/indian-express-bangla/media/media_files/2025/10/28/cats-2025-10-28-19-37-07.jpg)
ও ভীষণ ভাল একজন অভিনেত্রী কিন্তু, সেই হিসেবে সিনেমায় সুযোগ পায় না: রুদ্রজিৎ
খাঁচাবন্দি জীবনের গল্পের মাধ্যমে সমাজের কোনও বিশেষ দিক তুলে ধরার প্রয়াস বা কোনও বার্তা?
একদমই তাই। আমার এই গল্পটার মধ্যে দিয়ে সমাজকে একটা বার্তা দেওয়ারই প্রচেষ্টা। সমাজের প্রতিটি বিষয়ই কিন্তু, একটু ভাল করে লক্ষ্য করে বোঝা যায় নিয়মের বেড়াজালে খাঁচাবন্দি। কী ভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব সেটাই এই সিনেমার বিষয়বস্তু। দ্বিতীয়ত রিডিসকভারিং অফ ওয়ান সেলফ অর্থাৎ নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার গল্প।
/indian-express-bangla/media/post_attachments/b39f3f9b-d3f.jpg)
এমন গল্প তৈরির অনুপ্রেরণা কী?
আমি কলেজজীবন থেকেই পুরনো দিনের সিনেমা দেখি, লেখালেখি করি। তাছাড়া পেশায় আমি একজন চিকিৎসক, দীর্ঘ ১৬ বছর এই পেশার সঙ্গে যুক্ত। বহুবার গ্রামেগঞ্জে গিয়েছি। আমার জীবনেও অনেক ঘটনা ঘটেছে। সেখান থেকেই কিছুটা অনুপ্রাণিত হয়েছি। আবার এমন কিছু জিনিস আছে যা আমরা এড়িয়ে যাই, (ইগনোর করা) দেখেও দেখি না। সেই বিষয়গুলোকেই গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।
/indian-express-bangla/media/post_attachments/d190ffcf-9dc.jpg)
স্বাধীন পরিচালক হিসেবে যখন তাবড় তারকাদের কাছে কাজের প্রস্তাব নিয়ে গেলেন কেমন সাড়া পেয়েছিলেন?
এই ছবির অন্যতম প্রধান চরিত্র মমতা শঙ্কর। ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক দিনের। চিকিৎসক হিসেবে দীর্ঘদিনের পরিচিতি। কোভিডের আগে মমদির পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ভাল হয়েছে। একটা শর্ট ফিল্মে মমদির কাজ করারও কথা ছিল। কিন্তু, দুর্ভাগ্যবশত যেদিন ফ্লোরে যাওয়ার ডেট সেদিনই লকডাউন ঘোষণা করা হয়। এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রে কাজ করেছেন। জয় দা, সাগ্নিকের কাজ বহুদিন ধরে দেখে ওদের কাছে প্রস্তাব নিয়ে যাই। আমার প্রতি ওঁদের বিশ্বাস ছিল। আমি নিজের মতো করে গল্প চেয়েছি সেটাই সকলের খুব ভাল লেগেছিল। এই কাজ করার জার্নিটা খুব সহজ ছিল না। প্রায় দেড় বছর সময় লেগেছে। রিসার্চ করা, কলাকুশলী নির্বাচনের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। লুক টেস্ট করে দেখতে হয়েছে কে পারফেক্ট ম্যাচ। মল্লিকার সঙ্গে তখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ও আমার প্রস্তাবে সম্মতি জানায়। রাতুলও (রাতুল শঙ্কর) আমার খুব কাছের বন্ধু। আমরা একটা অন্যরকম মিউজিক করার চেষ্টা করেছি।
/indian-express-bangla/media/post_attachments/341d85ec-031.jpg)
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন ঘিরে কতটা উত্তেজিত?
আমি আগেও কিছু শর্ট ফিল্ম, ডকুমেন্টরি বানিয়েছি। সেই সূত্রে অনেকের সঙ্গে পরিচয় আছে, ফেস্টিভ্যালে যাতায়াতও ছিল। এবার আমার প্রথম ফিচার ফিল্ম দেখানো হবে নিঃসন্দেহে এটা বিরাট প্রাপ্তি। কলকাতা ছাড়াও আরও কয়েকটি ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছে। ৩ নভেম্বর বার্সেলোনা ফিল্ম ফেস্টিভ্যালেও পিঞ্জর দেখানো হবে। একমাত্র বাংলা ছবি হিসাবে নির্বাচিত হয়েছে।
/indian-express-bangla/media/post_attachments/bf0d1887-da2.jpg)
পরবর্তী ছবি নিয়ে কোনও ভাবনা?
না, এখনও কিছু ভাবিনি। আপাতত পিঞ্জররের ফলাফল দেখতে চাই। আমি পিঞ্জর এমনভাবে বানিয়েছি যে দর্শক শুধু হলে বসে দেখবে না, বিষয়টা অনুভব করবে।
আরও পড়ুন 'ডিপ ফ্রিজ' সেরা বাংলা ছবি, অর্জুনের প্রশংসায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালক শুভ্রজিৎ
অভিনেত্রী হিসেবে পরিচালকের সঙ্গে কাজ থেকে জীবনসঙ্গী...কখনও এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে মজার কথা হয়?
হ্যাঁ, সে তো হয়ই। পুরনো দিনগুলোর কথা আলোচনা করতে বেশ ভালই লাগে। আমরা এখনও বলি, তখন পরিচালক-অভিনেত্রী হিসেবে কাজ করেছি আজ স্বামী-স্ত্রী। এটা সত্যিই একটা অন্য অনুভূতি। সেটে কত চিৎকার করেছি। সেগুলো মনে পড়লে দুজনেই হাসি ঠাট্টা করি।
/indian-express-bangla/media/post_attachments/77a43576-a5f.jpg)
প্রথম ছবি থেকে কী প্রত্যাশা?
আমি যাই ছবি মুক্তির আগে কিফ-এ এসে যেন ছবিটা সকলে দেখে। ভাল প্রতিক্রিয়া পেলে আমিও ভবিষ্যৎ-এ আরও ছবি তৈরির চেষ্টা করব, মল্লিকারও আত্মবিশ্বাস বাড়বে। ও ভীষণ ভাল একজন অভিনেত্রী। কিন্তু, সেই হিসেবে সিনেমায় সুযোগ পায় না।
আরও পড়ুন বঙ্গকন্যার ভেনিস জয়ের পরও KIFF থেকে ব্রাত্য পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা? মুখ খুললেন নবাগতা পরিচালক
অভিনেত্রী না জীবনসঙ্গী মল্লিকা? ১০-এ কাকে এগিয়ে রাখবেন?
জীবনসঙ্গী হিসেবে ১০-এ ১০০ দেব আর অভিনেত্রী হিসেবে বলতে পারি আগামী দিনে ওঁর সঙ্গে অনেক কাজ করতে চাই। শুধুমাত্র আমার স্ত্রী বলে নয়, ওঁর মধ্যে যে প্রতিভা আছে সেটার বর্হিপ্রকাশের জন্য।
আরও পড়ুন সত্যি কথা যদি সরকারের বিপক্ষেও হয় আমার কোনও আপত্তি নেই: সৌরভ পালোধী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us