/indian-express-bangla/media/media_files/2025/10/18/cats-2025-10-18-13-57-56.jpg)
ধনতেরসের প্রথম অভিজ্ঞতা
Punjabi Bahu Payel Deb Dhanteras Celebration: দিনটা ছিল ২০২৪-এর ৫ ডিসেম্বর। লাল টুকটুকে বেনারসি, কপালে চন্দনের কল্কা, গা ভর্তি গয়না, মাথায় শোলার মুকুট পরে কনের সাজে নজর কেড়েছিলেন 'রাঙা বউ'-এর সীমন্তিনী ওরফে পায়েল দেব। বাঙালি বধূর হাতে যেমন ছিল শাঁখা-পলা তেমনই ছিল চূড়া। পঞ্জাবি ঘরানার রীতি মেনেই পঞ্জাবি ব্যবসায়ী শিখরের সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন টেলি ক্যুইন পায়েল দেব। পঞ্জাবি বধূ পায়েল ইতিমধ্যেই প্রথম করওয়া চৌথের অভিজ্ঞতা সঞ্চার করেছেন। এবার পালা অবাঙালি পরিবারে ধনতেরস কী ভাবে উদযাপন হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানালেন অভিনেত্রী ও শিখর ঘরনি পায়েল দেব?
তিনি বলেন, 'বিয়ের পর প্রথম বছর সব কিছুই আমার কাছে নতুন। বাঙালি পরিবারের রীতিগুলো নিজে হাতে পালন না করলেও ছোট থেকে দেখেই তা রপ্ত হয়ে যায়। কিন্তু, অবাঙালি পরিবারের নিয়মগুলো আমার কাছে একদমই নতুন। তাই এই বছর আমি সব ভাল করে দেখে নিচ্ছি। আর শাশুড়ি মা বলে দিচ্ছেন। সন্ধ্যাবেলা ধনতেরসের নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে লক্ষ্মী-গণেশ নিয়ে আসা হবে। আজ থেকে তিন দিন আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্না হবে। অর্থাৎ শনি, রবি আর সোম এই তিনদিন।'
আরও পড়ুন বাঙালি মেয়ে পঞ্জাবি পরিবারের বধূ, বিয়ের পর প্রথম করওয়া চৌথে কোন নিয়ম পালনে চিন্তিত পায়েল?
আরও বলেন, 'আজ ১৩ প্রদীপ জ্বালানো হবে আর কাল ১৪ বাতি। বাড়ির মেয়ে-বউরা সকলে মিলে প্রদীপ জ্বালাবে। আজকের দিনে বেসনের লাড্ডু বানানো হবে। আমি এই বছর দেখব কী ভাবে বানানো হয়। পরের বছর নিজের হাতে করব। সন্ধ্যাবেলা ধনতেরসের শুভ সময়ে বেরিয়ে আমরা সবাই কিছু একটা কিনে আনব।' বিয়ের প্রথম বছরে ধনতেরস উপলক্ষে বিশেষ কোনও উপহার পেলেন পায়েল?
আরও পড়ুন লাল বেনারসি-চন্দনের কল্কায় নববধূ, পঞ্জাবি প্রেমিক শিখরের সঙ্গে শুভ পরিণয় পায়েলের
এই প্রসঙ্গে অভিনেত্রীর সংযোজন, 'সাত মাস আগেই বিয়ে হয়েছে। সেই সময় মনের মতো সব জিনিস কিনে নিয়েছি। তাছাড়া পঞ্জাবি পরিবারে বিয়ে করে একটা জিনিস দেখলাম। শুধু বাঙালিদের বারো মাসে তেরো পার্বন নয়, অবাঙালিদের তো উৎসবের বহর আরও বেশি। তাই আবাদা করে আর উপহারের প্রয়োজন হয় না। কিছু না কিছু আসতেই থাকে।' বাঙালি পরিবারের মতো অবাঙালি পরিবারেও ঝাঁটা কেনার রীতি আছে? পায়েল বলেন, 'শাশুড়ি বলেছেন ঝাঁটা লক্ষ্মী। আজকের দিনে ঝাঁটায় পা লাগানো যাবে না। সন্ধ্যাবেলা লক্ষ্মী-গণেশের পুজো, কেনাকাটার পর নিয়মগুলো আরও ভালভাবে ভুঝতে পারব।'
আরও পড়ুন গায়ে হলুদে পায়েল-শিখরের টুইনিং, ছবি শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসলেন হবু দম্পতি