/indian-express-bangla/media/media_files/2025/10/23/cats-2025-10-23-17-50-37.jpg)
আশার আলো
Satyam Majumder New Work: অভিনয় জগৎয়ের সঙ্গে জড়িত শিল্পীদের জীবন বড়ই অনিশ্চিত। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কম-বেশি সকলেরই একই বক্তব্য। কাজ না থাকলে চরম অর্থাভাবের মধ্যে দিয়ে দিন কাটে। লাইট-ক্যামেরা-অ্যাকশনের চাকচিক্যের অন্তরালে থাকে সেই কঠিন লড়াইয়ের গল্প। সম্প্রতি জগদ্ধাত্রীর দাপুটে পুলিশ অফিসার সাধু বাটোয়াল ফেসবুকে নিজের দৈনদশা নিয়ে লিখতে বাধ্য হয়েছেন, যদি একটা কাজ পাওয়া যায়। এই ঘটনার কয়েকদিন পর আরও একটি পোস্ট। আগামীর জন্য প্রত্যাশায় বুক বাঁধছেন অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে এই প্রসঙ্গে কী জানালেন সত্যম?
তিনি বলেন, 'ফেসবুকে পোস্টটি দেওয়ার পর একটি নতুন প্রযোজনা সংস্থার তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। আমি ওদের অফিসে গিয়েছিলাম। প্রাথমিক কথাবার্তা হয়েছে। এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। একটা শর্ট ফিল্মে কাজের জন্য আমার সঙ্গে কথা হয়েছে। ওই প্রযোজনা সংস্থা ওটিটি প্ল্যাটফর্মও লঞ্চ করার পরিকল্পনা করছে। এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমি নতুন আশায় বুক বেঁধেছি। সফল হলে সুখবর নিজেই জানাব।'
আরও পড়ুন ভিডিও কলে ভাতৃদ্বিতীয়া উদযাপন, কেমন হল রিধিমার ভার্চুয়াল ভাইফোঁটা? দেখুন ছবি
নতুন কাজ প্রসঙ্গে বিশদে আর কিছু না বললেও একটি বিষয় স্পষ্ট করেছেন, যাঁরা স্বাধীনভাবে ছবি তৈরি করেন তাঁদের মধ্যে বেশ কয়েকজন সত্যমের সঙ্গে যোগাযোগ করেছেন। অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশ করলেও বাধ সাধে প্রযোজক। কারণ স্বাধীন পরিচালকদের প্রযোজকের জন্য বেশ খানিকটা অপেক্ষা করতে হয়। অন্য কিছুটা আক্ষেপের আরও একটি কথা বলেছেন সত্যম মজুমদার। তাঁর ফেসবুক পোস্ট দেখেই টলিপাড়া থেকে কোনও সাড়া মেলেনি।
আরও পড়ুন সোনাদানা বন্ধক-কাঁধে ঋণের বোঝা! সস্তার চাল-ডাল খেয়ে দিন গুজরান জগদ্ধাত্রীর 'সাধু দা' সত্যমের
তবে স্নেহাশিষ চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'পরিনীতার একটি স্পেশাল এপিসোডের জন্য আমাকে স্নেহাশিষ দা ডেকেছিলেন। কিন্তু, সেটা সম্ভব হয়নি। কারণ ওখানে একটা দৃশ্য ছিল জগদ্ধাত্রী হাতেনাতে ডাকাত ধরেছে। আর সেই ডাকাতের চরিত্রের জন্যই আমাকে বলেছিল। কিন্তু, আমি যেহেতু জগদ্ধাত্রীতে পুলিশ অফিসার হয়েছিলাম তাই আমাকেই ডাকাত বানালে সেটা দর্শক ভালভাবে নাও নিতে পারে। সেই জন্যই শেষ পর্যন্ত কাজটা আর করা হয়নি।'
আরও পড়ুন গোল্লার প্রথম ভাইফোঁটায় উত্তেজিত তুহু আর আমার দুই বোন তো উপহারের জন্য বোনফোঁটা দেয়: মানসী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us