Badshah: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। লন্ডনের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস (ইসকন) পরিচালিত নিরামিষ রেস্তোরাঁ "গোবিন্দ"–এ এক ব্যক্তি মুরগির মাংস খাওয়ার ভিডিও দ্রুত গতিতে ছড়িয়ে পড়তেই শোরগোল। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি রেস্তোরাঁয় প্রবেশ করে কর্মীদের কাছে জানতে চাইছেন সেখানে কি মাংস পরিবেশন করা হয়? কর্মীরা জানিয়ে দেন এটি একটি নিরামিষ রেস্তোরাঁ। তাই সেখানে মুরগির মাংস পাওয়া যায় না। তখন ওই ব্যক্তি একটি কেএফসি বক্স থেকে মাংসের টুকরো বের করে রেস্তোরাঁর মধ্যেই খেতে শুরু করেন। যা দেখে অস্বস্তিতে পড়েন রেস্তোরাঁর কর্মীরা। নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে রেস্তোরাঁ থেকে বের করে দেন।
আরও পড়ুন যাঁরা এই দুনিয়ায় আছেন তাঁদের গুডবাই বলার প্রয়োজন নেই, কখনও না কখনও তো আবার দেখা হবেই: ইন্দ্রনীল
এই ভিডিও দেখে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন ব়্যাপার বাদশা। ভারতের জনপ্রিয় র্যাপার ও গায়ক বাদশা এক্স-এ লিখেছেন, 'এটা দেখে তো মুরগিও লজ্জা পেয়ে যাবে। ভাই ক্ষুধার্ত ছিল না, ওঁর দরকার ছিল মুখে একটা চপ্পলের!যে বিষয়ে কোনও জ্ঞান নেই সেখানে অন্তত শ্রদ্ধাটুকু করা উচিত।' এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিবাদ করেছেন নেটিজেনরা। অনেকেই এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত উসকানি এবং ধর্মীয় অনুভূতির প্রতি চরম অবমাননা হিসেবে বর্ণনা করেছেন। এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে লেখেন, 'এটিকে কী বলব? ইচ্ছাকৃত উসকানি?' অপর এক ব্যক্তি বলেন, 'তিনি সমাজিক পরিস্থিতি নষ্ট করেছেন।'
আরও পড়ুন 'মিনিস্কার্ট পরা ওই মেয়েটার পিছনে...', প্রেম নিয়ে গোপন কথা ফাঁস করলেন খোদ অনুপম
এক নেটিজেনের মন্তব্য করেন, 'আশা করি ওঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এটা হিন্দুদের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ।' অনেকে আবার সেখানে উপস্থিত দর্শকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন পোস্টে লেখেন, 'সবাই শুধু হাসছে আর ভিডিও করছে। কেউ প্রতিবাদ না করলে, অন্যদের কাছ থেকে কিছু আশা করা বৃথা।'
আরও পড়ুন জয়ার পথেই অমিতাভ! জলসার বাইরে পাপারাজ্জিকে জোর ধমক, বিগ বি মেজাজ হারাতেই ভাইরাল ভিডিও
অপর এক নেটনাগরিকের মন্তব্য, 'ধর্মীয় স্থানে ইচ্ছাকৃতভাবে এমন আচরণ অসহিষ্ণুতা প্রকাশ করে—এটা অবহেলা করা উচিত নয়।'একাংশের মতে, সকলের নজর কাড়তে ওই ব্যক্তি এমন ঘটনা ঘটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ও সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়াতে ইচ্ছাকৃত এই ধরনের কার্যকলাপে লিপ্ত হয়েছেন ওই ব্যক্তি।
আরও পড়ুন স্টান্ট ম্যানের মর্মান্তিক মৃত্যুর পর ফের মারাত্মক স্টান্ট! ব়্যাপারের ভিডিও ঘিরে শোরগোল