/indian-express-bangla/media/media_files/2025/10/21/asrani-725ad5cf-0e69-4779-ad17-89fb3244b9b-resize-750-2025-10-21-10-32-14.jpg)
জেনে নিন আজকের আপডেট...
Entertainment Latest Live News Updates: বলিউডের প্রিয় চরিত্রাভিনেতা গোবর্ধন আসরানি, যিনি সবার কাছে শুধু আসরানি নামেই পরিচিত ছিলেন, উৎসব আবহেই চলে গেলেন না ফেরার দেশে। সোমবার, ২০ অক্টোবর, ৮৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। এই খবর প্রকাশের পরই সিনে জগৎ এবং ভক্তদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। অবাক করার বিষয়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় দীপাবলির শুভেচ্ছা বার্তা শেয়ার করেছিলেন।
অভিনেতার পরিবার ইনস্টাগ্রামে একটি আবেগঘন বিবৃতি শেয়ার করেছে, যেখানে লেখা ছিল - “আমাদের প্রিয় আসরানি জি, যিনি সবার মুখে হাসি ফোটাতেন, আজ আর আমাদের মাঝে নেই। তাঁর প্রয়াণ হিন্দি সিনেমা এবং আমাদের হৃদয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজ চিরকাল আমাদের মনে থাকবে। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন। ওম শান্তি।”
- Oct 21, 2025 19:00 IST
Sreelekha Mitra: 'প্রতিনিয়ত রক্তখক্ষরণ হচ্ছে', মানসিক যন্ত্রণায় শ্রীলেখা, উগড়ে দিলেন ক্ষোভ
দিন দুয়েক আগেই তিনি কালীপুজোর দিন, নিজের বহুতল আবাসনে যে অনৈতিক কাজ হচ্ছিল, সেই নিয়েও তোলপাড় ফেলেন। অভিনেত্রী পুলিশে খবর দেন যে তাঁর ফ্ল্যাটের নীচে অবৈধ বাজি বিক্রি হচ্ছে, এবং এতে মানুষের ঝুঁকি বাড়ছে। তারপর, তাঁকে নানা ধরণের সমস্যার শিকার হতে হয়। অভিনেত্রী, নিজের সমাজ মাধ্যমেই সেই বিষয়ে তিনি লিখেছেন। শ্রীলেখার প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে মস্তিস্কে?
- Oct 21, 2025 18:30 IST
Alia Bhat-Subhashree Ganguly: 'পিঙক্ পরী' আলিয়া ও শুভশ্রী, দুই ইন্ডাস্ট্রির দুই নায়িকার কেমন কাটল আলোর উৎসব?
আলোর উৎসব মানেই কাছের মানুষদের সমাগম। আর বলিউডে অতিথি আপ্যায়নে যদি কোনও পরিবারের নাম করতেই হয়, তবে তা কাপুর খানদান। আর আলিয়া ভাটের দীপাবলি উদযাপন বরাবরই দেখার মতো। উপস্থিত ছিলেন কাছের মানুষরাও। পরিবার বন্ধুরা সকলেই সামিল ছিলেন তাঁর আলোর উৎসবে।
- Oct 21, 2025 16:41 IST
Benny Dayal: জনপ্রিয় তারকা দম্পতির ঘরে সুসংবাদ, বড় খবর দিলেন গায়ক
সোমবার বেনি ও ক্যাথরিন যৌথভাবে একটি পোস্টে জানান, যে তারা তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন। পোস্টে ক্যাথরিনের ফটোশুটের বেশ কিছু সুন্দর ছবি রয়েছে। এক ছবিতে বেনিকে আল্ট্রাসাউন্ড ছবি ধরে থাকতে দেখা যায়, আরেকটিতে তিনি স্ত্রীর বেবি বাম্পকে আলতো করে ধরেছেন। অন্যান্য ছবিতে ক্যাথরিন গর্ভাবস্থার সময় তার ক্রমবর্ধমান বেবি বাম্পকে গর্বের সঙ্গে দেখাচ্ছেন। পোস্টের ক্যাপশনে তারা লিখেছেন, "আমাদের ছোট্ট আলো আসার পথে। বেবি দয়াল, আমাদের নতুন সূর্যের রশ্মি শীঘ্রই আসছে।"
- Oct 21, 2025 15:44 IST
Subrata Guha Roy: উৎসব আবহে এ কি কাণ্ড! হাসপাতালে চিকিৎসাধীন 'পরিণীতার দাদু' সুব্রত, হলটা কী?
খেয়াল করলে দেখা যাবে সাধারণত মজাদার পোস্ট করতেই দেখা যায় তাঁকে। তবে, সকাল হতেই যা লিখলেন, তাতে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। ভীষণ মজাদার মানুষটা হাসপাতালে পৌঁছলেন কী করে? কি-ই বা হল তাঁর? হাসপাতালের বিছানায় শুয়েই তিনি একটি পোস্ট করেন। বর্তমানে তিনি পরিণীতা ধারাবাহিকেই অভিনয় করছেন। এর আগে তাঁকে দেখা গিয়েছিল, নিম ফুলের মধু ধারাবাহিকে।
- Oct 21, 2025 14:15 IST
Narendra Modi-Asrani: শেষ হল এক অধ্যায়, আসরানির প্রয়াণে শোক জ্ঞাপন প্রধানমন্ত্রীর
Narendra Modi - Asrani: প্রবীণ অভিনেতা গোবর্ধন আসরানি, তাঁর অনন্য কমিক টাইমিং দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে হাসিয়েছিলেন। গতকাল উৎসবের দিন-ই দীর্ঘ অসুস্থতার পর মুম্বইয়ের জুহুর আরোগ্য নিধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। অভিনেতার প্রয়াণে গোটা বলিউড এবং তাঁর অগণিত ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
Narendra Modi-Asrani: শেষ হল এক অধ্যায়, আসরানির প্রয়াণে শোক জ্ঞাপন প্রধানমন্ত্রীর
- Oct 21, 2025 13:38 IST
Govardhan Asrani Death: 'দু সপ্তাহ আগেই তো', কেন মৃত্যুর কথা গোপন রাখতে চেয়েছিলেন? আসরানিকে শ্রদ্ধা অক্ষয়-অনুপমের
Govardhan Asrani Death: সোমবার বিকেলে ৮৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন, বলিউডের প্রিয় চরিত্র অভিনেতা গোবর্ধন আসরানি, যিনি সবার কাছে শুধুমাত্র ‘আসরানি’ নামে পরিচিত ছিলেন। তাঁর প্রয়াণ চলচ্চিত্র জগতে এবং ভক্তদের মধ্যে একটি গভীর শূন্যতা সৃষ্টি করেছে। দীর্ঘদিনের অসুস্থতার পর শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
- Oct 21, 2025 12:02 IST
Roosha Chatterjee: আলোর উৎসবে নতুন আলো! মা হলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়
ইন্ডাস্ট্রিতে থাকাকালীন সম্পর্কে জড়ান, কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। তারপর বছর দিনেক আগে সবাইকে অবাক করে দিয়েই তিনি বিয়ের পিঁড়িতে বসেন। সে সময় তার স্বামীকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে সেসব এখন অতীত, আলো এবং শক্তির উৎসবে, তার জীবনে যে অনন্য সদস্য পা রেখেছে, একথা তিনি নিজেই জানিয়েছেন। সদ্যই এক সন্তানের মা হয়েছেন তিনি। আলোর উৎসবে চারিদিক যখন ঝলমলে, তখন তার জীবনের সবথেকে আনন্দের খবরটা তার ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন রুশা।
Roosha Chatterjee: আলোর উৎসবে নতুন আলো! মা হলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়
- Oct 21, 2025 11:16 IST
Asrani Passed Away: শেষ সময়ে মোটেই ভাল ছিলেন না? বড় রহস্য ফাঁস করলেন আসরানির ম্যানেজার
অভিনেতার পরিবার ইনস্টাগ্রামে একটি আবেগঘন বিবৃতি শেয়ার করেছে, যেখানে লেখা ছিল - “আমাদের প্রিয় আসরানি জি, যিনি সবার মুখে হাসি ফোটাতেন, আজ আর আমাদের মাঝে নেই। তাঁর প্রয়াণ হিন্দি সিনেমা এবং আমাদের হৃদয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজ চিরকাল আমাদের মনে থাকবে। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন। ওম শান্তি।”
- Oct 21, 2025 10:35 IST
Govardhan Asrani Passes Away: আলোর উৎসবে-ই খসে পড়ল নক্ষত্র, কিংবদন্তির মৃত্যুতে শোকস্তব্ধ সিনেপাড়া
Govardhan Asrani Passes Away: বলিউডে হাসির রাজ্যে যিনি ছিলেন এক অবিচ্ছেদ্য নাম, সেই গোবর্ধন আসরানি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ অর্থাৎ সোমবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা-পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us