Entertainment Latest Highlights: আচমকাই প্রয়াত জনপ্রিয় অভিনেতা...

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Actor Passed away

জনপ্রিয় অভিনেতার মৃত্যু... Photograph: (ফাইল চিত্র )

Entertainment Latest Highlights: 

Advertisment

Actor Passed Away: একের পর এক নিদারুণ সুন্দর ছবিতে কাজ করেছিলেন তিনি। তাঁর জনপ্রিয় একটি চরিত্রের মধ্যে পড়ে HEE haw এর চরিত্রটি। অভিনেতাকে আর ধরে রাখা গেল না। বরং, তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। হঠাৎ করেই তাঁর মৃত্যুর খবর শোনা যাচ্ছে। সংবাদ মাধ্যম ANI সূত্রে খবর, অভিনেতার মৃত্যুর খবর এসেছে আচমকাই। এবং সমাজ মাধ্যমে জানানো হয়েছে সেই খবর। রেখে গেলেন তাঁর স্ত্রীকে। যেন কেউ বিশ্বাস পর্যন্ত করতে পারছেন না যে এমন কিছু হতে পারে।

  • Jun 21, 2025 21:01 IST

    World Music Day: লোকে টাকা জমায়, আমি শুধু নিজের জন্য গান জমিয়েছি: নীলায়ন

    Nilayan Chatterjee on Music: কথায় বলে যে মানুষরা গান ভালোবাসে না, তাদের মধ্যে নাকি মাধুর্য নেই। গান ভালবাসে না এমন মানুষ সত্যিই আছে? সুখে হোক দুঃখে হোক অনুষ্ঠানে হোক উৎসবে হোক মানুষের সব থেকে বেশি, কিছু যদি ভালোলাগার হয় তবে সেটি গান। এমনকি নির্দিষ্ট উৎসবেও গান শুনলেই মানুষ বুঝতে পারেন যে আর তো হাতে গুনে কয়দিন। আজ বিশ্ব সংগীত দিবসের দিন, এমন এক সুরকারের সঙ্গে কথা বলার সুযোগ হল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার, যিনি বর্তমানে বাংলা সুপারস্টার দেবের খুব কাছের হয়ে উঠেছেন। সুরকার নিলায়ন চট্টোপাধ্যায়, একের পর এক ছবিতে ধামাকা দিয়ে চলেছেন। জিৎ গঙ্গোপাধ্যায় কিংবা অনুপম রায়ের পর বাংলা সংগীত জগতে অন্যরকম কিছু করার চেষ্টা করছেন তিনি।

    World Music Day: লোকে টাকা জমায়, আমি শুধু নিজের জন্য গান জমিয়েছি: ন…



  • Jun 21, 2025 20:05 IST

    Govinda debuts new look- গোবিন্দার নতুন লুক, তাক লাগাল দর্শকদের...

    প্রবীণ বলিউড অভিনেতা গোবিন্দ একটি আকর্ষণীয় নতুন চেহারা উন্মোচন করার পরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন। যা ভক্তদের অবাক করে দিয়েছে। ৬১ বছর বয়সী তারকা, যিনি সাম্প্রতিক বছরগুলিতে রুপালি পর্দায় মূলত অনুপস্থিত ছিলেন, একটি মসৃণ কালো-সাদা পোশাকে হাজির হয়েছিলেন, বড় আকারের সানগ্লাস এবং একটি পেন্সিল গোঁফ দারুণ নজর কেড়েছে, তার পরিচিত শৈলী থেকে সরে এই লুক তিনি বানিয়েছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে, গোবিন্দাকে আত্মবিশ্বাসের সাথে ক্যামেরার দিকে হাঁটতে দেখা যায়। 



  • Advertisment
  • Jun 21, 2025 18:59 IST

    Bollywood Couple Divorce: ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি!

    বিচ্ছেদ সবসময় খুব দুঃখের। দুটো মানুষ যখন প্রচন্ড আনন্দের সঙ্গে সুখের সংসার তৈরি করেন, এবং একটা নির্দিষ্ট সময়ের পর সেই সংসারটাকে টিকিয়ে রাখতে পারেন না, তখন বোধহয় প্রথম থেকে খুব নিশ্চুপ হয়ে যান। এবং এতটাই নিশ্চুপ হয়ে যান যে প্রথম দিকে সে সম্পর্কে ছেদ ঘটেছে, এই নিয়ে বলতেও পারেন না। ঠিক এমনটাই ঘটেছে বলিউডে জনপ্রিয় অভিনেত্রীর জীবনে। প্রায় ১৬ বছরের সংসার ইতি টেনেছেন তিনি।



  • Jun 21, 2025 18:08 IST

    Sonakshi Sinha: বাড়িতে ভৌতিক কাণ্ড!

    Sonakshi Sinha: সোনাক্ষী সিনহা, যার শেষ কাজ ছিল সঞ্জয় লীলা বনশালির হীরামন্ডি, আগামীতে নিকিতা রায় নামে একটি প্যারানরমাল ছবিতে দেখা যাবে। এই ছবির প্রচারের সময়, সোনাক্ষী শেয়ার করেছেন যে তিনি একবার তার বাড়িতে কিছু অলৌকিক কার্যকলাপের অভিজ্ঞতা অর্জন করেছিলেন। এতটাই যে, পরদিন যখন সে তার বাড়িতে প্রবেশ করেন তখন প্রয়োজনের তুলনায় বেশি উচ্চস্বরে কথা বলতে শুরু করে সে।  



  • Jun 21, 2025 17:20 IST

    Director Dead in Ahmedabad Plane Crash: আহমেদাবাদের ভয়াবহ বিমান দূর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন

    Director Dead Ahmedabad Plane Crash:  আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে যে মানুষগুলোর, সবাই যে বিমানের মধ্যে ছিলেন এমন কিন্তু নয়। মারা গিয়েছেন মেডিকেল কলেজের ছাত্র, সঙ্গে সেই এলাকার ধারে কাছে থাকা বেশ কিছু সাধারণ মানুষও। শিশুদেরও প্রাণ গিয়েছে। ফের আরেকটি মর্মান্তিক মৃত্যুর খবর জানা যাচ্ছে। চলচিত্র নির্মাতার মৃত্যুর খবর বর্তমানে শোনা যাচ্ছে আহমদাবাদের ঘটনার পর।



  • Jun 21, 2025 16:35 IST

    World Music Day: সুরের টানে ফেরা

    আজ বিশ্ব সংগীত দিবস। আমরা হয়তো সবাই এখন ব্যস্ত, কর্পোরেট ডেস্কে গান শুনি কানে হেডফোন গুঁজে, রিল বানাতে গান কাটিং করি, তবু, কোথাও না কোথাও অরিন্দমদের মতো কিছু মানুষ আজও ছাদে বসে সুর বোনেন।

    World Music Day: সুরের টানে ফেরা, বিশ্ব সংগীত দিবসে অরিন্দমের ছাদঘরে…



  • Jun 21, 2025 15:58 IST

    Abhijit Gangopadhyay Hospitalised: AIIMS-এ গুরুতর অবস্থায় চিকিৎসাধীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    Abhijit Ganguly Hospitalised: অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ। শারীরিক অবনতির কথা চিন্তা করেই, দিল্লি AIIMS - এ স্থানান্তরিত করা হয়েছে তাকে। আপাতত সেখানেই চিকিৎসকদের করা পর্যবেক্ষণে রয়েছেন তিনি। প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সংসদএর শরীর নিয়ে উদ্বিগ্ন বিজেপির অন্যান্য নেতারাও। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা ফোন করেছিল রুদ্রনীল ঘোষকে ( Rudranil Ghosh )। যার সঙ্গে তার হৃদ্যতা-বন্ধুত্ব সাংঘাতিক। অন্তরের কাছের এই বন্ধু মানুষটির এমন অবস্থায়, কলকাতায় বসে উদ্বিগ্ন রুদ্র।

     



  • Jun 21, 2025 15:21 IST

    Taslima Nasrin: হানিমুনে স্ত্রীকে নিলামে তুলেছিলেন, প্রচণ্ড মারতেন...

    Taslima Nasrin on Karishma kapoor: কিছুদিন আগেই অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় মারা গিয়েছেন পোলো খেলত গিয়ে। মৌমাছি গলায় আটকে যাওয়ার পর, তিনি আর নিঃশ্বাস নিতে পারছিলেন না। এরপরই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর বেশ কয়েকদিন পর তবে শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুর পর করিশ্মার কোনো স্টেটমেন্ট না থাকলেও, অভিনেত্রী শেষকৃত্য সম্পন্ন করলেন দায়িত্ব সহকারে। কেন? এই কেনর প্রশ্নই করেছেন বাংলাদেশের চর্চিত লেখিকা তসলিমা নাসরিন। মেয়েদের অ্যাবিউজিভ স্বামী নিয়ে আদিখ্যেতা দেখে রেগে আগুন তসলিমা। তিনি রীতিমত রেগে আগুন। সমাজ মাধ্যমে করিশ্মাকে নিয়ে যা নয় তাই বললেন...

    Taslima Nasrin: হানিমুনে স্ত্রীকে নিলামে তুলেছিলেন, প্রচণ্ড মারতেন, প্র…



  • Jun 21, 2025 14:41 IST

    Actor Passed Away: আচমকাই সব শেষ!

    Actor Passed Away: একের পর এক নিদারুণ সুন্দর ছবিতে কাজ করেছিলেন তিনি। তাঁর জনপ্রিয় একটি চরিত্রের মধ্যে পড়ে HEE haw এর চরিত্রটি। অভিনেতাকে আর ধরে রাখা গেল না। বরং, তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। হঠাৎ করেই তাঁর মৃত্যুর খবর শোনা যাচ্ছে। সংবাদ মাধ্যম ANI সূত্রে খবর, অভিনেতার মৃত্যুর খবর এসেছে আচমকাই। এবং সমাজ মাধ্যমে জানানো হয়েছে সেই খবর। রেখে গেলেন তাঁর স্ত্রীকে। যেন কেউ বিশ্বাস পর্যন্ত করতে পারছেন না যে এমন কিছু হতে পারে।

    Actor Passed Away: আচমকাই সব শেষ! চলে গেলেন জনপ্রিয় অভিনেতা...



  • Jun 21, 2025 13:47 IST

    Entertainment News: মাদকের চূড়ান্ত অপব্যবহারে নাজেহাল ফিল্মিদুনিয়া

    একাধিক অভিযোগ, কমপ্লেন এবং রিপোর্ট ইন্ডাস্ট্রিতে ব্যাপক মাদকের অপব্যবহারের দিকে ইঙ্গিত করার পরে, মালায়ালাম চলচ্চিত্র প্রযোজকরা এর বিরুদ্ধে প্রথম দৃঢ় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, কোনও ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত যে কোনও ব্যক্তিই এধরনের কাজ করলে, আক্ষরিক অর্থেই মূল্য চোকাতে হবে।

    Entertainment News: মাদকের চূড়ান্ত অপব্যবহারে নাজেহাল ফিল্মিদুনিয়া, '…



  • Jun 21, 2025 13:04 IST

    Aamir Khan Son: আমিরের ছেলেকে চিনতে না পেরেই সজোরে এক ধাক্কা!

    অনুষ্ঠানস্থল দিয়ে যাওয়ার সময় তাঁকে সলমনের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারা সম্ভবত তাকে সমস্ত বিশৃঙ্খলার মধ্যে একজন ভক্ত বা মিডিয়ার সদস্য হিসাবে ভুল করেছিলেন এবং বুঝতে পারেননি যে তিনি কেবল সলমনকে থিয়েটারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জুনেইদ ভিড়ের মধ্যে দিয়ে সালমানকে পথ দেখানোর চেষ্টা করছেন। সালমানের সিকিউরিটি টিমের একজন সদস্য জুনেইদ ও তারকার মাঝখানে ঢুকে পড়ার চেষ্টা করেন।

    Aamir Khan Son: আমিরের ছেলেকে চিনতে না পেরেই সজোরে এক ধাক্কা! সলমনে…



Entertainment News Entertainment News Today