Bhoot Chaturdashi-Bonny Sengupta: 'সামনে দিয়ে একটা ছায়া চলে গেল আর কৌশানী...', ভূত চতুর্দশীতে ভৌতিক অভিজ্ঞতা ভাগ বনির

Bonny Sengupta-Bhanupriya Bhooter Hotel: ভূত চতুর্দশীর দিনই প্রকাশ্যে ভৌতিক ঘরানার ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর মোশন পোস্টার। বনি সেনগুপ্তের কাছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রশ্ন, ছবির শুটিং চলাকালীন কোনও নেগেটিভ এনার্জি অনুভব করেছিলেন বা বাস্তবে কোনও ভৌতিক অভিজ্ঞতা?

Bonny Sengupta-Bhanupriya Bhooter Hotel: ভূত চতুর্দশীর দিনই প্রকাশ্যে ভৌতিক ঘরানার ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর মোশন পোস্টার। বনি সেনগুপ্তের কাছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রশ্ন, ছবির শুটিং চলাকালীন কোনও নেগেটিভ এনার্জি অনুভব করেছিলেন বা বাস্তবে কোনও ভৌতিক অভিজ্ঞতা?

author-image
Kasturi Kundu
New Update
cats

বনির মুখে 'তেনাদের 'কথা

Bonny Sengupta: ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডায় আসছে গা ছমছমে ভূতের গল্প। সৌজন্যে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। ভূত চতুর্দশীর দিনই প্রকাশ্যে ভৌতিক ঘরানার ছবির মোশন পোস্টার। ভূত চতুর্দশী মানে তো তেনাদের দিন। পোস্টেরেও রয়েছে ভয়ের আবহ। একটি প্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন আর সামনে দুই যুগল সোহম-মিমি ও স্বস্তিকা-বনি। হাস্যরস ও ভয়, এই দুইয়ের মিশেলে প্রথমবার ভৌতিক ঘরানার ছবি তৈরি করে প্রযোজনা সংস্থার আরও এক নতুন দিক উন্মোচন করে দিল উইন্ডোজ প্রোডাকশন। ভূত চতুর্দশীর দিন বনি সেনগুপ্তের কাছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রশ্ন ছিল ছবির শুটিং চলাকালীন কোনও নেগেটিভ এনার্জি অনুভব করেছিলেন?

Advertisment

বনি বলেন, 'সিনেমার গল্পের উপর ভিত্তি করেই তো জায়গা নির্বাচন করা হয়। তাই একটা ভয়ের আবহ কিন্তু থাকেই। সকলের মাঝে বা যখন শুটিং চলে তখন হয়ত সেটা বোঝা যায় না কিন্তু, প্যাক আপের পর একবার হলেও মনের ভিতর একটা অজানা ভয় কাজ করে। যদিও ভানুপ্রিয়া ভূতের হোটল-এ কাজ করতে গিয়ে কোনও ভূতুরে কাণ্ড চাক্ষুস করিনি। তবে ব্যক্তিগতজীবনে আমার এমন অভিজ্ঞতা আছে।' ইন্দোনেশিয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রাত তিনটে নাগাদ কী ঘটেছিল বনি-কৌশানীর সঙ্গে?

আরও পড়ুন 'শাঁখা-সিঁদুর পরে পূর্ণ সাজে মায়ের সামনে দাঁড়াব', কালী পুজোর আনন্দের মাঝে আবেগপ্রবণ মল্লিকা

Advertisment

সেই ভয়ংকর রাতের অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে বনি জানান, 'একবার বন্ধুদের দশ জনের একটা গ্রুপ ইন্দোনেশিয়া-বালি ঘুরতে গিয়েছিলাম। সেখানেই একটা ভিলায় সকলে উঠেছিলাম। ওদের রুমগুলো পরপর ছিল আর আমার-কৌশানীর রুমটা একটু কোণার দিকে। প্রথমদিন সবাই খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে হঠাৎ করেই আমার সামনে একটা ছায়া। মনে হল কেউ একজন হেঁটে চলে গেল। আমি সেই ছায়ার পিছনটাই দেখতে পাই। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠি।'

আরও পড়ুন শুধুই সিনেমার স্বার্থে বড়মা দর্শন নাকি মন থেকে ঈশ্বরভক্তি? কী বলছেন 'কিশোরী' ইধিকা?

 এরপর কী হয়েছিল? অভিনেতার সংযোজন, 'আমার চিৎকার শুনে কৌশানীও জেগে যায়। ও আমাকে বারবার বলছিল, তুমি কাকে বলছো? আমি যখন সবটা বললাম তখন কৌশানীও বলল অনেকক্ষণ ধরে একটা শব্দ পেয়েছে। ঘড়িতে তখন রাত তিনটে। কিছু তো একটা নিশ্চয়ই ছিল, না হলে ও আওয়াজ পেত না আর আমিও ওইরকম অদ্ভুত কিছু দেখতে পেতাম না। আজও বুঝতে পারি না সেদিন ওখানে কী ছিল। আমি ভূতে প্রচণ্ড ভয় পাই সেরকম নয়, তবে নেগেটিভ এনার্জি আছে সেটা বিশ্বাস করি।' 

আরও পড়ুন কৌশানী মাকে সোনার হার দিয়েছে আর আমি প্রার্থনা করব দর্শক যেন আমার ছবি ভালবাসে: বনি

Bhoot Chaturdashi Bonny Sengupta