/indian-express-bangla/media/media_files/2025/10/19/cats-2025-10-19-13-42-06.jpg)
ইধিকার ঈশ্বরভক্তি
Idhika Paul-Kali Puja: 'রিমলি'-তে ইভিনয়ের মাধ্যমে বাংলা মেগার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন ইধিকা পাল। এরপর বড় পর্দায় বিগ ব্রেক। শাকিবের 'প্রিয়তমা' থেকে মেগাস্টার দেবের কিশোরী-সৌদামিনী হয়ে নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার লড়াই চালাচ্ছেন ইধিকা। ব্লকবাস্টার মুভি খাদান-এর মুক্তির আগে বড়মার আশীর্বাদ নিতে নৈহাটি পৌঁছেছিল সিনেমার কলাকুশলীরা। রঘু ডাকাতের ক্ষেত্রেও দেখা গিয়েছে সেই একই ছবি। আজকাল অনেক বাংলা ছবি মুক্তির আগেই বড়মার আশীর্বাদ নিতে পৌঁছে যায় পুরো টিম। শুধু সিনেমার সাফল্যেই বড়মা দর্শন নাকি বাস্তবে ঠাকুরভক্ত ইধিকা?
আরও পড়ুন কৌশানী মাকে সোনার হার দিয়েছে আর আমি প্রার্থনা করব দর্শক যেন আমার ছবি ভালবাসে: বনি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'না না শুধু সিনেমার সাফল্য কামনায় ভগবানের কাছে যাই এমনটা নয়। আমি মন থেকে ভগবানে বিশ্বাসী। এটাও ঠিক প্রচণ্ড পরিমানে ভগবানে বিশ্বাসী, সারাদিন পূজো করছি এমনটা নয়। তবে এটাও ঠিক আমি নাস্তিকও নই। ভগবানের আশীর্বাদ ছাড়া জীবনে এগিয়ে যাওয়াও খুব সহজ নয় বলেই আমি মনে করি।' একের পর এক ছবি হিট। তাই এবারে মায়ের কাছে কী চাইবেন ইধিকা? অভিনেত্রীর সংযোজন, 'আগামী দিনে আরও ভাল ছবি যেন দর্শককে উপহার দিতে পারি। মা সকলকে সুস্থ রাখুক।'
আরও পড়ুন প্রতিহিংসায় জ্বলছে চোখ! ঠিক যেন গিলে খাবেন, এ কী হাল বাঙালি অভিনেত্রীর!
স্বপ্নপূরণ হলে অনেকেই ভগবানকে কিছু উপহার দেয়। সেই পথের পথিক ইধিকা পালও? তাঁর যুক্তি, 'ভগবান আমাকে যা দিয়েছেন সেই তুলনায় বিচার করে উপহার দেওয়ার ক্ষমতা আমার সত্যিই নেই। কারণ আমার মনে হয় আমি যা পেয়েছি সেই হিসেব করে ভগবানকে কিছু দেওয়া সম্ভবই নয়। শুধু যেটা দিতে পারি অন্তরের ভক্তি আর কৃতজ্ঞতা।' ইধিকার সংযোজন, 'আমার বাড়ি থেকে প্রতিবার মাকে কিছু না কিছু দেওয়া হয়।' এবছর দীপাবলিতে কী প্ল্যান কিশোরী ইধিকার? বাড়িতে সকলের সঙ্গে আনন্দ করেই কাটবে। সেই সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া, বাজি পোড়ানো।
আরও পড়ুন 'কিশোরী হয়ে যা শুধু আমারই' বলে প্রেমের প্রস্তাব পেলেন 'প্রিয়তমা'? ইধিকা বললেন...