Jaayjeet Car Accident: 'এই যাত্রায় নামের আগে LATE...', কী ভাবে ভয়ংকর গাড়ি দুর্ঘটনার কবলে জয়জিৎ? কেমন আছেন অভিনেতা?

Jaayjeet Banerjee Car Accident: শনিবার ভয়ংকর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বরাতজোরে প্রাণে বেঁচেছেন। কী ভাবে ঘটল এই দুর্ঘটনা, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন অভিনেতা।

Jaayjeet Banerjee Car Accident: শনিবার ভয়ংকর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বরাতজোরে প্রাণে বেঁচেছেন। কী ভাবে ঘটল এই দুর্ঘটনা, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন অভিনেতা।

author-image
Kasturi Kundu
New Update
cats

কেমন আছেন অভিনেতা?

Jaayjeet Banerjee: বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেতা। বিগত বেশ কয়েকদিন ধরেই শহরের বাইরে পারিবারিক সময় কাটানোর সুন্দর মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন জয়জিৎ। পুরীর জগন্নাথ মন্দির থেকেও শেয়ার করেছিলেন একগুচ্ছ ছবি। এরপর ভাইজ্যাকের উদ্দেশে রওনা দেন জয়জিৎ। সঙ্গে ছিলেন বাবা, মা ও ছেলে। বাড়ি ফেরার পথেই ভয়ংকর দুর্ঘটনার কবলে অভিনেতার গাড়ি।

Advertisment

শনিবার সেই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছিলেন। পরে অবশ্য তা সরিয়ে দেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জয়জিৎ জানান, এই ঘটনার পর সকলেই ফোন করে খবর নিচ্ছিলেন। কিন্তু, তখন ওই অবস্থায় কথা বলতে খুব সমস্যা হচ্ছিল। তাই সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই পোস্টটি সরিয়ে দিতে বাধ্য হন। 

আরও পড়ুন 'যদি কেউ বিষ মেশায় তাই ডিম ছাড়া...'! পরভিনের ভয়ংকর মানসিক পরিণতি নিয়ে মুখ খুললেন পূজা

Advertisment

সারাদিনের ধকল সামলে রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ফেরার জন্য ট্রেন ধরেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে জয়জিৎ বলেন, 'একটা লড়ি ওভারটেক করতে গিয়ে আমাদর গাড়িটাকে বাঁদিকে খুব জোরে চেপে দেয়। গাড়ির ডিভিসারে লেগেছে। অনেক বড় অঘটন ঘটতে পারত। তবে ভগবানের আশীর্বাদে এই যাত্রায় সকলে বেঁচে গিয়েছি। ভাগ্য ভাল যে আমার নামের আগে LATE বসেনি। সকাল দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। আমরা প্রত্যেকে অক্ষত আছি। কোনওরকম চোট-আঘাত নেই।' 

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে জয়জিৎ লিখেছেন, 'যা বুঝলাম আমার নামের আগে late লাগতে late আছে। 
দুর্ঘটনার পোস্টটা মুছে দিয়েছিলাম তার কারণ আমাদের ভালোবাসার মানুষদের থেকে প্রচুর ফোন আসছিল। তখন অনেক গুলো গুরুত্বপূর্ণ কাজ ছিল। সব্বাইকে অন্তর থেকে প্রণাম।' পোস্টের শেষে করজোড়ের ইমোজি দিয়ে প্রণাম বুঝিয়েছেন জয়জিৎ। 

আরও পড়ুন গয়নার লোভে যৌনকর্মীর ছদ্মবেশে পাওলির নারীহত্যা, ZEE 5-এ আসছে শিহরণ জাগানো বাস্তবের গল্প 'গণশত্রু'

লাস্ট বাট নট ইন লিস্ট, গাড়িতে ছিলেন না জয়জিতের স্ত্রী। কয়েকমাস ধরেই অভিনেতার বৈবাহিক জীবন নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন। যদিও জয়জিৎ বা তাঁর স্ত্রী শ্রেয়া বিচ্ছেদের খবর বারবারই ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। এর আগেও একটি ট্রিপে শ্রেয়ার দেখা না পেয়ে তাঁদের দাম্পত্যে দূরত্ব নিয়ে চর্চা হয়েছিল। সেই সময় অবশ্য জয়জিৎ এই গুজব নাকোচ করে দিয়েছিলেন। 

আরও পড়ুন 'সিনেমার শুটিংয়ের মাঝে কুসুম-র প্রস্তাব আসে', তানিষ্কার বলিউড জার্নির অজানা কাহিনি শোনালেন মা

accident Jaayjeet Banerjee