Manosi Sengupta-Bahi Phonta: গোল্লার প্রথম ভাইফোঁটায় উত্তেজিত তুহু আর আমার দুই বোন তো উপহারের জন্য বোনফোঁটা দেয়: মানসী

Bahi Phota 2025: দুই লক্ষ্মীছানার প্রথম ভাইফোঁটা ঘিরে উত্তেজিত সেলেব মম মানসী সেনগুপ্ত। নিজের ভাই নেই তাই সন্তানদের মধ্যে দিয়েই সেই আনন্দের রসদ খুঁজে পাওয়ার চেষ্টা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে মন কি বাত শেয়ার করলেন অভিনেত্রী।

Bahi Phota 2025: দুই লক্ষ্মীছানার প্রথম ভাইফোঁটা ঘিরে উত্তেজিত সেলেব মম মানসী সেনগুপ্ত। নিজের ভাই নেই তাই সন্তানদের মধ্যে দিয়েই সেই আনন্দের রসদ খুঁজে পাওয়ার চেষ্টা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে মন কি বাত শেয়ার করলেন অভিনেত্রী।

author-image
Kasturi Kundu
New Update
cats

মিষ্টি মুহূর্ত

Manosi Sengupta Babies Bahi Phota: বাংলা মেগার অন্যতম পরিচিত মুখ মানসী সেনগুপ্ত। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে 'রানী ভবানী' ধারাবাহিকে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী। জীবনের হাসি-আনন্দের মুহূর্তগুলোকে সকলের সঙ্গে ভাগ করে নেন মানসী। কর্মজীবন থেকে ব্যক্তিগতজীবনের নানা মুহূর্ত শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। মানসীর বাড়ির কালীপুজোর খুটিনাটিও রয়েছে নেটভুবনে। এবার পালা ভাইফোঁটার। প্রথমবার মানসীর মেয়ে তুহু তার ছোট্ট ভাই গোল্লাকে ভাইফোঁটা দেবে। দুই লক্ষ্মীছানার প্রথম ভাইফোঁটা ঘিরে উত্তেজিত সেলেব মম মানসীও। নিজের ভাই নেই তাই সন্তানদের মধ্যে দিয়েই সেই আনন্দের রসদ খুঁজে পাওয়ার চেষ্টা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে মনের কথা উজার করে দিলেন অভিনেত্রী।

Advertisment

আরও পড়ুন পঞ্চব্যঞ্জনে জমজমাট সাধের অনুষ্ঠান, হালকা সাজে 'সুপারকুল' মম টু বি মানসী

ছেলের বয়স মাত্র ছ'মাস। তাই রীতিমেনে ভাইফোঁটা না হলেও কাজল দিয়ে ছোট্ট সোনাকে ফোঁটা দেবে দিদি। আর কী কী হবে এই বিশেষ দিনে?  ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে মানসী বলেন, 'কাজল দিয়ে তুহু ওর ভাইকে ফোঁটা দেবে। প্রথমবার ফোঁটা দিচ্ছে তাই দারুণ উত্তেজিত। কাল থেকে ভাইফোঁটার মন্ত্র মুখস্থ করেছে।' দুই খুদে পরস্পরকে কী উপহার দিচ্ছে? মানসী বলেন, 'তুহুকে গোল্লা একটা তবলা উপহার দিয়েছে। ও তো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজায়। তবলাটা ছিল না, তাই ভাইফোঁটায় এটাই দিদির জন্য ভাইয়ের পারফেক্ট গিফ্ট। তুহু-ও গোল্লার জন্য একটা সুন্দর ড্রেস কিনেছে।'

Advertisment

আরও পড়ুন 'ভেবেছিলাম ফ্লোর থেকেই...', দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে কী বললেন মানসী?

গোলাকে আরও একজন ভাইফোঁটা দেবে। নিম ফুলের মধুতে মানসীর রিল লাইফ স্বামী উজ্জ্বল মালাকারের মেয়ে। অভিনেত্রীর সংযোজন, 'আমার খুব ভাল লাগে ভাই বোনের বাড়িতে যাবে। তাই উজ্জ্বলের বাড়িতে নিয়ে যাব। ওঁর মেয়ে গোলাকে ফোঁটা দেবে।' অনুষ্ঠান-আচা আচরণ, উপহার সব তো হল এবার আসা যাক ভাইফোঁটার ভুরিভোজ প্রসঙ্গে।

আরও পড়ুন সোসাইটির চাপিয়ে দেওয়া কোনও নিয়ম আমি ফলো করতে রাজি নই: মানসী সেনগুপ্ত

আজ ছোট্ট গোল্লা কী খেল? মানসী হাসতে হাসতে বললেন, 'আমাদের জন্য ভাত, ডাল, আলুভাজা, মটন। আর গোল্লার জন্য ভাত, আপেল-গাজরসিদ্ধ।' ভাইফোটার আরও এক মজার ঘটনা শেয়ার করেন মানসী। তিনবোন পরস্পরকে বোনফোঁটা দেন। তবে বোনফোঁটা নাকি পুরোটাই মানসীর থেকে দুই বোনের উপহার নেওয়ার বাহানা। 

Bhai Phonta 2025 Manosi Sengupta