/indian-express-bangla/media/media_files/2025/09/21/cats-2025-09-21-17-46-13.jpg)
গঙ্গা বক্ষ থেকে মহালয়ায় দেবী চৌধুরানীর প্রচারের ঝলক
Prosenjit Chatterjee-Srabanti Chatterjee: ২১ সেপ্টেম্বর হয়ে গেল দেবীপক্ষের সূচনা। শারদীয়ার আকাশে সাদা মেঘের আনাগোনা। মাঝেমধ্যে অবশ্য তাল কাটছে। আকাশের মুখ ভার হচ্ছে। তবে সব কিছু উপেক্ষা করেই চলছে পুজোর ছবির প্রচার। আগামী ২৬ সেপ্টেম্বর বিগ স্ক্রিনে মুক্তির অপেক্ষায় শুভ্রজিৎ মিত্র পরিচালিত ও ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছবি 'দেবী চৌধুরানী'। ২০ সেপ্টেম্বর সকাল থেকেই ভারি বৃষ্টি। যদিও দুপুর গড়িয়ে বিকেল হতেই পরিস্কার আকাশ। আর এই মেঘ-রোদ্দুরের লুকোচুরির মাঝেই গঙ্গা বক্ষে টিম দেবী চৌধুরানীর জাঁকজমকপূর্ণ 'জলযাত্রা'-র ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল তিলোত্তমা।
বহুল প্রতীক্ষিত 'জলযাত্রা'-য় দেবী চৌধুরানী টিমের আয়োজনে শহরজুড়ে যেন উৎসবের আমেজ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় সহ প্রত্যেকের উপস্থিতি এই অনুষ্ঠানকে পৌঁছে দিয়েছিল অন্য মাত্রায়। মিলেনিয়াম পার্কের (গেট নং ১) ঘাট থেকে বর্ণাঢ্য যাত্রা শুরু হয়, যা বাংলার ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠে। ঢাকের তালে তাল মিলিয়ে আনন্দে মেতে ওঠেন কলাকুশলীরা। এই বর্ণাঢ্য যাত্রা শেষ হয় আহিরিটোলা ঘাটে। যেখানে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আহিরিটোলা ঘাট থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং বিবৃতি চট্টোপাধ্যায় হুড খোলা জিপে শোভাযাত্রার নেতৃত্ব দেন। ভক্ত-দর্শকদের ভালবাসায় তাঁরা এগিয়ে যান পূজো মণ্ডপের উদ্দেশে। উষ্ণ অভ্যর্থনা ও করতালিতে উৎসবের উন্মাদনা ও সাংস্কৃতিক আবেগের আবহে তারকা তকমা সরিয়ে মিলেমিশে একাকার প্রসেনজিৎ-শ্রাবন্তী-বিবৃতি।
আরও পড়ুন রংমিলান্তি পোশাকে শহর ঘুরে দেবী চৌধুরানীর প্রচার, 'জয় ভৈরবী যাত্রা'-য় ঘোড়সওয়ার প্রসেনজিৎ-শ্রাবন্তী
এই উদ্যোগ অনুষ্ঠানকে ঐতিহাসিক পর্যায়ে নিয়ে যায় আর কলকাতার ঘাট জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মহালয়ার দিন প্রিয়জনদের সঙ্গে নিয়ে 'জয় ভৈরবী'-র তালে মেতে উঠেন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ। অভিনব কায়দায় মহালয়ায় দেবীপক্ষের সূচনায় 'দেবী চৌধুরানী'-র প্রচার সারলেন পর্দার ভবানী পাঠক।
আরও পড়ুন ‘শ্যুটিং শেষে তৃপ্তি লাগছে’, দেবী চৌধুরানীর কাজ সেরে স্বস্তিতে সব্যসাচী