Mandarmani Kidnapping: মন্দারমণি বিচে হাড়হিম করা ঘটনা, ফিল্মি কায়দায় বন্দুক ঠেকিয়ে বাঙালি পরিচালককে অপহরণ

Music Director Kidnapped: মন্দারমণির সি-বিচ থেকে অপহরণ করা হল এক বাঙালি পরিচালককে। মিউজিক ভিডিও শুট করতে গিয়েই ঘটেছে এই মারাত্মক ঘটনা। কী বলছে প্রত্যক্ষদর্শী?

Music Director Kidnapped: মন্দারমণির সি-বিচ থেকে অপহরণ করা হল এক বাঙালি পরিচালককে। মিউজিক ভিডিও শুট করতে গিয়েই ঘটেছে এই মারাত্মক ঘটনা। কী বলছে প্রত্যক্ষদর্শী?

author-image
Debanjana Maity
New Update
cats

বাঙালি পরিচালক অপহরণ

Music Director Kidnapped From Mandarmani: টিকিট কেটে বা টাকা খরচ করে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করে থ্রিলার মুভি বা সিরিজের স্বাদ আস্বাদন করে দর্শক। কিন্তু, যখন সিনেমার পর্দার সেই চেনা ছবি বাস্তবে কারও জীবনে ঘটে যায় তখন? লাল কাঁকড়ার বিচে মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে সেইরকমই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন পরিচালক শ্রীকান্ত জার (প্রিন্স)। কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে বন্দুক দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় শ্রীকান্তকে।

Advertisment

আরও পড়ুন 'যাঁরা সন্তানহারা হয়েছেন...', ঢাকা বিমান দুর্ঘটনায় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা পাক অভিনেত্রীর

বিন্দুমাত্র বিলম্ব না করে টিমের সদস্যরা মন্দারমণি থানায় অভিযোগ দায়ের করেছেন। ফিল্মি কায়দায় পরিচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে মন্দারমণি থেকে অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে মন্দারমণি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, তিনদিন আগে কলকাতা থেকে মিউজিক অ্যালবাম শ্যুটের জন্য ১৬জনের একটি টিম মন্দারমনিতে এসেছিল।

Advertisment

আরও পড়ুন 'মায়ের বিকল্প কিছু হয় না', কাছের মানুষকে হারানোর যন্ত্রনায় কাতর সানা খান

বৃহস্পতিবারই তাঁদের কলকাতায় ফেরার কথা ছিল। আচমকা সেই দিনই সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ একটি প্রাইভেট গাড়িতে কয়েকজন এসে ওই টিমের মধ্যে পরিচালক শ্রীকান্ত জার (প্রিন্স) কে বন্দুক ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায়। মন্দারমণি থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

আরও পড়ুন লিপ ফিলারের পর চোখ-মুখ ফুলে ঢোল! কটাক্ষের মাঝে নতুন ছবি পোস্ট করে কী বার্তা উরফির?

 স্থানীয় দোকানদার শংকর মন্ডল জানান, 'গতকাল বিকেল থেকে কয়েকজন দোকানের আশেপাশে ঘোরাঘুরি করছিল। হঠাৎ দেখলাম একটি ছেলেকে টানতে টানতে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। ওদের হাতে বন্ধুক ছিল, তাই ভয়ে কেউ কাছে যেতে পারেনি। একটি ছোট গাড়িতে তুলে নিয়ে গিয়ে কাঁথির দিকে চলে যায়৷ তারপর শুটিংয়ের অন্যান্যরা ছুটে আসেন। পুলিশকেও খবর দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা আগে এই এলাকায় কখনও ঘটেনি। আমরা এই ঘটনায় সত্যিই খুব আতঙ্কিত হয়ে পড়েছি।'

আরও পড়ুন 'শ্বশুরের প্রশ্রয়ে রক্ষিতাকে নিয়ে...', স্বামীর খুল্লামখুল্লা পরকীয়া নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী

Bengali News Today Mandarmani