Bengali Actor Car Accident: ঠাকুরপুকুরের ঘটনায় টলিপাড়ার বুকে সাংঘাতিক শোরগোল। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির নানা কান্ডকীর্তি নিয়ে প্রশ্ন উঠছে। কেউ কেউ তো এই ইন্ডাস্ট্রির মানুষদের উশৃঙ্খল জীবন যাত্রা নিয়েও প্রশ্ন তুলেছেন। পানশালায় নেশায় মত্ত ইন্ডাস্ট্রির তারকারা, এবং সেখান থেকেই শুরু হল সর্বনাশের। নিজেদের উত্তেজনা এবং উন্মত্ততার চোটে পথচারীকে মেরে ফেললেন ভিক্টো। তারপর থেকেই শুরু হয়েছে ভয়ঙ্কর সমালোচনা। যদিও...
ইন্ডাস্ট্রির বুকে এহেন ঘটনা আগেও ঘটেছে। কেউ কেউ তো প্রাণ হারিয়েছেন গাড়ি দুর্ঘটনায়, আবার কেউ কেউ গাড়ি দুর্ঘটনায় কারণে চূড়ান্ত মাত্রায় ফেঁসেছেন। সেই তালিকা নেহাতই লম্বা! কিন্তু, শেষ কিছু কান্ড যা আজও মনে রয়ে গিয়েছে বহু মানুষের, আলোচনার বিষয় ছিল সেগুলি। হিট এন্ড রানের এই কেসগুলি নাড়িয়ে দিয়েছিল টলিপাড়াকে। তাঁর রেশ কমতে না কমতেই এই ঘটনা। চলুন, ফিরে দেখা যাক এমন কিছু মর্মান্তিক ঘটনাকে, যেগুলি ইন্ডাস্ট্রিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল।
১. বিক্রম এবং সোনিকা: সালটা ২০১৭.. বিক্রম চট্টোপাধ্যায় এর জীবন ঘুরে যায় এক রাতেই। অভিনেতা সাহেব ভট্টাচার্যের তৎকালীন প্রেমিকা সোনিকা চৌহানকে গাড়ি দুর্ঘটনায় মেরে ফেলার অভিযোগে বিক্রম চট্টোপাধ্যায়কে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। রাসবিহারী এলাকায় এই ঘটনা ঘটে। বিক্রম যিনি গাড়ি চালাচ্ছিলেন, তিনি আঘাত পান এবং বেশ কিছু জায়গায় গুরুতর চোট লাগে। তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ লাগানো হয়, তাঁর মধ্যে অন্যতম অনিয়ন্ত্রিত গাড়ি চালানো। সেই গাড়িটি ধাক্কা খায়, এবং উল্টেও যায়। গোপন সূত্র দাবি করেছিল, তাঁরা বিক্রমকে নেশা করতেও দেখে পানশালায়।
২. সম্রাট মুখোপাধ্যায়: কিছুমাস আগেই ঘটে এই ঘটনা। সূত্রের মারফত খবর ছিল, যে সম্রাট মুখোপাধ্যায় নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, এবং সৌভিক হালদার নামক এক ব্যক্তিকে ধাক্কা মারেন তিনি। এরপরই তাঁকে জেল হেফাজতে নেওয়া হয়। ভিকটিমকে তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
শুধু যে নিজেরা গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছেন এমন না, বরং এমন মানুষও আছেন, যারা গাড়ি দুর্ঘটনার শিকার। প্রাণ গিয়েছে এমন অনেক তারকার। সেই দুঃখ সত্যিই ভোলার নয়। বাঙালি, এমন কিছু শিল্পীকে পথদুর্ঘটনায় হারিয়েছে, যা আজও কাঁটার মত বিঁধে। সেই সময়গুলো ভয়ঙ্কর কেটেছে সকলের।
কালিকাপ্রসাদ ভট্টাচার্য: দোহার মানেই কালিকা প্রসাদ। লোক সঙ্গীতের মাধ্যমে মানুষের মন জয় করেছিলেন। হুগলির গুরাপেই পথ দুর্ঘটনায় চলে যান তিনি। গাড়ির চাকা খুলেই সাংঘাতিক ঘটনা ঘটে এবং তারপরই কালিকার মৃত্যু হয়।
পীযূষ গাঙ্গুলি: এই দিনের শোক সত্যিই ভোলার নয়। ২০১৫ সালে মানুষের ঘুম ভেঙেছিল এই খবরে। হাওড়ার কাছে এক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি দেন পীযূষ গঙ্গোপাধ্যায়। তারপর ইন্ডাস্ট্রিতে নেমে আসে শোকের ছায়া। অভিনেতা তাঁর অভিনয়ের মাধ্যমে বহু মানুষকে মুগ্ধ করেছিলেন, কিন্তু এত তাড়াতাড়ি যে চলে যাবেন এমনটা ভাবতে পারেননি কেউই।