলি গঙ্গোপাধ্যায়কে কাঠগোড়ায় তুলেছিলেন অভিনেত্রী। অভিযোগ আইনি বিচ্ছেদের আগেই রিয়ার স্বামীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়ি পর্যন্ত ছেড়েছিলেন অভিনেত্রী। কিন্তু শাশুড়ি মায়ের মৃত্যুর পর অরিন্দমের বিরুদ্ধে সেই অভিযোগের পাহাড় মুহূর্তে ভেঙে চুরমার। তিক্ততা-মান অভিমান ভুলে ধীরে ধীরে গলছে সম্পর্কের বরফ। শাঁখা-সিঁদুরে ফের চেনা ছন্দে ফিরেছেন রিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই ঝলক দেখে খুশি অনুরাগীরা।

Advertisment

শাশুড়ি মায়ের মৃত্যুতে কী ভাবে জোড়া লাগল ভাঙা সংসার? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রিয়া বললেন, 'শাশুড়ি মা মৃত্যুর দু-একমাস আগেও আমাকে ফিরে আসার কথা বলেছিলেন। কিন্তু, সেই সময় পরিস্থিতি এমন ছিল যে সম্ভব হয়নি। তখন আমাদের মধ্যে আইনি লড়াই চলছে। কিন্তু, ভাগ্যের এমন পরিহাস শাশুড়ি মায়ের ইচ্ছেটাই পূরণ হল কিন্তু, উনি দেখে যেতে পারলেন না। মাকে হারানোর পর অরিন্দম একদম একা হয়ে পড়েছিল। খুব কান্নাকাটি করছিল। সন্তানদের কাছে চাইছিল। সেই সময় আমিও ওঁর দিকটাই ভেবেছি।'

আরও পড়ুন কর্মহীন জীবন-চরম অর্থাভাবে দিন গুজরান, সত্য প্রকাশ্যে আনতেই সত্যমের জীবনে আশার আলো!

Advertisment

আরও বলেন, 'তখন যদি অরিন্দমের কাছে সন্তানদের না পাঠাতাম তাহলে ওঁর সঙ্গে অন্যায় করা হত। আমাকেও ফিরে আসতে বলেছিল। কিন্তু, এতদিনের ঘা একদিনে তো শুকিয়ে যায় না। তবে শ্বশুড়বাড়িতেই আছি, দুজনেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। শাশুড়ি মা-ই তো সংসারটা আগলে রেখেছিলেন। উনি চলে যাওয়ার পর যদি আমি হাল না ধরতাম তাহলে সংসারটা ভেসে যেত।' 

আরও পড়ুন গোল্লার প্রথম ভাইফোঁটায় উত্তেজিত তুহু আর আমার দুই বোন তো উপহারের জন্য বোনফোঁটা দেয়: মানসী

যাঁর জন্য অরিন্দম চক্রবর্তী স্ত্রী-সন্তান ছেড়ে চলে গিয়েছিলেন সেই তৃতীয় ব্যক্তি প্রসঙ্গে রিয়া জানান, 'ওই মেয়েটা তো এত সহজে ছেড়ে দেবে না। অরিন্দম ব্লক করে দিয়েছে তবুও নানাভাবে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাক আগামীতে কী হয়। সবচেয়ে মজার ব্যাপার, গত ১৪ অক্টোবর কোর্টে ডেট ছিল আর আমরা সেই সময় দুজনে একসঙ্গেই ছিলাম। আমি তাই অরিন্দমকে বলছিলাম, ভাগ্য কখন কোথায় নিয়ে যায় সত্যিই অনিশ্চিত। আমি তো বরাবরই সংসার করতে চেয়েছিলাম। সেই জন্যই জীবনকে দ্বিতীয় সুযোগ দিলাম।' 

আরও পড়ুন ভাই-বোনের সম্পর্ক জন্মগত, ভবিষ্যৎ-এ খারাপ ভাল হয় কিন্তু স্বামী-স্ত্রীর মতো ডিভোর্স হয় না: অন্নপূর্ণা

Riya Ganguly