Entertainment News Highlights: আরও একবার জমে থাকা পুরনো সেই রাগ...', পহেলগাঁওয়ে হামলা নিয়ে জঙ্গিদের কড়া বার্তা অক্ষয়ের

Entertainment News Highlights: আজ সারাদিন কী হচ্ছে? টলিউড থেকে বলিউড কোন কোন বিষয় রয়েছে নজরে? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন

Entertainment News Highlights: আজ সারাদিন কী হচ্ছে? টলিউড থেকে বলিউড কোন কোন বিষয় রয়েছে নজরে? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
পহেলগাঁওয়ে হামলা নিয়ে জঙ্গিদের কড়া বার্তা অক্ষয়ের

পহেলগাঁওয়ে হামলা নিয়ে জঙ্গিদের কড়া বার্তা অক্ষয়ের

 Entertainment News Highlights:  কেশরি ২-এর স্ক্রিনিংয়ে হাজির অক্ষয় কুমার। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে মুখ খুলেছেন বলিউজের আক্কি। স্টেজে দাঁড়িয়ে গলা ফাটিয়ে বলেছেন, 'আজ আরও একবার আমাদের মনে জমে থাকা সেই রাগ আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছে। সকলেই বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি। তবুও জঙ্গিদের উদ্দেশে একটা কথাই বলব, যেটা আমি এই সিনেমাতেও বারবার বলেছি...'। উপস্থিত প্রতিটি দর্শক অক্ষয়ের তালে তাল মিলিয়ে কী বলেছেন দেখে নিন ভিডিওতে।

Advertisment

  • Apr 27, 2025 19:51 IST

    'আমি একজন ব্রাহ্মণ এবং আমি এই নিয়ম নির্ধারণ করে দিলাম..'

    স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে চৈতি ঘোষাল দেবলীনা দত্ত, এরা প্রত্যেকেই কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষার কারণে নানা শব্দ প্রয়োগ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে অন্নপূর্ণা ছবির প্রমোশন চলাকালীন এই নিয়ে বক্তব্য রাখলেন অনন্যা চট্টোপাধ্যায়। তিনি সবসময় ধারাবাহিক কিংবা সিনেমার ক্ষেত্রে, স্ট্রং ওমেন চরিত্রে ধরা দিয়েছেন। সুবর্ণলতা হোক কিংবা জয় কালী কলকাতাওয়ালী, অভিনেত্রী হিসেবে তো বটেই, একজন মানুষ হিসেবেও তিনি বেশ স্পষ্টবাদী এবং ঠোঁট কাটা। তাই যখন তার কাছে প্রশ্ন রাখা হলো, এই ইন্ডাস্ট্রির বুকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে একজন অভিনেত্রীর কী কী বিষয় মাথায় রাখা উচিত?

    পাল্টা উত্তরে তিনি, ফের একবার সমাজকে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন। নারীরা দশভূজা, যে মাটির মূর্তিকে পুজো করে গোটা দেশ, সেই মূর্তিই বাস্তবে সম্মান পায়না - একারণেই নানা প্রতিবাদ। অনন্যা চট্টোপাধ্যায়কে যখন নারীদের সুরক্ষা এবং নীতি প্রসঙ্গে জিজ্ঞেস করা হল, তিনি কী বললেন? আদৌ কি অভিনেত্রী হিসেবে কোনও টিপস দিলেন? নাকি ....

    Ananya Chatterjee: 'আমি একজন ব্রাহ্মণ এবং আমি এই নিয়ম নির্ধারণ করে দি…



  • Apr 27, 2025 18:23 IST

    Entertainment Live News Update: 'কাশ্মীর ভারতের, আর কাশ্মীরিরা...', যা বললেন অভিনেতা...

    এবার দক্ষিণী তারকা বিজয় দেভেরাকোন্ডা এই প্রসঙ্গেই মুখ খুলেছেন। এক তো, তিনি আওয়াজ তুলেছিলেন প্রথম দিন। কাশ্মীরে নিজের ছবির শুটিংয়ে গিয়েছিলেন। এবং সেইসব দিনের সুন্দর স্মৃতি আজও ভেসে আছে তাঁর মনে। খুশি ছবির শুটিংয়ে সামান্থা এবং গোটা টিমের সঙ্গে দারুণ সব মুহূর্ত কাটিয়েছেন। আর এবার তো পাকিস্তানকে নিয়ে রীতিমত খোরাক করলেন বিজয়। অভিনেতা যা বললেন, তাতে ফের না বিতর্ক শুরু হয়। কী বলছেন তিনি?

    Pahalgam Terror Attack 2025: ' কাশ্মীর ভারতের, আর কাশ্মীরিরা...', পহ…



  • Advertisment
  • Apr 27, 2025 18:06 IST

    Entertainment Live News Update 'কাউকে নিচে নামানোর জন্য...',আড়ি মুক্তির পরই কেন এমন বললেন নুসরত?

    Entertainment Live News Update ২৫ এপ্রিল মুক্তি পেয়েছে আড়। রবিবার ইনস্টাগ্রামে পোস্টে নুসরত জানিয়েছেন কোন কোন প্রেক্ষাগৃহে তাঁদের ছবি দেখা যাচ্ছে। সেই সঙ্গে আরও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন, 'কাউকে নিচে নামানোর জন্য কে কী বলছে, তাতে কিছু যায় আসে না। আপনার কাজের প্রতি সততা সবসময় বাঙালির মন জয় করবেই। চমৎকার প্রতিক্রিয়া!! অত্যন্ত কৃতজ্ঞ।' একযুগ পর আড়ির মাধ্যমে বাংলা ছবিতে গ্র্যান্ড কামব্যাক মৌসুমী চট্টোপাধ্যায়ের। আপাতত নতুন ছবির সাফল্য উপভোগ করছে টিম আড়ি।



  • Apr 27, 2025 17:14 IST

    Entertainment News Live Update মাকে নিয়ে দুশ্চিন্তায় কন্যাকুমারী, ক্যানসারের দ্বিতীয় স্টেজে অভিনেত্রীর মা

    Entertainment News Live Update সোশ্যাল মিডিয়ায় মায়ের অসুস্থতার খবর জানিয়েছেন অভিনেত্রী কন্যাকুমারী। শনিবারই জানতে পেরেছেন তাঁর মা ক্যানসার আক্রান্ত। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি জানিয়েছেন, দ্বিতীয় পর্যায়ে যেহেতু তাই চিকিৎসকরা প্রতিশ্রুতি দিয়েছেন চিন্তার কোনও কার নেই। কেমোথেরাপি শুরু হলেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। 



  • Apr 27, 2025 16:45 IST

    Entertainment Live News Update- দুই বউয়ের চাপে কী অবস্থা অভিনেতার?

     টেলিভিশনের দুনিয়ায় জনপ্রিয় এই অভিনেতা একেই তাঁর দুই কাছের মানুষের মধ্যে এখন ভাগাভাগি করতে ব্যস্ত। স্ত্রী না প্রেমিকা কাকে বেছে নেবেন, সেই নিয়েও বেশ দোলাচলে রয়েছেন। তাঁর মধ্যে যদি আবার আসল বৌ এসে হাজির হয়, তাহলে হাসি বেরোয় কোথা দিয়ে? কিন্তু, যে দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল তাতে দেখা যাচ্ছে তাঁর আনন্দের শেষ নেই। এদিকে, আসল বউকে দেখে আরেক বউ পালিয়ে যেতে পারলে বাঁচতেন। কিন্তু না, তাঁকে টেনে টেনে না নিয়ে এসে তো শান্তি নেই। আর সেটাই হল। বরং যে ভিডিও করছে তাঁকে আবার এও বলতে শোনা গেল, "কে এসেছে দেখো? ওর সামনাসামনি আসো।"

    Tv Actors-Tollywood: দুই বউ একে অপরের মুখোমুখি, টলিপাড়ার বুকে হইহই…



  • Apr 27, 2025 15:58 IST

    Entertainment Live News Update কাশ্মীরে ভারতীয়রা স্বাগত নন, পহেলগাঁওয়ে হামলার পর এই মতকে সমর্থন করতেই আয়েশার বিরুদ্ধে পদক্ষেপের দাবি

    Entertainment Live News Update স্বাধীন কাশ্মীরে ভারতীরা স্বাগত নন। এই মন্তব্যকে সমর্থন করে বিপাকে ‘বিগবস্‌’ খ্যাত অভিনেত্রী আয়েশা খান। বিষয়টি নেটাগরিকের চোখে পড়তেই আয়েশার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে। কাশ্মীরি লেখক জলিস হায়দর ইনস্টাগ্রামে কাশ্মীর নিয়ে একটি পোস্ট করেছেন। কাশ্মীরি লেখকের মতে, কাশ্মীরের প্রতিটি মোড় সামরিক বাহিনীর নজরদারিতে থাকে। জলিসের কথায়, 'কাশ্মীরকে যাঁরা ঘর বলতে পছন্দ করেন, তাঁদের জীবন মোটেও শান্তির নয়। ওঁরা প্রতি মুহূর্ত নজরদারি এবং ক্ষমতার চাপে থাকেন। যে কোনও মুহূর্তে হিংসা ছড়াতে পারে সেই ভয় কাজ করে।' পহেলগাঁওয়ের এই হত্যালীলার পর ভারতীয়রা কাশ্মীরে মোটেই স্বাগত নন বলে দাবি করেন তিনি। তাঁর সংযোজন, 'আমাদের যন্ত্রণা নিয়ে কল্পনা করতে ও আমাদের জন্মভূমিকে পর্যটনের সৌন্দর্যে মুড়ে ফেলতে ভারতীয়দের এখানে আসার দরকার নেই। ছবি তুলে আপনারা ভান করেন, এই এলাকা যেন স্বর্গের মতো। অথচ এখানকার নিষ্ঠুর বাস্তব আপনারা কখনওই মেনে নেন না।' এই পোস্ট 'লাইক' করতেই নেটপাড়ার রোষানলে পড়েন আয়েশা। 



  • Apr 27, 2025 15:14 IST

    Entertainment Live News Update: গর্ভাবস্থায় ৪মাসের সন্তানকে হারান কণীনিকা...

    বহুদিন পর অন্দরমহল সিরিয়াল দিয়ে তিনি ফিরে এসেছিলেন। নতুন এক কনীকে উপহার পেয়েছিলেন দর্শকরা। কিন্তু তার আগে তার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, সে কথা এতদিন অজানাই ছিল। কি হয়েছিল তার সঙ্গে? অভিনেত্রী সম্প্রীতি এক সাক্ষাৎকারে এসে বলেন, গর্ভের সন্তানকে মুছে ফেলতে হয়েছে তাকে। কিন্তু কারণ কি? সেই সময় তার মানসিক পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, কোন কিছুই যেন ভাবতে পারছিলেন না! এর আগে রানী মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে গর্ভেই তাঁর দ্বিতীয় সন্তানকে হারান তিনি।

    Bengali Actress: ফিরতে ইচ্ছে করত না শশুরবাড়িতে, প্রেগন্যান্সির ৪ মাসেই…



  • Apr 27, 2025 14:40 IST

    Entertainment Live News Update রাজের সঙ্গে কাজ হবে সেই ভরসা ১০০ শতাংশ, সৃজিতের ছবিতে অভিনয়ের ইচ্ছে মৌনীর

    Entertainment Live News Update অনেকদিন ধরেই গুঞ্জন সৃজিত মুখোপাধ্যায়ের একটি ছবিতে নাকি মৌনী রায় অভিনয় করবেন। শুক্রবার সন্ধ্যায় কলকাতায় এসেছিলেন বাঙালি অভিনেত্রী। সেখানেই এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে চর্চায় ঘি ঢাললেন। তাঁর কথায়, সৃজিত মুখোপাধ্যায়ের বাংলা ছবিতে কাজের ইচ্ছে রয়েছে। আর রাজ চক্রবর্তী তো তাঁর বান্ধবীর বর। ডান্স বাংলা ডান্সের সেটে শুভশ্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সুবাদেই এই কথা বলেছেন নাগিন খ্যাত মৌনী রায়।  



  • Apr 27, 2025 13:24 IST

    Entertainment Live News Update পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ক্ষুব্ধ রীতেশ, পড়শি দেশকে কী হুঁশিয়ারি অভিনেতার?

    Entertainment Live News Update রিতেশ দেশমুখ যদিও রাজনীতি নিয়ে খুব একটা মুখ খোলেন না তবে পহেলগাওয়ের ঘটনায় সরব। প্রচণ্ড ক্ষুব্ধ কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায়। আগামী ১ মে মুক্তি পাবে  আগামী ছবি ‘রেইড ২’। ছবিতে রয়েছেন অজয় দেবগনও। সেই ছবির প্রচারে এসে কাশ্মীর নিয়ে সরব তিনি। সাফ জানিয়েছেন, কাশ্মীর বরাবর ভারতের ছিল আর আগামীতেও থাকবে।  রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমাদের দেশে আমরা কী ভাবে বসবাস করব, কী ভাবে দেশের উন্নতি করব এটা একান্তই আমাদের অভ্যন্তরীণ বিষয়। তাই নিয়ে নির্দেশ দেওয়ার অধিকার কোনও প্রতিবেশী দেশের নেই।'



  • Apr 27, 2025 12:20 IST

    Entertainment News Live Update 'পরিক্রমা'-র জন্য যৌথভাবে পুরস্কৃত বাবা-ছেলে, আন্তর্জাতিক মঞ্চে ইতিহাস গড়ে ফের গর্বিত জাতীয় পুরস্কারজয়ী গৌতম ঘোষ

    Entertainment News Live Update জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ আরও একবার বাংলা সিনেমাকে সমৃদ্ধ করলেন। এবারে তাঁর সফরসঙ্গী ছেলে ঈশান ঘোষ। পরিক্রমা ছবিটিতে সেরা সিনেমাটোগ্রাফির জন্য  বাবা-ছেলে যৌথভাবে প্রথমবার 1st Asian Art Film Award ঘরে আনলেন। গত ২৩ এপ্রিল ম্যাকাউতে অনুষ্ঠিত হয়েছিল এই বিশেষ অনুষ্ঠান। সেখানেই আন্তর্জাতিক স্তরে প্রথমবার ইতিহাস সৃষ্টি করলেন গৌতম ঘোষ ও ঈশান ঘোষ। 



pahalgam terror attack Pahalgam Bollywood Celeb Home Bengali Film Industry Bollywood Couple Bollywood Actor bollywood actress Bengali Song Bollywood News Bengali Film Bengali Actress Bengali Actor Bengali Serial Bengali Cinema bollywood movie bollywood